টুকরো খবর
তিনশো বাসিন্দার চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করল আকাশ প্রদীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার জলপাইগুড়ি মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে চোখের পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়। যাদের চোখে কোনও রোগের সন্ধান পাওয়া গিয়েছে তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিন সকাল থেকে দিনভর এই পরীক্ষা চলে। এর আগে মালবাজার মহকুমায় তিনটে চোখের পরীক্ষার শিবিরের আয়োজন করে সংস্থাটি। জলপাইগুড়ি শহর এবং লাগোয়া এলাকায় আরও চারটি শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। জেলার গ্রামীণ ও শহুরে বাসিন্দাদের চোখে কী ধরণের রোগের সংক্রমণ ও প্রকোপ হয় তা নিয়ে একটি তথ্য পুস্তিকাও প্রকাশ করা হবে বলে আকাশ প্রদীপ সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এদিনের শিবিরে কলকাতা থেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা চোখের পরীক্ষা করেন। সংস্থার সভাপতি চিকিৎসক আকাশদীপ মুখোপাধ্যায় বলেন, “শিবিরে খুবই ভাল সাড়া পাওয়া গিয়েছে। বয়স্ক থেকে শিশু, সব ধরনের বাসিন্দারাই শিবিরে এসেছিলেন। সকলকে প্রয়োজন মতো ওষুধও দেওয়া হয়। ভবিষ্যতে রোগীদের পরামর্শ দেওয়া হবে।” আকাশপ্রদীপ স্বেচ্ছাসেবী সংস্থার জলপাইগুড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত লক্ষী বাগচী বলেন, “ইতিমধ্যে তিনটে শিবির হয়েছে। আরও চারটে শিবির হবে। অস্ত্রোপচারের শিবিরও হবে। গ্রামাঞ্চল এবং শহর এলাকার প্রান্তিক বাসিন্দারা যাতে শিবির থেকে উপকৃত হন, সেটাই আমাদের মূল লক্ষ।”

ক্যানিংয়ে নতুন দাতব্য চিকিৎসালয়
ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের উত্তর বুধাখালি গ্রামে রবিবার চালু হল দাতব্য চিকিৎসালয়। আবু জাফর সিদ্দিকীয়া মফিজুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে চালু হওয়া এই দাতব্য চিকিৎসালয়ে প্রতি রবিবার এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিনই শতাধিক মানুষের চিকিৎসা হয়। এ ছাড়াও, এ দিন ওই মাদ্রাসার উদ্যোগে ছাত্রীদের জন্য প্রস্তাবিত একটি হস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রকের নতুন সচিব
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন সচিব হলেন প্রসন্ন কুমার প্রধান। ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার গত দু’বছর ধরে জাতীয় স্বাস্থ্য গ্রামীণ মিশনের অধিকর্তা হিসেবে স্বাস্থ্য মন্ত্রকেই কর্মরত ছিলেন। দার্জিলিং ও নদীয়ার জেলাশাসক হিসেবে কাজ করছেন প্রধান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজ্যে নগরোন্নয়ন দফতরের সচিব ছিলেন তিনি। প্রধানের নিয়োগ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ বলেন, “পি কে প্রধান মন্ত্রকের সচিব হওয়ায় রাজ্যের স্বাস্থ্য প্রকল্পগুলিতে গতি আসবে বলে আশা করা যায়।”

অসুস্থ আত্মস্থানন্দ
চোখের চিকিৎসার জন্য সোমবার সকালে ফের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ। চিকিৎসকেরা জানান, এ বার তাঁর বাঁ চোখের চিকিৎসা হবে। স্বামী বিমলাত্মানন্দ জানান, সেপ্টেম্বর মাসে ডান চোখের সমস্যা নিয়ে প্রেসিডেন্ট মহারাজ দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.