পুঁজিতে টান পড়েছে। তাই বিস্ফোরক খবর প্রকাশ আপাতত বন্ধ রাখছে উইকিলিক্স।
আজ লন্ডনে সাংবাদিক সম্মেলনে উইকিলিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানান, বিভিন্ন মার্কিন ব্যাঙ্ক ও সংস্থার জারি করা নিষেধাজ্ঞার দৌলতে তাঁদের ওয়েবসাইটের আয় ৯৫ শতাংশ কমেছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এ বছরের মধ্যে ব্যাঙ্কগুলি এই নিষেধাজ্ঞা না তুললে ওয়েবসাইটটি পুরোপুরি বন্ধ করে দিতে হবে।
অ্যাসাঞ্জের দাবি, ২০১০ সালে তাঁদের আয় ছিল মাসিক এক লক্ষ পাউন্ড। এ বছর তা কমে মাসিক ছ’-সাত হাজার পাউন্ডে দাঁড়িয়েছে।
কী ভাবে এতটা কমে গেল উইকিলিক্সের আয়?
উইকিলিক্স মূলত আর্থিক অনুদানে চলে। বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও কয়েকটি সংস্থার সাহায্যে উইকিলিক্সের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যায়। সম্প্রতি ব্যাঙ্ক অফ আমেরিকা, ভিসা, মাস্টারকার্ড, পে-প্যাল এবং ওয়েস্টার্ন ইউনিয়ন উইকিলিক্সের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে। ফলে অনেকেই আর্থিক অনুদান পাঠাতে পারছেন না। অ্যাসাঞ্জ বলেন, “অনেক পর্যালোচনা করে মার্কিন সরকার সিদ্ধান্ত নেয়, উইকিলিক্সের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনার দরকার নেই। কিন্তু বেশ কিছু সংস্থা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছে। যার মাসুল দিচ্ছি আমরা।”
আয় কমা ছাড়া উইকিলিকসে্র মাথার উপর আরও খাঁড়া ঝুলছে। প্রচুর গোপন নথি ফাঁস করে দেওয়ার জন্য ডেনমার্ক, আইসল্যান্ড, ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় উইকিলিক্সের বিরুদ্ধে প্রচুর মামলা করা হয়েছে। সেই সব মামলা চালাতে প্রচুর টাকার প্রয়োজন। তাই পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান অ্যাসাঞ্জ।
|
শিকাগোয় ধৃত ১৩০
সংবাদসংস্থা • শিকাগো |
‘শিকাগো দখল’ আন্দোলনের ১৩০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করল শিকাগো পুলিশ। সম্প্রতি নিউ ইয়র্কে ‘ওয়াল স্ট্রিট দখল’ আন্দোলন শুরু হয়। তারই অঙ্গ ‘শিকাগো দখল’-এর আন্দোলনকারীরা কাল গভীর রাতে জমায়েত হন গ্রান্ট পার্কে। পার্ক বন্ধ করা হয় রাত ১১ টায়। সংবাদমাধ্যম সূত্রের খবর আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছিলেন। বার বার বলা সত্ত্বেও বিক্ষোভকারীরা পার্ক খালি না করায় এ দিন সকালে পুলিশ তাঁদের গ্রেফতার করে। |