টুকরো খবর
মমতাকে বিঁধলেন আডবাণী
তিন মাস পরে কলকাতায় এসে সুর বদল করলেন লালকৃষ্ণ আডবাণী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা দিয়েই বৃহস্পতিবার দুর্নীতি-বিরোধী ‘জনচেতনা যাত্রা’র ভাষণ শুরু করলেন বিজেপি-র ‘লৌহপুরুষ’। অথচ রাজ্যে শাসক পরিবর্তনের পরে গত ১০ জুলাই প্রথম বার কলকাতায় এসে মমতার ভূয়সী প্রশংসাই করেছিলেন তিনি। কিন্তু এ দিন কলকাতায় আডবাণী বললেন, মমতার নেতৃত্বে নতুন সরকার কোনও আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনও ঘটাতে পেরেছে বলে তিনি দেখছেন না। বড়বাজারের সত্যনারায়ণ পার্কের সভায় এ দিন বক্তৃতার শুরুতেই আডবাণী বলেন, “এ বার কলকাতা এসে বন্ধুদের জিজ্ঞাসা করলাম, পরিস্থিতির সত্যিই কোনও বদল হয়েছে কি? তাঁরা বললেন, এখনও হয়নি। জানতে চাইলাম, রাস্তার উন্নতি হয়েছে? তাঁরা বললেন, এখনও নয়। কেন এ রকম অবস্থা এখানকার মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব।”মমতা সম্পর্কে আডবাণীর দ্বিতীয় সমালোচনা অবশ্য কেবলমাত্র এ রাজ্যের উন্নয়নকেন্দ্রিক নয়। যে উদ্দেশ্যে তিনি দেশে ‘জনচেতনা যাত্রা’য় বেরিয়ে কলকাতায় এসেছেন, সেই দুর্নীতি-বিরোধিতার প্রসঙ্গেও মমতাকে বিঁধেছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “মমতাজি’কে আমি বহু দিন চিনি। তিনি স্পষ্ট বক্তা। আমাদের কোনও ভুল হলে তিনি ধরিয়ে দিতেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের ভ্রষ্টাচার নিয়ে তিনি কিছু বলছেন না। অথচ সারা দেশ এখন কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধেই তোলপাড়। পশ্চিমবঙ্গে বহু বছর বাদে পরিবর্তন হয়েছে। আমি আশা করি, নতুন সরকার ভাল সরকার হবে। কিন্তু ভাল সরকার হতে গেলে অন্যায়কে অন্যায় বলে নিন্দা করার হিম্মৎ থাকা দরকার।”

মাওবাদী সন্দেহে আটক যুবক
মাওবাদী সন্দেহে বৃহস্পতিবার এক যুবককে আটক করেছে কলকাতা পুলিশের এসটিএফ। প্রকাশ আচার্য (২২) নামে ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের লোধাশুলির রগড়ায়। সে জানায়, মাওবাদী সন্দেহে তাকে খুঁজছে জেলা পুলিশ। তাই কলকাতায় ‘আত্মসমপর্ণ’ করতে এসেছে সে। তার বক্তব্যের সত্যতা জানতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে কি না, সে বিষয়ে ওই যুবক কলকাতা পুলিশকে কিছু জানাতে পারেননি। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ সূত্রে খবর, ওই যুবক জানায়, মাওবাদী মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এক সময় তৃণমূলের সদস্য ছিল সে। পরে মাওবাদীদের খবর সংবাদমাধ্যমকে দিত। তাই তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। পরে সে ফের তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করলেও দল তাকে নেয় না। সে জন্যই সে মমতার দ্বারস্থ হয়। তবে তাকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে এসটিএফ। পশ্চিম মেদিনীপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রকাশের নামে ঝাড়গ্রাম ও বেলিয়াবেড়া থানায় অভিযোগ রয়েছে। তার বক্তব্যের সত্যতা জানতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এসটিএফ।

গৃহকর্তাকে বেঁধে লুঠ
ভরদুপুরে গৃহকর্তার হাত-পা বেঁধে ৫০ হাজার টাকা-সহ ক্যামেরা ও গয়না লুঠ করে পালাল বাড়ির কর্মচারী ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার, লেক থানার গোবিন্দপুরে। অভিযুক্ত বাবু নস্করকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগে ওই বাড়িতে কাজ করতে আসে বাবু। গৃহকর্তা আশিস পালের অভিযোগ, এ দিন তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে না থাকার সুযোগে দুই যুবক তাঁর ঘরে ঢুকে পড়ে। বাবুর সাহায্য নিয়ে তারা গৃহকর্তাকে বেঁধে লুঠপাট চালিয়ে পালায়। পুলিশ জানিয়েছে, আশিসবাবুর ছেলে স্কুল থেকে ফিরে তাঁর বাঁধন খোলে। তার পরে ১০০ ডায়ালে ফোন করেন তাঁরা। আশিসবাবু পুলিশকে জানান বাবু বলেছিল, তার বাড়ি লক্ষ্মীকান্তপুরে। প্রসঙ্গত, কয়েক মাস আগে উল্টোডাঙার বিধান নিবাসে একই ভাবে ডাকাতির ঘটনায় খুন হন বৃদ্ধা গৃহকর্ত্রী।

হেরিটেজ কমিশনের স্থায়ী দফতর
বেহালায় পুরাতত্ত্ব মিউজিয়ামের পুরনো বাড়িতে রাজ্য হেরিটেজ কমিশনের স্থায়ী দফতর হচ্ছে। হেরিটেজ ভবন উদ্ধার ও সংরক্ষণ শীর্ষক একটি আলোচনাসভায় বৃহস্পতিবার এ কথা জানান কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন। তিনি বলেন, “এত দিন কমিশনের স্থায়ী অফিসঘর ছিল না। এখানে হেরিটেজ গ্যালারি ও মিউজিয়াম গড়ব। আর্কিওলজি স্টাডি সেন্টারও নিয়ে আসব এখানে।” কিন্তু এখন ওখানে রাজ্যের প্রত্নতাত্ত্বিক সংগ্রহগুলি থাকে। সে ক্ষেত্রে নয়া দফতর হবে কী করে? পুরাতত্ত্ব বিভাগের এক আধিকারিক জানান, ২৫টি ঘরের মধ্যে কমিশন আপাতত পাবে ৫টি। নতুন মিউজিয়াম ভবন তৈরি হলে আরও ঘর দেওয়া যাবে। শুভাপ্রসন্ন জানান, এই দফতরগুলি তথ্য ও সংস্কৃতি দফতরের অধীন। সব ক’টি দফতরই বেহালার ওই হেরিটেজ বাড়িতে নিয়ে আসতে চান বলে জানিয়েছেন তিনি।

‘প্রতারণা’, ধৃত ২
শেয়ার কেনাবেচা সংস্থার দুই কর্মীকে শেয়ার সংক্রান্ত প্রতারণার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার, সল্টলেকের এ ডি ব্লক থেকে। ধৃতদের নাম করণ দুজারি এবং অমিত সান্থালিয়া। পুলিশ জানিয়েছে, সাড়ে ছ’কোটিরও বেশি টাকার শেয়ার সংক্রান্ত প্রতারণার ঘটনা ঘটেছে। এই ঘটনার মূল অভিযুক্ত পলাতক। এ দিন বিধাননগর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে তাদের ১২ দিনের পুলিশি হেফাজত হয়।

মৃতদেহ উদ্ধার
পুকুরে মিলল এক ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার, সল্টলেকের সংযুক্ত এলাকা দত্তাবাদের সিনেমা মাঠের কাছে। মৃতের নাম অভয় রায় (৪৫)। পুলিশ জানায়, পেশায় মজুর ওই ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। এ দিন স্থানীয় বাসিন্দারাই পুকুরে অভয়বাবুর দেহটি ভাসতে দেখেন। মৃতের পিঠে আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.