নতুন ছোট গাড়ি ‘ইয়ন’-এর চাহিদার কথা মাথায় রেখে চেন্নাইয়ের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। সম্প্রতি কলকাতায় গাড়িটি এনে সংস্থার অন্যতম কর্তা আর সেতুরামনের ইঙ্গিত: চেন্নাইয়ে বার্ষিক ৬.৩০ লক্ষ গাড়ি তৈরি হয়। চলতি অর্থবর্ষ শেষে তা বেড়ে হবে ৬.৭০ লক্ষ। মূলত ইয়ন-এর উপর ভর করেই ভারতের বাজারের ২০% দখলের লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। চলতি অর্থবর্ষে ১.৫ লক্ষ ইয়ন বিক্রির লক্ষ্যমাত্রাও রয়েছে। কলকাতার দাম ২.৭২ লক্ষ থেকে ২.৭৫ লক্ষ টাকা। এটি মারুতি অল্টো-র প্রতিদ্বন্দ্বী, সংশ্লিষ্ট মহলের এই দাবি মানতে নারাজ সেতুরমান। তাঁর পাল্টা দাবি, গাড়িটি নতুন শ্রেণির ক্রেতা তৈরি করবে। তবে মারুতি কারখানার অচলাবস্থা ইয়নের চাহিদা বাড়াতে কিছুটা সাহায্য করেছে, সে কথা মেনে নেন তিনি। সেতুরামন জানান, এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি ইয়ন বুক হয়েছে।
|
প্রতিটি বাড়িতে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। পাশাপাশি, প্রতি কৃষক পরিবারকে কিসান ক্রেডিট কার্ড দিতে বলেছে তারা।
|
গৃহঋণের উপর সুদে ১% ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে ঋণের ঊর্ধ্বসীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ করতে পারে কেন্দ্র। এই সুবিধা পাওয়ার জন্য বাড়ি তৈরি খরচও ২০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হবে বলে ইঙ্গিত মিলেছে। রিজার্ভ ব্যাঙ্ক সুদ বাড়ালেও আবাসন শিল্পে উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নিয়ে পারে কেন্দ্র। |