|
|
|
|
দুর্নীতির অভিযোগে চাপে কিরণ, কটাক্ষ কংগ্রেসের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভাঙন, অন্তর্কলহের পর এ বার দুর্নীতির অভিযোগে বিব্রত টিম অণ্ণা। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী কিরণ বেদির বিরুদ্ধেই এ বার পাল্টা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, কোনও সংগঠকরা তাঁদের অনুষ্ঠানে বেদিকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানালে সেখানে যাওয়ার জন্য তিনি নিজের শৌর্য পদক দেখিয়ে বিমানের ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় নিতেন। কিন্তু সংগঠকদের কাছে পুরো বিমান ভাড়া দাবি করতেন। প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি সংগঠকদের কাছ থেকে বিজনেস ক্লাসের ভাড়া নিয়ে ইকনমি ক্লাসে ভ্রমণ করতেন।
এই ঘটনা অস্ত্র তুলে দিয়েছে কংগ্রেসের হাতে। কংগ্রেসের কটাক্ষ, টিম অণ্ণার ‘আসল চেহারা’ বেরিয়ে পড়েছে। যদিও বেদির দাবি, এখান থেকে কোনও ‘ব্যক্তিগত লাভ’ তিনি করেননি।
বেদির কথায়, “অনুষ্ঠানের সংগঠকরা আমন্ত্রণের অঙ্গ হিসাবেই আমাকে বিজনেস ক্লাসে যাওয়ার কথা বলতেন। কিন্তু ইকনমি ক্লাসে ভ্রমণ পছন্দের বিষয়।” তাঁর দাবি, “অনুষ্ঠানের সংগঠকদের কাছ থেকে আমি যে টাকা পাই, তা আমার স্বেচ্ছাসেবী সংস্থা ইন্ডিয়া ভিশন ফাউন্ডেশনকে দিয়ে দি। এটা সংগঠকরাও জানেন। এমনকী বক্তৃতা দিয়ে এবং বইয়ের রয়্যালটি বাবদ পাওয়া টাকাও সংস্থাকেই দিয়ে দি।” তাঁর অভিযোগকারীদের প্রতি বেদির কটাক্ষ, “এখান থেকে কোনও ব্যক্তিগত লাভ করি না। যাঁরা আমার বিরুদ্ধে দুর্নীতির গন্ধ খোঁজার চেষ্টা করছেন, তাঁদের জন্য আমার দুঃখই হচ্ছে।”
কিন্তু বেদি যে যুক্তিই দিন না কেন, এই সুযোগ হাতছাড়া করতে নারাজ কংগ্রেস। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেন, “এটা অতন্ত গুরুতর অভিযোগ। কিরণ বেদির আরও স্বচ্ছ হওয়া উচিত।” কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আগে কিরণ বেদির উচিত নিজের সততা প্রমাণ করা।”
বেদির বিরুদ্ধে মুখ খুলেছেন টিম অণ্ণার এক সময়ের সদস্য স্বামী অগ্নিবেশও। তাঁর অভিযোগ, বেদির যুক্তি খুব একটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমি বেদিকে অনুরোধ করব হয় তিনি পুলিশকে রিপোর্ট দিন, নয় তো সিবিআই-কে বলুন তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তদন্ত করে দেখতে।” |
|
|
|
|
|