দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধল চন্দ্রকোনার ন্যাকোড়বাগে। দু’পক্ষের ৮ জন জখম হয়েছেন। এর মধ্যে ৬ জনকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। এ দিন সকালে এলাকার কিছু বিজেপি সমর্থক ন্যাকোড়বাগে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তপন মাইতির অভিযোগ, “আচমকাই তৃণমূলের লোকজন আমাদের সমর্থকদের উপর লাঠি-লোহার রড নিয়ে চড়াও হয়। কয়েক জনকে একটি ঘরে আটকে রাখা হয়। শুরু হয় মারধর।” যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। দলের ব্লক সভাপতি চিত্ত পালের পাল্টা অভিযোগ, “বিজেপি সমর্থকরা আমাদের দলের পতাকা ছিঁড়ে সেখানে তাদের দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে বচসা বাধে। ওরাই মারধর করে। এতে আমাদের তিন জন কর্মী জখম হয়েছেন।” পুলিশ জানিয়েছে, ন্যাকোড়বাগের ঘটনায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। চলছে তদন্ত।
|
বকেয়া টাকা চেয়ে অবস্থান |
বকেয়া টাকা মেটানোর দাবিতে বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের মেদিনীপুর ডিভিশনে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন ঠিকাদারেরা। প্রায় ৪০ জন ঠিকাদার বিক্ষোভে যোগ দেন। অবিলম্বে সমস্যার সমাধান না-হলে আরও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহসিন আলি খানের কাছে এ দিন স্মারকলিপিও দেওয়া হয়। যৌথ অভিযান শুরুর আগে-পরে জঙ্গলমহলে বেশ কয়েকটি পুলিশ ক্যাম্প তৈরি হয়। বাহিনীর থাকার জন্য তখন তড়িঘড়ি এ কাজ করা হয়েছিল। লালগড়, গোয়ালতোড়, বেলপাহাড়ির মতো এলাকায় তখন মাওবাদীদের ভালই প্রভাব ছিল। আন্দোলনরত ঠিকাদারদের দাবি, সেই সময় তাঁরা ঝুঁকি নিয়েই কাজ করেছেন। আশ্বাস দেওয়া হয়েছিল, যত দ্রুত সম্ভব টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু, আশ্বাস মতো কাজ হয়নি। এ ছাড়া, বিধানসভা ভোটের আগে যুদ্ধকালীন তৎপরতায় জঙ্গলমহলের বেশ কয়েকটি স্কুলে অস্থায়ী শৌচাগার, রান্নাঘর, পানীয় জলের সংযোগ তৈরি করা হয়। সেই কাজের টাকাও এখনও মেলেনি বলে অভিযোগ ঠিকাদারদের। সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকা পাওয়া জমেছে। সেই বকেয়া মেটানোর দাবিতেই এ দিনের অবস্থান-বিক্ষোভ। এ প্রসঙ্গে মেদিনীপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, “পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।”
|
পুজোর পুরস্কার বিতরণী সভাতেও অভিনবত্ব। কেউ পুরস্কার নিতে এলেন লাল পাড়-সাদা শাড়ি পরে। হাতে প্রদীপ। আবার কেউ আদিবাসী নৃত্যের দলের সঙ্গেই মঞ্চে উঠলেন। সব মিলিয়ে বুধবার সন্ধ্যায় এক অন্য আবহ তৈরি হয়েছিল মেদিনীপুর শহরের কলেজ মাঠে। উপলক্ষ, শহরের এক কেব্ল চ্যানেল সংস্থার উদ্যোগে ‘শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান। ওই দিন সন্ধ্যা থেকেই যেন সেজে ওঠে কলেজ মাঠ। আলোর রোশনাইয়ে রাত আরও রঙিন হয়ে ওঠে। শ্রেষ্ঠ প্রতিমা, মণ্ডপ, পরিবেশ--নানা বিভাগে সব মিলিয়ে ছিল ৫৫টি পুরস্কার। দুই মেদিনীপুরের শ্রেষ্ঠ পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে সুবীর সামন্ত বলেন, “পুজো কমিটিগুলিকে উৎসাহ দিতেই আমাদের এই উদ্যোগ।” পুরস্কার বিতরণের শেষে ছিল সঙ্গীতানুষ্ঠান।
|
গড়বেতার দলদলি ক্রিকেট ক্লাব পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল গড়বেতা প্যান্থার ইলেভেন ক্লাব। বৃহস্পতিবার ফাইনালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান করে প্যান্থার। পরে ব্যাট করতে নেমে বিষ্ণুপুর সানস্টার ক্লাব সব উইকেট হারিয়ে করে মাত্র ৫৪ রান। ৭ অক্টোবর থেকে স্থানীয় গোমারডাঙ্গা মাঠে এই টুর্নামেন্ট চলছিল। সব মিলিয়ে ১৬টি দল টুর্নামেন্টে যোগ দেয়। গত সাত বছর ধরেই দলদলি ক্রিকেট ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট হচ্ছে।
|
পাচার হচ্ছে সন্দেহে খড়্গপুর সাহাচকের কাছে গম-ভর্তি গাড়ি আটক করল পুলিশ। অভিযোগ, এক রেশন ডিস্ট্রিবিউটর প্রায় ২০০ বস্তা গম নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রা গাড়ি আটকে খবর দেন পুলিশে। পুলিশ গাড়িটি আটক করে সাদাতপুর ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে। তবে গাড়িটি কেন গুদামের পথে না গিয়ে অন্য দিকে যাচ্ছিল, তা সন্দেহজনক। অভিযুক্ত ডিস্ট্রিবিউটরের দাবি, গাড়িতে তেল ভরতেই অন্য দিকে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে। জেলা খাদ্য নিয়ামক প্রদীপ ঘোষ বলেন, “পুলিশ এখনও কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।”
|
একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলা উদ্যানপালন আধিকারিক শুভাশিস গিরিকে ঘেরাও করে রাখেন সংশ্লিষ্ট দফতরেরই একাংশ কর্মী। রাত পর্যন্ত ঘেরাও চলে। এ জেলায় প্রায় ১৮ জন ফিল্ড কনসালট্যান্ট রয়েছেন। অভিযোগ, গ্রামে গিয়ে কাজ করেও তাঁরা দীর্ঘ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। এর আগেও সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু, কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ করেননি।
|
স্নান করতে গিয়ে শিলাবতী নদীতে ডুবে মৃত্যু হল এক নাবালিকার। মৃত বুল্টি আদক (১০)-এর বাড়ি চন্দ্রকোনা থানার বান্দিপুর পঞ্চায়েতের শ্রীরামপুরে। বুধবার দুপুরে গ্রামেরই কয়েক জনের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল বুল্টি। জলের তোড়ে সে ভেসে যায়। ঘটনার জানাজানি হতেই স্থানীয় মানুষজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। রাতে নদীতে জাল ফেলেও বুল্টির হদিস মেলেনি। বৃহস্পতিবার সকালে তার দেহ উদ্ধার হয়। |