টুকরো খবর
রাহুলের সভায় অস্ত্র নিয়ে ঢুকতে গিয়ে ধৃত যুবক
বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রাহুল গাঁধীর নিরাপত্তা। বৃহস্পতিবার অমেঠিতে একটি জনসভা চলছিল রাহুলের। সেই সভায় এক যুবক পিস্তল নিয়ে ঢোকার চেষ্টা করে। সভার গেটেই তাকে ধরে ফেলে পুলিশ। প্রদীপকুমার সোনি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় থানায়। প্রদীপের বক্তব্য, “আমার বাবা-ভাই প্রায় তিন মাস আগে খুন হয়েছে। কিন্তু তদন্তে এখনও কোন কিনারা হয়নি। তাই আরও দ্রুত তদন্তের আবেদনের চিঠি নিয়ে রাহুল গাঁধীর কাছে যাচ্ছিলাম।’’ আর পিস্তল রাখার কারণ হিসাবে প্রদীপ জানিয়েছে, তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই সে পিস্তল রাখে। তার কাছে পিস্তলের লাইসেন্স আছে। এরই মধ্যে, বাবুগঞ্জ কাসরা গ্রামে রাহুলের কনভয় থামিয়ে বিক্ষোভ দেখান বেশ কিছু গ্রামবাসী। স্থানীয় এক নেতার সমর্থক এই বিক্ষোভকারীদের দাবি, উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই টিকিট দিতে হবে। রাহুলকে তাঁরা অনুরোধ করেন তা নিশ্চিত করার জন্য। এ দিন নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠিতে এক দিনের সফরে এসেছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক।

সম্পত্তি মামলায় প্রথম বার আদালতে জয়ললিতা
আদালত চত্বরে রাখা হয়েছিল অন্তত এক হাজার পুলিশকে। রাস্তার দু’পাশেও ছিল পুলিশের সারি। তিনি চপারে এলেন, গাড়িতে করে বিশেষ আদালতে গেলেন এবং সেখানে বিচারকের সামনে একটি চেয়ারে বসে ৩৭৯টি প্রশ্নের উত্তর দিলেন। হল রুদ্ধদ্বার শুনানি। ১৫ বছর ধরে চলা হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় এই প্রথম বার আদালতে হাজিরা দিলেন জয়রাম জয়ললিতা। সুপ্রিম কোর্টের নির্দেশে চেন্নাই থেকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে এ দিন আসতে হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। নিরাপত্তার দোহাই দিয়ে জয়ললিতা আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কর্নাটক সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছে। সুতরাং জয়ললিতার আদালতে না যাওয়ার কারণ নেই। এ দিন আদালত কক্ষে হাজির ছিলেন জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী শশীকলা নটরাজন, শশীকলার ভাইপো সুধাকরণ ও সম্পর্কিত বোন ইলাভারাসী আজ সকালে জয়ললিতা চপারে বেঙ্গালুরু আসেন। একটি সফটওয়্যার সংস্থার মাঠে চপার নামানো হয়। সেখান থেকে গাড়িতে আদালতে আসেন তিনি। শুনানি শেষ হওয়ার পর বিকেলে একই ভাবে চেন্নাই ফিরে যান এডিএমকে নেত্রী। আগামী কাল ফের তিনি আদালতে হাজিরা দেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই বেঙ্গালুরু শহরতলিতে পারাপ্পানা আগরাহারা সেন্ট্রাল জেল চত্বরের কাছে বিশেষ অস্থায়ী আদালত বসানো হয়েছিল।

আজ রাঁচি সফরে আসবেন আডবাণী
নেহাতই বুড়ি-ছোঁয়া। রাঁচি বিমানবন্দরে নেমে বক্তৃতা দিয়ে ফের বিমানে ওঠা পর্যন্ত মেরে-কেটে দু’ঘণ্টা। কিন্তু এই সময়টুকু ঝাড়খণ্ডের রাজধানীতে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আজবাণীর উপস্থিতির কথা ভেবে আমেরিকা-কানাডা সফর সংক্ষিপ্ত রেখেই ফিরে আসছেন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। জেটল্যাগের তোয়াক্কা না-করে তিনি কাল আডবাণীর সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন। বিজেপি-র শীর্ষ নেতৃত্বের তরফে কেন্দ্রীয় নেতা তথা অনেকের চোখে ‘হবু প্রধানমন্ত্রী’ আডবাণীর সফর নিয়ে উদ্দীপনা সৃষ্টির চেষ্টা করা হলেও গোটা রাজ্যে খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে না। রাঁচি থেকে দূরের সাঁওতাল পরগনার কয়েকজন বিজেপি নেতা যেমন সরাসরি রাঁচিতে আসবেন না জানিয়ে দিয়েছেন। পুলিশ অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যানজটের আশঙ্কায় রাঁচির কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করেছে। অন্য দিকে, আডবাণীর দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার নৈতিক অধিকারকে চ্যালেঞ্জ করে দেশ জুড়ে দুর্নীতির প্রতিবাদে এ দিন মোরাবাদি ময়দানে একদিনের অনশন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডি।

যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা খুঁটিতে
খুঁটির কাছে বিএসএফ-এর হেলিকপ্টার-দুর্ঘটনার তদন্তে এর ব্ল্যাক বক্সটি পরীক্ষা করতে বেঙ্গালুরুতে পাঠানো হবে। তাতেই কপ্টার দুর্ঘটনার প্রকৃত কারণটি জানা যাবে বলে কেন্দ্রীয় বিমান পরিবহণ দফতরের কর্তারা মনে করছেন। তবে প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, কোনও নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটির ফলেই ১৪ আসন-বিশিষ্ট ‘ধ্রুব’ কপ্টারটি কাল ভেঙে পড়ে। দুর্ঘটনায় চালক-সহ তিন জন মারা গিয়েছেন।

চর সন্দেহে সদস্যকে হত্যা মাওবাদীদের
পুলিশের চর সন্দেহে নিজেদের দলের এক সদস্যকে হত্যা করল মাওবাদীরা। নকশাল অধ্যুষিত কোরাপুট জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের খবর, গত কাল গভীর রাতে পুয়ালা সদারাম নামে ওই ব্যক্তিকে তার গ্রাম থেকে ডেকে নিয়ে যায় মাওবাদীরা। আজ সকালে কুমাগান্দা গ্রামের গভীর জঙ্গলে সদারামের মৃতদেহ আবিষ্কার হয়। তার গলায় ধারালো অস্ত্রের চিহ্ন ছিল।

মাওবাদীদের জন্য টাকা সংগ্রহ, ধৃত ২
মাওবাদীদের জন্য টাকা সংগ্রহ করার অভিযোগে এক গ্রামপ্রধান এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। কিসিন্দা গ্রামের প্রধান রাজীব ঝানকার এবং তার সঙ্গী সত্যনারায়ণ ভোই মাওবাদীদের নাম করে এক লক্ষ টাকা দাবি করেছে বলে অভিযোগ করে গ্রামের এক ব্যক্তি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.