পাতাল রেলে ক্যামেরন, বিস্মিত ভারতীয় মহিলা
সংবাদসংস্থা • লন্ডন |
অফিস টাইমের ভিড়ে ঠাসা পাতাল রেল। এক মহিলার পাশে দাঁড়িয়ে তাঁর শিশুটির প্রশংসা করলেন এক ‘অপরিচিত’ ভদ্রলোক। তার পর ওই মহিলা স্বামীর কাছে জানতে চাইলেন ভদ্রলোকের পরিচয়। কিন্তু স্বামীর উত্তরকে নেহাত রসিকতা মনে করলেন তিনি। কারণ, ওই ভদ্রলোক ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন! এই আশ্চর্য অভিজ্ঞতার সাক্ষী রইলেন ৮টি বলিউডি ছবিতে অভিনয় করা সংযুক্তা মেয়ার। সম্প্রতি ব্রিটেনে চলে আসা মেয়ার আজ টিউব রেলে চেপে স্বামী ও তিন মাসের মেয়েকে নিয়ে যাচ্ছিলেন শপিংয়ে। স্বামীর কাছ থেকে নিজের বাচ্চা মেয়ের প্রশংসাকারী ভদ্রলোকের পরিচয় জানার পর সংযুক্তা সটান চলে যান ক্যামেরনের কাছে। প্রশ্ন করেন, “এক্সকিউজ মি, আপনি কি প্রধানমন্ত্রী?” ক্যামেরনের সদর্থক উত্তরে বিস্মিত হয়ে হেসে ওঠেন সংযুক্তা। পরে খানিক লজ্জিত বোধ করে মার্জনাও চেয়ে নেন। তার পর সামান্য কথার ফাঁকেই ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন, তাঁর নিজের দেশে মন্ত্রীরা কখনওই ট্রেনে-বাসে চড়েন না। নেহাতই সময় বাঁচানোর জন্য দেশের প্রধানমন্ত্রীর রেল-সফর ভারতে ভাবাই যায় না। ভারত সফরে এসেও দিল্লির মেট্রোয় চেপেছিলেন তিনি সংযুক্তাকে এ কথা জানাতে ভোলেননি ক্যামেরন।
|
নিহত গদ্দাফিপুত্র
সংবাদসংস্থা • ত্রিপোলি |
সংঘর্ষে নিহত হয়েছেন গদ্দাফির কনিষ্ঠ পুত্র খামিস। গদ্দাফিপন্থী একটি টেলিভিশন চ্যানেল আজ এই খবর জানিয়েছে। এর আগেও দু’বার খামিসের নিহত হওয়ার খবর শোনা গিয়েছিল। পরে তা ভুল বলে প্রমাণ হয়। তবে এই প্রথম গদ্দাফিপন্থী কোনও টেলিভিশন চ্যানেলে এই খবর প্রচারিত হল। |