দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ট্রাকচালকের। রবিবার রাত দেড়টা নাগাদ, বেলেঘাটা মেন রোডে। পুলিশ জানায়, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ট্রাকের চালক মুক্তি দাসকে (৩০) মৃত বলে ঘোষণা করা হয়। অন্য ট্রাকটির চালক এবং দুই ট্রাকেরই খালাসি জখম হন। তিন জনেই এনআরএসে ভর্তি। ট্রাক দু’টি আটক হয়েছে। অন্য দিকে, সোমবার সকালে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে বাস থেকে পড়ে জখম হন প্রতাপ মিত্র নামে এক যুবক। পায়ে আঘাত নিয়ে তিনি কলকাতা মেডিক্যালে ভর্তি।
|
হাওড়া স্টেশনের মেন কমপ্লেক্সের বুকিং অফিসের সামনে থেকে ৪০টি ঘুমের ওষুধ-সহ দুই যুবককে পাকড়াও করল রেলরক্ষী বাহিনী। ধৃত অরিন্দম নস্কর এবং শাহিদুল মোল্লা ক্যানিং ও রায়দিঘির বাসিন্দা। হাওড়া রেলপুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ওই দুই যুবক বুকিং অফিসের সামনে এক যাত্রীর সঙ্গে যেচে আলাপ জমিয়ে তাঁকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে লুঠের মতলব করছিল। তখনই তাদের হাতেনাতে ধরেন রেলরক্ষী বাহিনীর সাদা পোশাকের অফিসারেরা। রেলপুলিশ জানায়, শাহিদুল আগেও রেলযাত্রীদের মাদক মেশানো খাবার খাইয়ে লুঠের অভিযোগে ধরা পড়েছিল।
|
হুমকি দেওয়া ও তোলাবাজির অভিযোগে এক দুষ্কৃতী গ্রেফতার হল। রবিবার গভীর রাতে, উল্টোডাঙার দক্ষিণদাঁড়ি রেল আবাসনের কাছে একটি ঝুপড়ি থেকে। ধৃতের নাম পাপ্পু সাউ (২৯)। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে নানা অপরাধমূলক কাজের অভিযোগ ছিল পাপ্পুর নামে। পুলিশের দাবি, তার কাছে একটি ওয়ান শটার পিস্তল ও কয়েক রাউন্ড কার্তুজ মিলেছে। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। |