স্বামী প্রমেয়ানন্দের জীবনাবসান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ-অধ্যক্ষ স্বামী প্রমেয়ানন্দের জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। শ্বাসপ্রশ্বাসে অসুবিধার কারণে গত ৯ অক্টোবর তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। ১৯৩৩ সালে বাংলাদেশের সিলেটে জন্ম হয়েছিল স্বামী প্রমেয়ানন্দের। ১৯৫১ সালে তিনি রামকৃষ্ণ মিশনে যোগ দেন। ১৯৬১ সালে স্বামী শঙ্করানন্দের কাছে সন্ন্যাস দীক্ষা পান তিনি। ১৯৮৫ থেকে প্রায় তিন বছর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মাসিক পত্রিকা ‘উদ্বোধন’-এর সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৮৭ সালে তিনি রামকৃষ্ণ মঠের অছি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন। ওই বছর থেকেই বেলুড় মঠের ম্যানেজার মহারাজ হিসেবেও কাজ করেন তিনি। ২০০৯ সালের মার্চ মাসে তিনি সহ-অধ্যক্ষ পদের দায়িত্ব নেন। আজ, শুক্রবার বেলা সাড়ে ১২টায় বেলুড় মঠে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
মমতা-মনমোহন বৈঠক আজ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার রাতে দিল্লি এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদের বৈঠক হবে শনিবার। কাল, শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মমতা। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানানো হয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতি, মাওবাদী পরিস্থিতি এবং তিস্তা জলবণ্টন প্রসঙ্গ নিয়ে কথা বলবেন দু’জনে। সনিয়া গাঁধীর সঙ্গেও দেখা করতে সময় চেয়েছেন মমতা। |