হেডলির জেরার টেপ হাতে পাবে সংবাদমাধ্যম |
লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির জেরার ভিডিও টেপ হাতে পেতে চলেছে মার্কিন সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতে ওই টেপ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিকাগোর আদালত।
মুম্বই হামলায় যুক্ত থাকার অভিযোগে হেডলি ও তাঁর বন্ধু তাহাউর হুসেন রানাকে গ্রেফতার করেন মার্কিন গোয়েন্দারা। কয়েকটি শর্তে দোষ স্বীকার করে নেয় হেডলি। রানার বিচারের সময়ে হেডলির জেরার ভিডিও টেপ ব্যবহার করেছিলেন তাঁর আইনজীবী প্যাট্রিক ব্লেগেন। কিন্তু, সেগুলিকে প্রমাণ হিসেবে আদালতে নথিভুক্ত করা হয়নি। পরে বিভিন্ন সংবাদমাধ্যম ওই টেপ হাতে চাইলে সরকারি আইনজীবীরা জানান, ওই টেপ নথিভুক্ত প্রমাণ নয়। তাই তা প্রকাশ করা যাবে না। এর পরে সংবাদমাধ্যমগুলি আদালতের দ্বারস্থ হয়। বিচারক হ্যারি ডি লাইনেনওয়েবার বলেছেন,“ভিডিও টেপের যে অংশ আদালতে ব্যবহার করা হয়েছে কেবল সেই অংশগুলিই প্রকাশ করা যাবে।”
|
ওবামার বক্তৃতা মঞ্চ চুরি গেল |
চুরি হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা মঞ্চ, ‘টেলিপ্রম্পটার’ যন্ত্র সহ বেশ কিছু উপকরণ। পরে অবশ্য সেগুলির সন্ধান পাওয়া গিয়েছে। আগামী সোমবার ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভার্জিনিয়ার রিচমন্ডে একটি হোটেলে পৌঁছে গিয়েছিল ‘টেলি প্রম্পটার’, অন্যান্য যন্ত্রপাতি এবং মার্কিন প্রেসিডেন্টের চিহ্ন-সহ বক্তৃতা মঞ্চ। হোটেলের পার্কিং লটে ট্রাকের মধ্যে ছিল ওই উপকরণ। সেই ট্রাকটি চুরি হয়ে যায়। পরে রিচমন্ড বিমানবন্দরের কাছে একটি হোটেল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জর্জ লিটল জানিয়েছেন, গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে, এমন কোনও উপকরণ ওই ট্রাকটিতে ছিল না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
ঢাকায় আমন্ত্রিত প্রাক্তন স্পিকার |
ইন্দো-বাংলা সম্মেলনের বিশেষ অতিথি হিসাবে রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমকে আমন্ত্রণ জানিয়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বারের সম্মেলনে আলোচনার মূল বিষয় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট হাউসে ২২ ও ২৩ অক্টোবর ওই সম্মেলন হবে। |