টুকরো খবর
‘ব্যক্তিগত উপভোক্তা প্রকল্প’ চালু খানাকুলে
নতুন উদ্যমে খানাকুল-১ ব্লক থেকে ‘ব্যক্তিগত উপভোক্তা প্রকল্প’ চালু হল হুগলি জেলায়। সম্প্রতি প্রথম দফায় ওই ব্লকের তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের ২১৪৫টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হল। তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের জন্য এই প্রকল্পটি ১০০ দিনের কাজ প্রকল্পের অধীন। তা চালু হয় ২০০৫ সালে। কিন্তু এত দিন প্রকল্পটি জেলায় অবহেলিতই ছিল। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষ যাতে ব্যক্তিগত ভাবে নিজস্ব জমিতে ফলের বাগান, বনসৃজন, সেচ-নালা, সেচের জন্য নালা খনন, ভূমি উন্নয়ন প্রভৃতি সম্পদ সৃষ্টি করতে পারেন তার ব্যবস্থা করা হয়। ১০০ দিনের কাজ প্রকল্পের জেলার নোডাল অফিসার মৃদুল হালদার বলেন, “এত দিন বিক্ষিপ্ত ভাবে এই প্রকল্পে কিছু কাজ হলেও সুসংবদ্ধ ভাবে খানাকুল-১ ব্লকে শুরু হল। জেলার প্রতিটি ব্লকেই প্রকল্পটি কার্যকর করতে প্রচার শুরু করা হয়েছে।” খানাকুল-১ ব্লকে ১৩টি পঞ্চায়েত এলাকায় প্রথম দফায় ২১৪৫টি পরিবারকে প্রত্যেকটি পরিবারকে পাঁচটি করে ফলের চারা দেওয়া হয়েছে। চারাগুলি রোপণ করে দেওয়া এবং সারের খরচ সরকার বহন করবে। বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, “চারাগুলি চার মাস পর্যন্ত লালন-পালনের জন্য প্রতিদিন ১০০ দিনের কাজ প্রকল্প অনুযায়ী পরিবারটি ১৩০ টাকা করে পাবে।” তিনি আরও জানান, ব্যক্তিগত উপভোক্তা প্রকল্পটির অন্যান্য কাজের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “প্রকল্পটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। মহকুমার বাকি ৫টি ব্লকেও এই কাজ খুব শীঘ্রই শুরু করা হচ্ছে।”

শিক্ষকের দেহ ঝুলন্ত উদ্ধার
ঘরের দরজা ভেঙে এক কলেজ শিক্ষকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের বিবেকানন্দপল্লিতে। পুলিশ জানায়, প্রণবকুমার দাস (৩৮) নামে ওই শিক্ষকের বাড়ি গোঘাটের কাঁঠালি গ্রামে। বছর খানেক আগে আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন প্রণববাবু। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। প্রণববাবু পড়াতেন কামারপুকুর কলেজে। সোমবার থেকে তাঁর ঘর বন্ধ ছিল। ওই দিন টিউশন পড়তে এসে ঘর বন্ধ দেখে ফিরে যায় পড়ুয়ারা। পরের দু’দিনও কেউ কেউ পড়তে এসেছিল। সকলেই দরজা বন্ধ দেখে ফেরে বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক রণজিৎ মজুমদার পুলিশকে খবর দেন। ছাত্রদের থেকে তিনি জানতে পেরেছিলেন, ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছে। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত দেহটি উদ্ধার করে। রণজিৎবাবু জানিয়েছেন, টিউশন পড়ানোর জন্যই বাড়ি ভাড়া নিয়েছিলেন প্রণববাবু। একাই থাকতেন সেখানে।

আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের কাষ্ঠদহি গ্রামে। পুলিশ জানায়, মৃত বধূর নাম ঝুম্পা অধিকারী (৩২)। তাঁর বাবা কানাই লাগা জামাই বিশ্বজিৎ-সহ শ্বশুর বাড়ির ১০ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। কানাইবাবু দাবি, অতিরিক্ত পণের দাবিতে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল মেয়ের উপরে। পুলিশকেও সে কথা আগে জানানো হয়েছিল। সে জন্যই ঝুম্পাকে পুড়িয়ে মারা হল বলে তাঁর বাবার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.