ঝাড়খণ্ড থেকে ঢুকে পড়া হাতির দল পুরুলিয়ার জঙ্গলে থেকে যাওয়ায় সমস্যায় পড়েছে বনদফতর। শনিবার পর্যন্ত হাতিরা ঝালদা ১ ব্লকের বারুবেড়া জঙ্গলে অবস্থান করেছিল। রবিবার দলটি লাগোয়া পুতিডি গ্রামে ধানের জমিতে তাণ্ডব চালায়। বর্তমানে দলটি ঝালদা-বাঘমুণ্ডি সীমান্তে হেঁসলার জঙ্গলে আশ্রয় নিয়েছে। সোমবারও পুতিডি, কর্মাডি-সহ আশপাশের গ্রামগুলির বাসিন্দারা বনদফতরে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, ১২ অক্টোবর ঝাড়খণ্ড সীমান্ত পার হয়ে ২৩টি হাতির একটি দল ঝালদায় ঢোকে। দলটিতে ৫টি বাচ্চা হাতি রয়েছে। ঝালদার বনাধিকারিক মানিক রায় বলেন, “আমরা কোনও একটা রাস্তা ধরে হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করছি। কিন্তু গ্রামবাসীরা টায়ার, মশাল জ্বেলে রাস্তা আগলে রেখেছেন। ফলে দলটি বেরতে পারছে না।” তবে হাতির হানা আটকাতে বাসিন্দাদের সার্চ লাইট, জ্বালানি তেল, পটকা দেওয়া হয়েছে বলে বনাধিকারির জানিয়েছেন। পুরুলিয়া ডিভিশনের ডিএফও অজয়কুমার দাস বলেন, “দলটি বর্তমানে হেঁসলার জঙ্গলে রয়েছে। আমরা ওদের সুবর্ণরেখা নদী পার করে দেওয়ার চেষ্টা করছি।”
|
বলি বন্ধের আর্জি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কালীপুজোয় পশুবলি বন্ধ করতে উদ্যোগী ‘দ্য উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস’। সোমবার ওই দাবিতে জেলাশাসক, পুলিশ সুপার এবং কালিয়াগঞ্জ পুর চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। প্রতি বছর কালিয়াগঞ্জ এবং একরচালায় এক হাজারের বেশি পশুবলি হয়ে থাকে। |