টুকরো খবর
মদের ঠেকে গণ্ডগোলে মৃত্যু
মদের ঠেকে গণ্ডগোলের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে মৃতের নাম ভগবান হরিদাস (৫০)। বাড়ি শান্তিপুরে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে শান্তিপুরের শ্মশান সংলগ্ন জগন্নাথতলা এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন বিকেলে শান্তিপুর শ্মশানে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন ভোলা মাহাতো ও ভগবান হরিদাস। তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। পরে ভগবান হরিদাস বাড়ি ফিরে আসার সময়ে ফের তাঁদের মধ্যে বচসা শুরু হয়। তখনই এলাকার বাসিন্দা ভোলা মাহাতো ধারালো অস্ত্র দিয়ে ভগবানবাবুর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ভগবানবাবু শান্তিপুর পুরসভার প্রাক্তন সাফাইকর্মী। পুরপ্রধান অজয় দে বলেন আমাদের প্রাক্তন সাফাইকর্মী ভগবান হরিদাস নেশা করত বলে জানি। তবে কেন তাকে খুন করা হয়েছে তা জানি না। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ভোলা মাহাতো পলাতক। তল্লাশি চলছে। রানাঘাট মহকুমার পুলিশ আধিকারিক সুদীপ সরকার বলেন, “মদের ঠেকে গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।”

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিক্ষোভ জিয়াগঞ্জে
বিদ্যুৎবিভ্রাটে জিয়াগঞ্জ থানার ৩ নম্বর বাগডহর কলোনি এলাকায় বেশ কিছু বাড়ির টিভি ও ফ্রিজ পুড়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত তিন বার বিদ্যুতের সমস্যায় বাহাদুরপুর গ্রামঞ্চায়েতের ওই কলোনি এলাকার শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গোটা বিষয়টি জানানো সত্ত্বেও জিয়াগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি। ফলে ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। এর পরেই এ দিন সকাল ১০টা থেকে জিয়াগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এলাকার বাসিন্দা মিঠুন ভৌমিক বলেন, “শনিবার দুপুরে টিভি দেখছিলাম। সেই সময়ে আচমকা হাই-ভোল্টেজ হয়ে টিভি পুড়ে যায়। এ ছাড়াও ফ্রিজ, টিউবলাইট-সহ ইলেকট্রিক মিটারও পুড়েছে।” এ রকম শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যেরা পুড়ে যাওয়া টিভি-ফ্রিজ নিয়ে ক্ষতিরপূরণের দাবিতে এদিন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিক্ষোভ দেখান। গোটা বিষয়টি খতিয়ে দেখতে বহরমপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) আসলামুদ্দিন আহমেদ ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, “হাই-ভোল্টেজ হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছি। কিন্তু এখানে এসে পৌঁছানোর পর থেকেই ঘেরাও হয়ে থাকার জন্য ঘটনাস্থলেই যেতে পারিনি।” বিদ্যুৎ দফতরের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ রায় বলেন, “কোনও কারণে ওই লাইনে হাই-ভোল্টেজ হয়ে বিপত্তি হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিদ্যুৎ দফতরের কারণেই ওই বিপত্তি ঘটলে পুড়ে যাওয়া টিভি ও ফ্রিজ সারিয়ে দেওয়া হবে।”

বাইক চুরি করে গ্রেফতার চার
মোটরবাইক চুরি করে পালানোর সময়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় চার যুবক। শনিবার রাতে সালারের কাগ্রামের রাস্তায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হাসিবুর শেখ, শেরফুল শেখ, খালেক চাঁদ শেখ ও আজিজ শেখ। তারা সকলেই তেহট্টের চরকপোতার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে চার যুবক একটি নতুন মোটর বাইক নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। রাত পাহারায় থাকা পুলিশকর্মীরা বাইকটি আটক করে বৈধ কাগজপত্র দেখতে চান। কাগজপত্র না দেখাতে পারায় ওই যুবকদের আটক করা হয়। জেরায় তারা মোটরবাইক চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ। এহিয়া মোল্লা ও রিপন শেখ নামে ওই দুই দুষ্কৃতীর কাছ থেকে দু’টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ভরতা গ্রামের বাসিন্দা ওই দুই যুবক এলাকায় চরি, ডাকাতি, ছিনতাই, বোমাবাজির সঙ্গে জড়িত। খড়গ্রাম, বীরভূমের মারগ্রাম ও ময়ূরেশ্বর থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শনিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে হাজির করানো হলে তাদের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, ওই দু’জনের সঙ্গে বড় কোনও দলের যোগাযোগ রয়েছে কি না তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রের
রবিবার দুপুরে নদিয়ার চাকদহ থানার মনসাপোঁতা গ্রামে ডাউন রেললাইন থেকে একটু দূরে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম দেবব্রত রায় (২০)। বাড়ি থানারপাড়া থানার নারায়ণপুর গ্রামে। তিনি কলকাতার একটি বেসরকারি কলেজে এমবিএ পড়তেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। এ দিন দুপুরে মৃতদেহটি রেললাইন থেকে একটু দূরে একটি পুকুরের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের অনুমান, ট্রেনে করে যাবার সময় রেললাইনের পাশের খুঁটিতে ধাক্কা লেগে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃত্যুর খবর নারায়ণপুর গ্রামে পৌঁছতেই শোকে ভেঙে পড়েছেন দেবব্রতর বাবা মা। ওই ছাত্রের বাবা চন্দন রায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা ভারতীদেবীও স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা। প্রতিবেশী তথা নারায়ণপুর ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের শরিফুল হালসানা বলেন, ‘‘দেবব্রত পুজোর ছুটিতে বাড়িতে এসেছিল। ছুটি কাটিয়ে রবিবার সে কলকাতায় ফিরছিল।”

রক্ত দিলেন নেতারা
একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ শিবিরে যোগ দিলেন সিপিএম ও কংগ্রেস নেতারা। সংস্থার কর্ণধার বিপ্লব দাস বলেন, “আমাদের উদ্দেশ্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সামাজিক কাজে যোগ দেওয়া। এতে দলের কর্মী সমর্থকেরাও উদ্বুদ্ধ হবেন।” সিপিএমের ছাত্র সংগঠনের জোনাল সভাপতি প্রকাশ ঘোষ বলেন, “বিপদে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।” জঙ্গিপুর পুরসভার কংগ্রেস কাউন্সিলর বিকাশ নন্দ বলেন, “ভাল কাজে একে অপরের সঙ্গী হলে জেলায় রক্তে সঙ্কট কাটানো যাবে।”

প্রৌঢ়কে খুন শান্তিপুরে
মদের ঠেকে গণ্ডগোলের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে মৃতের নাম ভগবান হরিদাস (৫০)। তাঁর বাড়ি শান্তিপুরে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে শান্তিপুরের শ্মশান সংলগ্ন জগন্নাথতলা এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন বিকেলে শান্তিপুর শ্মশানে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন ভোলা মাহাতো ও ভগবান হরিদাস। বচসার জেরে তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। সাময়িক ভাবে স্থানীয়দের মধ্যস্থতায় ঝামেলা মেটে। পরে ভগবান হরিদাস বাড়ি ফিরে আসার সময়ে ফের তাঁর সঙ্গে ভোলা মাহাতোর মধ্যে বচসা শুরু হয়। তখনই এলাকার বাসিন্দা ভোলা মাহাতো ধারালো অস্ত্র দিয়ে ভগবানবাবুর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভগবানবাবুর পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। নিহত ভগবানবাবু শান্তিপুর পুরসভার প্রাক্তন সাফাইকর্মী। পুরপ্রধান অজয় দে বলেন আমাদের প্রাক্তন সাফাইকর্মী ভগবান হরিদাস নেশা করত বলে জানি। তবে কেন তাকে খুন করা হয়েছে তা জানি না। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ভোলা মাহাতো পলাতক। তল্লাশি চলছে। রানাঘাট মহকুমার পুলিশ আধিকারিক সুদীপ সরকার বলেন, “মদের ঠেকে গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। রবিবার দুপুরে বড়ঞার কমোড্ডা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রভাত দাস (৩৮)। ওই যুবক বৈদ্যুতিন যন্ত্রপাতি মেরামতির কাজ করতেন। কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ। ধৃতের নাম মিনারুল শেখ। বাড়ি সরুলিয়া কলোনিতে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই, পকেটমারি ও ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশ তাকে সরুলিয়া থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদন মণ্ডল (৫৮)। শনিবার রাতে খড়গ্রামের রাতুর গ্রামের একটি গাছে তাঁকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এ দিন যন্ত্রনা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান।

ট্রাকের ধাক্কায় মৃত্যু

ট্রাকের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। শনিবার কান্দির গোকর্ণ বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শাখাতুল্লা শেখ (৬৫)। দুর্লভপুরের বাসিন্দা শাখাতুল্লা এ দিন সকালে সাইকেল চালিয়ে গোকর্ণ বাজারে যাচ্ছিলেন। সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ চালক ও ট্রাকটি আটক করেছে। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

যুবকের মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম সুধাময় মণ্ডল (২৮)। বাড়ি করিমপুরের বড় গোয়াশ গ্রামে। পুলিশ জানিয়েছে সুধাময় বেশ কিছু দিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের অনুমান শনিবার রাতে ওই যুবক বাড়িতে রাখা কীটনাশক খান। তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতালে আনার কিছু ক্ষণের মধ্যে তিনি মারা যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.