সাধারণ গ্রামবাসীদের গরু পাচারকারী বলে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ জানিয়ে মুর্শিদাবাদের ৫ কংগ্রেস বিধায়ক বৃহস্পতিবার মহাকরণে রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেন। বিধায়কদের মধ্যে ছিলেন অপূর্ব সরকার, আবু তাহের খান, ইমানি বিশ্বাস, ফিরোজা বেগম, শাঁওনি সিংহরায়। বিধায়কদের অভিযোগ জেলার কান্দি, লালবাগ, বহরমপুর, ডোমকল মহকুমা-সহ বিভিন্ন এলাকায় স্থানীয় হাটগুলি থেকে গ্রামবাসীরা চাষের প্রয়োজনে গরু কেনেন। দুধ সংগ্রহ বা কুরবানির প্রয়োজনেও গরু কেনেন গ্রামবাসীরা। যে সব জায়গায় এই সব গরু কেনা-বেচা হয় সে সব এলাকা সীমান্ত থেকে বহু দূরে। অর্থাৎ পাচারের জন্য ওই সব গরু কেনা হয়না। তবুও গরু পাচারকারী বলে অভিযোগ জানিয়ে পুলিশ রাস্তার উপরেই তাঁদের গ্রেফতার করছে। পুলিশের হেনস্থা থেকে বিক্রেতারাও ছাড় পাচ্ছেন না। এই বক্তব্য জানিয়ে বিধায়কেরা মুর্শিদাবাদের পুলিশের বিরুদ্ধে এদিন ডিজি-র কাছে অভিযোগ জানিয়েছেন। পরে বিধায়কেরা জানান, ডিজি তাঁদের জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানাতে অনুরোধ জানিয়েছেন। বহরমপুর থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তীর কাছেও বিধায়কেরা একই অভিযোগ জানান। তিনি জানান, এ ব্যাপারে তিনিও জেলার পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
|
বাংলাদেশি ধৃত রানাঘাটে
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বাংলাদেশের যশোহরের বাসিন্দা এক তরুণীকে মঙ্গলবার রাতে রানাঘাটের পাইকপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মিতা বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দেশে আসার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক ভাবে মেয়েটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মিতা জানান, এক প্রতিবেশী তাঁকে বিয়ে দেওয়ার নাম করে চোরা পথে এ দেশে নিয়ে এসেছিল। প্রথমে তাঁকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে এক মদ বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। সেখানে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর সাহায্যেই সে ওখান থেকে পালিয়ে আসে। বিভিন্ন ট্রেন পাল্টে সে রানাঘাটে এসে পৌঁছন।
|
জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পঞ্চাশ হাজার টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শুল্ক দফতর। বুধবার জঙ্গিপুর সীমান্ত থেকে সাদেক আলি নামে ওই ব্যক্তিকে ধরা হয়। বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পাঠানো হয়। জলঙ্গির শুল্ক দফতরের সুপারিন্টেন্ডেন্ট সুব্রত বিশ্বাস বলেন, “গোপনে খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে ধরেছি। তাঁর কাছ থেকে একশোটি ৫০০ টাকার জাল নোট পাওয়া গিয়েছে।”
|
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
৭৫টি বোমা, ৫ কেজি বোমা তৈরির মশলা ও একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার হয়েছে। সুতির মোলোপাড়ায় দুই দুষ্কৃতীর বাড়ি থেকে বুধবার তা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে জয়নাল মহলদার ও রহিম মহলদার নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরে পুলিশ তাদের বাড়িতে হানা দিয়ে ওই বোমা উদ্ধার করে।
|
ছাত্র নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পড়তে যাওয়ার নাম করে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির এক ছাত্র। পুলিশ জানিয়েছে তার নাম সৌভিক দে। বাড়ি রানাঘাটের আনুলিয়া লোকনাথনগর গ্রামে। সে রানাঘাট ভারতী হাইস্কুলের ছাত্র। তার বাড়ির তরফে রানাঘাট থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
চালের বস্তা আটক
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
রেশনের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রানিনগরের জিন্নতপাড়া গ্রামের কাছ থেকে চার বস্তা চাল গ্রামবাসীরা আটক করেন। পুলিশ জানিয়েছে, ওই চাল কোন দোকানের তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |