তৃণমূলে যোগ দিলেন প্রধান, উপপ্রধান-সহ বামফ্রন্টের ৬ জন সদস্য। এর ফলে বিরোধী শূন্য ওই পঞ্চায়েতে পালাবদল হতে চলেছে। ঘটনাটি সিউড়ি ২ ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এখানে মোট ১০টি আসনের মধ্যে ৮টিতে সিপিএম ও ২টি ফরওয়ার্ড ব্লকের দখলে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ পুরন্দপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রধান বোধন বাগদি, উপপ্রধান মমতাজ বেগম-সহ ৬ জন সদস্য আনুষ্ঠানিক ভাবে দল পরিবর্তন করেন। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের দাবি, “গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের কারণে অনেকে ভোট দিতে পারেননি। আবার অনেকে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেননি। এর ফলে সব আসনই বামফ্রন্টের দখলে যায়। এ দিন যাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে দল বদলের কথা বলছিলেন। মঙ্গলবার জেলা নেতৃত্ব তাঁদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেন।” প্রধান, সিপিএমের বোধন বাগদির অভিযোগ, “আমরা লোকসভা নির্বাচনের পর থেকে বামফ্রন্টের কাজকর্মের প্রতি আস্থা হারাচ্ছিলাম। বিরোধী শূন্য পঞ্চায়েত হলেও এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছিল। ক্রমশই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে রাখতে শুরু করেছিলাম। পরে তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ করি। এ দিন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিই।” উপপ্রধান ফব-র মমতাজ বেগম বলেন, “এ দিন প্রধান-সহ সিপিএমের ৪ জন সদস্য এবং ফব-র ২ জন তৃণমূলে যোগ দিই।” সিপিএমের সিউড়ি জোনাল কমিটির সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূল অগণতান্ত্রিক ভাবে ও নানা প্রলোভন দেখিয়ে পঞ্চায়েত দখল করার কাজে নেমেছে। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। উল্টে তৃণমূলই ভয় দেখিয়ে আমাদের দলের নেতাকর্মীদের তাদের দলে টানতে বাধ্য করাচ্ছে।” অনুব্রত মণ্ডল অবশ্য বলেন, “মানুষ স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারতেন না। এ বার তা করতে পারছেন।”
|
মন্দির ও গাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
একটি ক্লাবের মাঠে থাকা দু’টি গাড়ির কাচ ভেঙে ব্যাটারি চুরির ঘটনা ঘটল দুবরাজপুরের কামারশাল মোড়ের কাছে। বুধবার গভীর রাতের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে জায়গার অভাবে ওই ক্লাবের মাঠেই রাতে গাড়ি রাখেন কয়েক জন গাড়ি মালিক। ভাড়ায় খাটানো গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়িও রয়েছে। প্রত্যেকদিন সকালে যে যাঁর গাড়ি ওখান থেকে বের করে নিয়া যান। বৃহস্পতিবার সকালে আশিস রুজ নামে এক গাড়ি মালিক গিয়ে দেখেন, মাঠে চারটি গাড়ি খোলার চেষ্টা করা হয়েছে। দু’টি গাড়ির কাচ ভাঙা। ওই দু’টি গাড়ির ব্যাটারি নেই। আর একটি গাড়ির মিউজিক সিস্টেম নেই। থানা থেকে ১৫০ মিটার দূরে থাকা একটি জনবহুল জায়গা থেকে এ ভাবে চুরি হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, মন্দিরে চুরির ঘটনা ঘটল বোলপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানায়, ওই ওয়ার্ডের গোসাই মন্দিরে বুধবার রাতে চুরি হয়েছে। তদন্ত শুরু হয়েছে। |