টুকরো খবর
সিএবি-র কাছে পুরসভার পাওনা ১ কোটি ২৩ লক্ষ
বিনোদন কর বাবদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র কাছে কলকাতা পুরসভার পাওনা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৪২০ টাকা। শনিবার পুর অধিবেশনে সিপিএম কাউন্সিলর গৌতম সরকারের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান ডেপুটি মেয়র ফারজানা আলম। তিনি জানান, সিএবি-র কাছে বিনোদন কর পাওনা রয়েছে ২০০৭ সাল থেকে। বকেয়ার অধিকাংশ পাওনা হয়েছে গত বাম বোর্ডের আমলে। তৃণমূল বোর্ডের আমলে সিএবি-র কাছে পাওনার পরিমাণ ১০ লক্ষ টাকা। সভার বাইরে এই নিয়ে প্রশ্ন করা হলে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন,“সামনে খেলা। খেলার আয়োজনে কোনও রকম সমস্যা আমরা চাই না। তাই আলোচনার মাধ্যমে বকেয়া আদায় করাই পুরসভার লক্ষ্য।” এ দিকে, ইডেন গার্ডেন্স-এ ভারত-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচের পর দর্শকদের বাড়ি ফেরার জন্য দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে মেট্রো রেল। আগামী ২৫ অক্টোবর, মঙ্গলবার ওই ম্যাচ হবে। এসপ্লানেড স্টেশন থেকে রাত ১০টা ৫৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে দমদমের দিকে। অন্যটি যাবে কবি সুভাষ স্টেশনের দিকে। এই দু’টি ট্রেনের জন্য টিকিট পাওয়া যাবে শুধু এসপ্লানেড স্টেশন থেকেই।

জিতে শুরু করতে চায় ইউনাইটেড
প্রতিপক্ষ নয়। আই লিগ অভিযান শুরুর আগে প্রয়াগ ইউনাইটেড কোচ সঞ্জয় সেনের চিন্তায় নতুন আশঙ্কা ‘অভিশপ্ত অ্যাওয়ে ম্যাচ’। গতবার আই লিগের একটাও অ্যাওয়ে ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি প্রয়াগ। রবিবার তাই স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে হারিয়ে আই লিগ অভিযান সফল ভাবে শুরু করতে মরিয়া প্রয়াগ কোচ। গোয়া থেকে ফোনে সঞ্জয় বললেন, “ডুরান্ড এবং ফেড কাপে অনেক উন্নত মানের ফুটবল খেলেছি আমরা। সেই খেলাটা যদি আই লিগেও ধরে রাখতে পারি, তা হলে আমাদের কেউ আটকাতে পারবে না। আমাদের প্রথম খেলা গোয়াতে। অ্যাওয়ে ম্যাচে জিতলে বাড়তি আত্মবিশ্বাস আসে।”ফেড কাপের দল নিয়েই রবিবার মারগাওতে নামতে চাইছেন প্রয়াগ কোচ। রক্ষণে বেলো রাজাকের পাশে তিন ডিফেন্ডার সুখেন, অর্ণব এবং দীপক। মাঝমাঠে জেমস, গৌরাঙ্গ, লালকমল এবং জয়ন্ত। ফরোয়ার্ডে ইয়াকুবু-কেইন। গোলে অভিজিৎ। জোসিমার আর ডেনসনের চোট। সঞ্জয় অবশ্য চোট-আঘাত নিয়ে বেশি ভাবতে চাইছেন না। বরং বললেন, “আমরা প্রত্যেক ম্যাচেই অন্তত ৪-৫টা করে সুযোগ নষ্ট করছি। যেটা দলের পক্ষে একদমই ভাল নয়।” স্পোর্টিংকে বাড়তি গুরুত্ব না দিলেও নির্দিষ্ট কিছু ফুটবলারকে নজরে রেখেছেন সঞ্জয়। যাঁদের মধ্যে অন্যতম কালু এবং আদিল খান। দু’জনের জন্যই জোনাল মার্কিং থাকছে।

বৃষ্টিতে পণ্ড বাংলার ম্যাচ
বৃষ্টিতে মাঠ ভেজা, তাই জামশেদপুরে জাতীয় টি টোয়েন্টির বাংলা বনাম ঝাড়খণ্ড ম্যাচ হল না। গত রাতে বৃষ্টি বন্ধ হলেও শনিবার ম্যাচ হওয়ার মতো পরিস্থিতি ছিল না। এ দিন দু’পয়েন্ট পাওয়ায় বাংলার পয়েন্ট আপাতত ৬। রবিবার ফের নামছে বাংলা। ত্রিপুরার বিরুদ্ধে। এ দিকে, সংবর্ধনার বদলে ধোনিদের বিশ্বজয়ের সম্মানে ২৮ অক্টোবর বিশেষ নৈশভোজের ব্যবস্থা করছে সিএবি। যেখানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের শীর্ষকর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে। সেখানে কেক কাটার মতো অনুষ্ঠান রাখার চেষ্টা হচ্ছে। সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া এ দিন বলেন, “আমরা একটি বিশেষ নৈশভোজের ব্যবস্থা করেছি।” পাশাপাশি ২৯ অক্টোবরের টি টোয়েন্টি ম্যাচই যেহেতু ইডেনের প্রথম টি টোয়েন্টি ম্যাচ, তাই সে দিন দু’দেশের ক্রিকেটারদের মেডেল দিচ্ছে সিএবি।

মজিদ আমার কাছেও এসেছিল, বলছেন আফ্রিদি
লর্ডস-গেট কাণ্ডে নতুন মশলা যোগ করলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। শনিবার আফ্রিদি জানিয়ে দিলেন, অভিযুক্ত স্পোর্টস এজেন্ট মাজহার মজিদ তাঁর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। “ও অনেক বারই চেষ্টা করেছিল আমার সঙ্গে বন্ধুত্ব করার। যোগাযোগ করার চেষ্টা করত। কিন্তু যত বারই ও এ জিনিস করার চেষ্টা করেছে, আমি পাত্তা দিইনি। সরাসরি জানিয়ে দিয়েছিলাম এ সব জিনিস আমার অপছন্দের,” বলেছেন আফ্রিদি।

ডেম্পোর জয়
র‌্যান্টি মার্টিন্সের গোলে আই লিগে ডেম্পো ১-০ হারিয়েছে সালগাওকরকে। ঘরের মাঠে পুণে এফ সি-কে আটকে দিয়েছে লাজং এফ সি। ম্যাচের ফল ০-০। চিরাগ ইউনাইটেড কেরল ১-০ হারিয়েছে হ্যালকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.