নাটকীয় জয় রবিন দত্তের দলের
নিজস্ব প্রতিবেদন |
ফের্নান্দো তোরেসের গোলে ফেরা। অনাবাসী বাঙালি কোচ রবিন দত্তের দলের পিছিয়ে জয়ে ফেরা। বার্সেলোনা ও এ সি মিলানের নক আউট পর্যায়ে পৌঁছনো। আর্সেনালের মার্সেই গিয়ে জয়। চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের প্রধান খবর এ গুলোই। বার্সেলোনা ইনিয়েস্তা ও দাভিদ ভিয়ার গোলে ২-০ হারাল চেক দল প্লাজেনকে। মেসির সঙ্গে দুটো পাস খেলে দুর্দান্ত গোল করেন ইনিয়েস্তা। চেলসি বেলজিয়ামের জেঙ্ককে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তাদের বৃহত্তম জয়ের রেকর্ড স্পর্শ করল। গোলদাতা মেইরেলেস, তোরেস (২), ইভানোভিচ, কালু। এ সি মিলান বেলারুশের বাতে বরিসভকে হারায় ২-০, ইব্রাহিমোভিচ ও বোয়াতেংয়ের গোলে। আর্সেনাল নাটকীয় ভাবে শেষ মিনিটে মার্সেইকে হারায় অ্যারন র্যামসের গোলে। অনাবাসী ভারতীয় কোচ রবিন দত্তের দল বেয়ার লেভারকুসেন দুর্দান্ত খেলল স্পেনের নামী দল ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। প্রথমার্ধে ০-১ পিছিয়ে বিরতির পরে ২-১ করে দেয় লেভারকুসেন। বালাক ভাল খেলেন। গোল করলেন আন্দ্রে স্কার্লে ও সিডনি সাম। নক আউট পর্বে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে রবিন বলেন, “আমার ভাল লাগছে দীর্ঘ পরিশ্রমের মূল্য পেল ফুটবলাররা। ওরা দেখাল, জেতার ইচ্ছেটা রয়েছে। ওরা প্রমাণ করেছে, এই মুহূর্তে ওরা জার্মানির অন্যতম সেরা দল।”
|
মহমেডানের চিন্তা যাচ্ছে না
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্কোরবোর্ড বলছে গৌতম কুজুরের একমাত্র গোলে জয়ী মহমেডান। সাব্বির আলির পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে জিতেও মহমেডান কোচ অলোক মুখোপাধ্যায়ের গলায় হতাশা। “একটা ভাল স্ট্রাইকার যদি থাকত! সে রকম কাউকে পেলে টিমটাকে আটকানো যাবে না।” গোটা পাঁচেক গোলের সুযোগ নষ্ট। শেষ মিনিটে রেফারির নিশ্চিত পেনাল্টি না দেওয়া। অলোক তো আফসোস করবেনই। তবে আশা বলতে মহমেডান গোলের নীচে শম্ভু মিস্ত্রির অতন্দ্র প্রহরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যান উকের বল-নিয়ন্ত্রণ। স্ট্যানলি বা সুরয মণ্ডলরা যদি হ্যানের পাসগুলো গোলে রাখতে পারতেন, স্কোরলাইন ৫-০ হওয়া অস্বাভাবিক ছিল না। গোলকিপার শম্ভু রীতিমতো জন্টি রোডসের ভঙ্গিতে উড়ে গিয়ে বাঁচালেন পোর্টের বিদেশি প্যাট্রিকের শট। শেষের মিনিট দশেক দশ জনে মহমেডান। শেখ আজিম গোড়ালিতে চোট পেয়ে বাইরে চলে যাওয়ার সৌজন্যে। তার আগেই তিনটি বদল করে ফেলেছিলেন অলোক। মহমেডান তাদের গ্রুপে দু’নম্বরে, শিশির ঘোষের পুলিশ এ সির পিছনে। অলোকদের প্রিমিয়ার লিগের মূলপর্বে যাওয়া প্রায় নিশ্চিত এ দিন সার্দার্ন সমিতি হারায়। অন্য গ্রুপ থেকে মূল পর্বে এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, বিএনআর এবং টালিগঞ্জ অগ্রগামী। দিনের অন্য ম্যাচে পুলিশ এসি ১-০ হারিয়েছে কালিঘাটকে। ভবানীপুর ২-১ জিতেছে সাদার্ন সিমিতির বিরুদ্ধে। মূলপর্বে থাকার দৌড়ে টিকে রইল ডগলাস-মার্কোসদের ভবানীপুর।
|
চিকিৎসা বিভ্রাটে সুব্রত তিন মাস বাইরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশন কাপে চোটের পরে চিকিৎসা বিভ্রাটের জের। আরও মাস তিনেকের আগে মাঠে নামতে পারবেন না সুব্রত পাল। প্রথমে মুম্বইয়ের এক বিশিষ্ট ডাক্তার বলেছিলেন তাঁর অস্ত্রোপচার দরকার নেই। কিছু করা হয়নি। তাতে চোট না সারায় এখন দেখা যাচ্ছে, অস্ত্রোপচার করতেই হবে। ২৮ তারিখ তাঁর অস্ত্রোপচার। কোচ দেবাশিস মুখোপাধ্যায় বললেন, “ফিরতে আড়াই তিন মাস লাগবে।”পুণেতে এখন জিম ও সাঁতার শুরু করেছেন জাতীয় দলের এক নম্বর কিপার। সুব্রত বলছেন, “মনে হচ্ছে, ছয় সাতটা ম্যাচ খেলতে পারব না।” বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১০ জানুয়ারির ম্যাচেও তিনি ভারতের হয়ে খেলতে পারবেন না। |