বিপক্ষে ওডাফা ওকোলি, ব্যারেটো, সুনীল ছেত্রীরা। পৈলান অ্যারোজের কোচ সুখবিন্দর সিংহের হাতে তারকা দূরে থাক, প্রথম এগারো বাছার জন্য তাঁর হাতে আছে মাত্র ২২ জন। তরুণ প্রতিভাবান যে সব ফুটবলার পৈলানে আছেন তাঁদের মধ্যে অবশ্য তারকা হয়ে ওঠার বারুদ মজুত আছে।
শনিবার বিকালে পৈলানের মাঠে সুখবিন্দর প্রথমেই ফ্রি-কিকের বিরুদ্ধে দলের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি সাজিয়ে নিলেন। ফেড কাপের ব্যর্থতা সত্ত্বেও মোহনবাগান সুখির কাছে পূর্ণ গুরুত্ব পাচ্ছে। “পুরনো ফর্ম, পুরনো রেজাল্টের কথা মনে রাখার কোনও মানে হয় না।” সবুজ-মেরুনে কে বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন? সুখির জবাব, “কার নাম ছেড়ে কার নাম করব? সবাই তো তারকা।” সেই তারকাদের বিরুদ্ধে জিততে তাঁর প্রধান ঘুঁটি সি এস সাবিথ। সাবিথরা অবশ্য অনুমতি ছাড়া মুখ খুলতে পারলেন না মিডিয়ার সামনে। |
পৈলানকে হারাতে কি ব্যারেটোর দরকার হবে? অধিনায়ককে নিয়ে
মোহন টিডি সুব্রত ও কোচ প্রশান্তর শলাপরামর্শ। ছবি: উৎপল সরকার |
থিয়েরি অঁরির ভক্ত সাবিথই সুখবিন্দরের এক নম্বর স্ট্রাইকার। অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলে একটি গোলও করেছেন। মোহনবাগানের বিরুদ্ধে ফরোয়ার্ডে সাবিথের জুটি জেসিটির প্রাক্তন অজয় কুমার। চোটের জন্য নেই শিল্টন দি’সিলভা। সুখির আগের দল জেসিটি-র ঝাঁপ বন্ধ হওয়ার পর সেখানকার একাধিক অনূর্ধ্ব ২৩ ফুটবলারের নতুন ঘাঁটি পৈলান। গোলকিপার নবীন কুমার যেমন। প্রথম এগারোতেও থাকছেন তিনি। মাঝমাঠ সচল রাখার দায়িত্ব যাঁর উপর সেই মিলন সিংহও তাই। সুখবিন্দরের চিন্তা রক্ষণে। লম্বা চেহারার প্রথমেশ মউলিঙ্গকর অনিশ্চিত। দীপক দেবরানির উপরই নির্ভর করতে হবে ওডাফা-সুনীলদের আটকাতে।
|
রবিবার আই লিগে
মোহনবাগান : পৈলান অ্যারোজ (যুবভারতী, সন্ধ্যা ৬-৩০)।
স্পোর্টিং ক্লুব দে গোয়া : প্রয়াগ ইউঃ। এয়ার ইন্ডিয়া : মুম্বই এফ সি। |