লিবিয়া টোকিয়ো আথেন্স ওয়াশিংটন ব্যাঙ্কক |
• উন্মত্ত শহর, উৎফুল্ল দেশ। ত্রিপোলি জুড়ে ফূর্তির পাগলামি। গোটা লিবিয়ায় স্বস্তির স্পষ্ট চিহ্ন। যে যাকে পারছে জড়িয়ে ধরছে। ত্রিপোলির রাস্তায় ট্রাফিক সিগনাল বা চেকপয়েন্ট-এ শোনা যাচ্ছে চিৎকার ‘গড ইজ গ্রেট’। গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে বিলি হচ্ছে এন্তার মিন্ট লজেন্স ও বিস্কিট, যার নতুন নাম এখন ‘রেভলিউশনারি ট্রিটস’। ৪২ বছরের বিভীষিকার ছায়া দেশের উপর থেকে সরল, বলছে লিবীয়রা। তবে গদ্দাফির কিছু সমর্থক তো আছেনই, এখানে ওখানে। কোনখানে? নিশ্চয়ই প্রতিশোধ নেবেন তাঁরা। কী ভাবে?
• গ্রিসের পার্লামেন্টে আরও এক দফা ব্যয়সংকোচের প্রস্তাব পাশ হল। তার দৌলতে ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টির মধ্যেও ভাঙন ধরছে প্রস্তাবের পক্ষে ভোট না দেওয়ায় দলের এক সাংসদকে বহিষ্কার করতে বাধ্য হলেন পাপান্ড্রিউ। দেশজুড়ে প্রবল সরকার-বিরোধী বিক্ষোভ। নাগরিক জীবন কার্যত অচল।
• মার্কিন সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি আমেরিকাকেই হুমকি দিয়ে এলেন। বললেন, যতই রাগ হোক না কেন, পাকিস্তানের অভ্যন্তরে উত্তর ওয়াজিরিস্তানে কোনও রকম হামলা করার আগে আমেরিকা যেন দশ বার ভেবে নেয়!
• তাইল্যান্ডে ভয়াবহ বন্যা। প্রেসিডেন্ট ইংলাক সিনাওয়ার্তা জাতীয় সংকট ঘোষণা করলেন। রাজধানী ব্যাঙ্ককও নাকি এর থেকে বাঁচবে না, আগাম বিপদবার্তা।
|
• হারুকি মুরাকামি জাপানের লেখক। নরওয়েজিয়ান উড, কাফকা অন দ্য শোর ইত্যাদি লিখে দুনিয়া জুড়ে শোরগোল তুলেছিলেন। তাঁর নতুন উপন্যাস 1Q84. মূল বইটি দু’বছর আগে প্রকাশিত হয়। প্রথম মাসেই বিক্রি হয়েছিল দশ লাখ। এ বার বেরোচ্ছে তার ইংরেজি অনুবাদ। লন্ডনে মধ্যরাত্রে বইয়ের দোকান খুলে দেওয়া হবে সে জন্য। ভাবা যায়? |
|
আগামী বছর অক্টোবর মাসে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন। ফেব্রুয়ারিতে প্রাইমারি। প্রেসিডেন্ট উগো চাভেস-এর বিরুদ্ধে প্রার্থী হতে চান কারাকাস-এর প্রাক্তন মেয়র লিওপল্ডো লোপেজ (ছবি)। কিন্তু, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। ফলে, ভেনেজুয়েলার মানবাধিকার আদালত তাঁকে জানিয়েছিল, তাঁর পক্ষে প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। সেই রায়ের বিরুদ্ধে তিনি ইন্টার-অ্যামেরিকান হিউম্যান রাইটস কোর্টে আপিল করেন। কোর্ট তাঁর পক্ষে রায় দেয়। কিন্তু, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট সেই রায়কে ‘অ-সম্ভব’ বলে নাকচ করে দিল। জানাল, লোপেজ ভোটে দাঁড়াতেই পারেন, এমনকী প্রেসিডেন্ট পদের জন্যও কিন্তু প্রেসিডেন্ট হতে পারবেন না। জিতলেও প্রেসিডেন্ট হওয়া যাবে না? কোর্ট জানিয়েছে, সেটা এখনই বিবেচ্য নয়। |
স্পেনের উত্তরে বাস্ক অঞ্চলের নিজস্ব ভাষা ও সংস্কৃতি স্পেনের ‘মূলধারা’ থেকে স্বতন্ত্র। এই অঞ্চলের মানুষ কোনও দিনই স্পেনের অঙ্গ হয়ে থাকতে চায়নি। বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী ই টি এ স্বাধীন বাস্ক প্রদেশের দাবিতে গত পঞ্চাশ বছর ধরে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে এসেছে, তাদের আক্রমণে বিভিন্ন সময়ে সামরিক কর্তা ও প্রধানমন্ত্রী-সহ প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এই গোষ্ঠী যুদ্ধবিরতি জানিয়েছে, তারা এ বার শান্তিপূর্ণ বোঝাপড়ার পথে চলবে। আগেও বেশ কয়েক বার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তারা সাময়িকমাত্র। তবে এ বার তারা আন্তর্জাতিক তদারকিতেও রাজি। প্রধানমন্ত্রী হোসে সাপাতেরো জানিয়েছেন, এই যুদ্ধবিরতি স্পেনের গণতন্ত্রের জয়। |
|
২০০৬ সালের জুন মাসে গাজা-র সীমান্তে প্যালেস্তাইনি জঙ্গি সংগঠন হামাস-এর যোদ্ধারা সুড়ঙ্গপথে এসে তুলে নিয়ে গিয়েছিল ইজরায়েলি সাঁজোয়া বাহিনীর সৈনিক গিলাদ শালিতকে (ছবি)। তখন তাঁর বয়স উনিশ। পাঁচ বছর গাজায় হামাস-এর হাতে বন্দি ছিলেন তিনি। মুক্তি পেলেন গত মঙ্গলবার। বিনিময়ে ইজরায়েলি কারাগার থেকে মুক্তি দিতে হল এক হাজারের বেশি প্যালেস্তাইনিকে, যাঁরা অনেকেই সন্ত্রাসবাদী আক্রমণের দায়ে গ্রেফতার হয়েছিলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শালিতের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন, তবে তার সঙ্গে এই কথাটাও মনে করিয়ে দিতে ভোলেননি যে, এই একটি সৈনিককে উদ্ধারের জন্য ইজরায়েলকে কিন্তু অনেক মূল্য দিতে হল। |
আগেভাগেই গ্রেফতার। দিল্লিতে তিব্বতিদের প্রতিবাদ মিছিল বেরনোর কথা, তাই মিছিল শুরুর আগেই নেপালের দুই তিব্বতি নেতাকে জেলে পোরা হল কাঠমান্ডুতে। থিনলে লামা, থিনলে গ্যাস্তো দুই নেতারই প্রভাব নাকি বহুধাবিস্তৃত। তিব্বতের উপর চিনের কঠোর নিয়ন্ত্রণ, এবং নেপালের রাজনীতিতে চিনের প্রবল উপস্থিতি: দুই-ই ক্রমশ বর্ধমান। |
শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ১৮টা বাঘ, ১৭টা সিংহ, আরও অনেক বন্য প্রাণী। আতঙ্কের চূড়ান্ত। স্কুল-কলেজ, অফিস বন্ধ হয়ে গেল, বাড়ির দরজা-জানালা এঁটে ঘরে বসে আছে মানুষ। শেষ পর্যন্ত, শহরের শেরিফের নির্দেশে গুলি করে হত্যা করা হল প্রাণীগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের ঘটনা। টেরি টমসন নামে এক ব্যক্তির নিজস্ব খামারে পোষা ছিল প্রাণীগুলি। অনেক দিন ধরেই তাদের অবহেলা করছিলেন টমসন। খেতেও দিতেন না ভাল ভাবে। শেষ পর্যন্ত, খাঁচার তালা খুলে তাদের মুক্তি দিয়ে আত্মহত্যা করলেন তিনি। পশুপ্রেমীরা এই ‘গণহত্যা’য় মর্মান্তিক চটেছেন। |