টুকরো খবর
ভেটেলের দলও বিশ্বসেরা
ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসে চাঁদের হাট বসার আগেই ফয়সালা হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নশিপের। গত সপ্তাহে জাপানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন নিজে। আর এ দিন কোরীয় গ্রাঁ প্রি জিতে নিজের দল রেড বুলকেও বিশ্ব চ্যাম্পিয়ন করলেন সেবাস্তিয়ান ভেটেল। ভেটেলের মতোই তাঁর দলেরও ফর্মুলা ওয়ানে টানা দ্বিতীয় বিশ্ব খেতাব। যিনি রেসের পরে বলেছেন, “অসাধারণ অনুভূতি! পরপর দু’সপ্তাহে দু’টো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে দারুণ লাগছে। এর জন্যই সারা বছর দলের প্রত্যেকে অসম্ভব খেটেছে।” গতকাল পোল পেলেও ভেটেলের কাছে আবার হারলেন ম্যাকলারেনের লুইস হ্যামিল্টন। আজ দুর্ঘটনায় পড়ে রেস শেষ করতে পারলেন না মাইকেল শুমাখার। তবে নতুন শতাব্দীর প্রথম বছরগুলোয় শুমাখার আর ফেরারি যে ভাবে ফর্মুলা ওয়ান শাসন করত, এই মুহূর্তে ঠিক সেই আধিপত্যটা দেখাচ্ছেন ভেটেল এবং তাঁর দল রেড বুল। এ দিন ফিনিশ লাইন পার করার পর মুঠো করা হাত আকাশে ছুড়ে ভেটেল বলেন, “ইয়েস! আবার দশটা জয়!” গত মরসুমেও দশটা রেস জিতেছিলেন। এত সাফল্যের পরেও নতুন লক্ষ্য জার্মান তরুণের সামনেশুমাখারের এক মরসুমে ১৩টি রেস জেতার রেকর্ড স্পর্শ করা। হাতে তিনটে রেস-ই আছে। কিংবদন্তিকে স্পর্শ করতে হলে তিনটেই জিততে হবে ভেটেলকে। এ দিকে রেসের শেষে সহারা ফোর্স ইন্ডিয়া-র টিম প্রধান বিজয় মাল্য উচ্ছ্বসিত টুইট করেছেন, “পল একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ পয়েন্ট এনে দিয়েছে। চ্যালেঞ্জিং রেস ছিল। কিন্তু আমরা সেরা দশে আছি।”

খেলা দেখতে গ্রামে ক্রীড়ামন্ত্রী
পটাশপুরের মংলামাড়ো স্পোর্টিং ক্লাব আয়োজিত একদিনের ফুটবল দেখতে রবিবার হাজির হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সেখানে দুই মেদিনীপুর, হুগলী ও পুরুলিয়ার ৮টি দলকে নিয়ে শুরু হয়েছে অতুলকৃষ্ণ মাইতি ও তরুলতা বেরা স্মৃতি ফুটবল। মন্ত্রী ছাড়াও এ দিন খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক জ্যোতির্ময় কর, জেলা পরিষদের সব সভাধিপতি মামুদ হোসেন-সহ বিশিষ্টেরা। মদনবাবু বলেন, “গ্রামের ফুটবলারদের কলকাতায় নিয়ে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে বড় ক্লাবের সঙ্গে অনুশীলন ম্যাচে যাতে তাঁরা খেলতে পারেন তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া তপশিলি জাতি ও উপজাতির ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”
মংলামাড়োয় মন্ত্রী মদন মিত্র। ছবি: কৌশিক মিশ্র।
এ দিন সেমিফাইনালের প্রথম মংলামাড়ো বিআর অম্বেদকর টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে হলদিয়া স্পোর্টিং ক্লাবকে। দ্বিতীয় সেমিফাইনালে কিশোরপুর কিশোর সংঘ ৩-০ গোলে পরাজিত করে ময়না কোচিং সেন্টারকে। ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয় মংলামাড়ো। খেলা শেষে সেখান থেকে পরে তিনি যান পটাশপুর-১ ব্লকের কেলাঘাইয়ের কাছে আমগেছিয়া ও তালছিটকিনি গ্রামে। সেখানে গিয়ে তিনি মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন। মৎস্যজীবীরা সরকারি ভাবে তাঁদের জন্য ঘর তৈরি করে দেওয়ার আবেদন জানালে তা বিবেচনার আশ্বাস দিয়েছেন মদনবাবু।

মেসির জোড়া কৃতিত্ব মেসির জোড়া কৃতিত্ব
বার্সেলোনার হয়ে এক সঙ্গে দুটি মাইল ফলক পেরিয়ে গেলেন লিওনেল মেসি। শনিবার রেসিং সান্তান্দরের বিরুদ্ধে দুটি গোল করায় বার্সার হয়ে ১৯৬টি গোল হয়ে গেল মেসির। যাতে তিনি টপকে গেলেন লাসলো কুবালাকে (১৯৪)। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন মেসির সামনে শুধু সেজার রদ্রিগেজ (২৩৫)। ম্যাচটি বার্সা জিতল ৩-০। দু’নম্বর ফলক- এই কৃতিত্বে তিনি পৌঁছলেন বার্সেলোনার বড়দের দলের হয়ে খেলতে শুরু করার ঠিক সাত বছর পর। ২০০৪-এর ১৬ অক্টোবর ফ্রাঙ্ক রাইকার্ডের কোচিংয়ে তিনি প্রথম খেলেন এসপানিওলের বিরুদ্ধে। রবিবার লা লিগায় পূর্ণ হল মেসি-জাদুর সাত বছর। শনিবার বার্সার তিন নম্বর গোল জাভির। এই জয়ে মেসিরা এখন লিগটেবিলের একদম শীর্ষে। রিয়াল মাদ্রিদের থেকে এক পয়েন্টে এগিয়ে। আর অনাবাসী ভারতীয় শিল্পপতি এহসান আলি সইদের ক্লাব রেসিং সান্তান্দর রয়েছে শেষের দিক থেকে দু’নম্বরে। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ফান পার্সির জোড়া গোলে ২-১ হারাল সান্ডারল্যান্ডকে। এক মিনিটেই ফান পার্সির এগিয়ে দেন আর্সেনালকে। লারসনের ফ্রি-কিকে সান্ডারল্যান্ড সমতায় ফেরে। ৮২ মিনিটে দুরন্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত করেন ফান পার্সি।

আট বছরে নিকৃষ্টতম ক্রমপর্যায় ফেডেরারের
রজার ফেডেরারকে এটিপি সিঙ্গলস বিশ্ব ক্রমপর্যায়ে চার নম্বরে নামিয়ে তাঁর জায়গার (৩) দখল নিলেন অ্যান্ডি মারে। ইংল্যান্ডের স্কট টেনিস তারকা রবিবার এশীয় খেতাবের হ্যাটট্রিক করলেন। গত দু’সপ্তাহে ব্যাঙ্কক, টোকিও ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর এ দিন সাংহাই ওপেন মাস্টার্স-ও জেতার সুবাদে। তার চেয়েও তাৎপর্যের, মারের এই সাফল্য তাঁকে এটিপি পয়েন্টে ফেডেরারের থেকে এগিয়ে দিল। মারের এই মুহূর্তে ৭২০০ পয়েন্ট। ফেডেরার ৫১৮৫ পয়েন্ট। সর্বকালের অন্যতম সেরা টেনিস প্লেয়ার ফেডেরার দু’হাজার তিনের ২৩ জুনের পর বিশ্ব ক্রমপর্যায়ে এত নীচে কখনও নামেননি। প্রায় সাড়ে আট বছর আগে পাঁচ নম্বরে ছিলেন তিনি। এবং তারপরই ফেডেরার জিতেছিলেন তাঁর ১৬ গ্র্যান্ডস্লামের প্রথমটি২০০৩ উইম্বলডন। সোমবারই নতুন এটিপি বিশ্ব ক্রমপর্যায় প্রকাশিত হলে ফেডেরার চার নম্বরে নেমে যাবেন। জকোভিচ, নাদাল ও মারের পরে। মারে এ দিন সাংহাইয়ের ফাইনালে ৭-৫, ৬-৪ ডেভিড ফেরার-কে হারিয়ে শেষ দু’মাসে ২৬ ম্যাচের মধ্যে ২৫টি জিতলেন। একমাত্র হার যুক্তরাষ্ট্র ওপেন সেমিফাইনালে নাদালের কাছে। যাঁকে টোকিওর ফাইনালে মারে হারিয়েছেন শেষ সেটে ৬-০ জিতে!

ফুটবলে হার বর্ধমানের
সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের কোয়ার্টার ফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল বর্ধমান। এই প্রতিযোগিতায় পঞ্জাবের চারটি বিশ্ববিদ্যালয় সেমিফাইনালে ওঠায় ক্ষুব্ধ অন্য বিশ্ববিদ্যালয় ফুটবল দলগুলিও। বর্ধমানের কর্মকর্তা নুরুল হুদা ও প্রদীপ পাত্র বলেছেন, “আমাদের দল গ্রপ লিগের চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বর্ধমানকে রানার্স দেখিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন দল গুরু নানক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খেলতে বাধ্য করানো হয়। এই অনাচারের প্রতিবাদ জানিয়ে আমরা অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের কাছে চিঠি পাঠিয়েছি।” বর্ধমান অবশ্য তাদের শেষ গ্রুপ লিগ ম্যাচে আয়োজক পঞ্জাব টেকনোলজি ইউনিভার্সিটিকে ১-০ গোলে হারিয়েছিল। প্রথামার্ধেই গোল করেছিলেন দিনু দাস। এই জয়ের জেরে বর্ধমান ও টেকনোলজি ইউনির্ভাসিটি পয়েন্ট দাঁড়ায় ছয়। নুরুল, প্রদীপের দাবি, “বর্ধমান টেকনোলজি ইউনির্ভাসিটিকে হারানোয় ও গোল পার্থক্যে চ্যাম্পিয়ন আমরাই।” তাঁদের আপত্তি রেফারিদের পক্ষপাতিত্ব নিয়েও।

চৌরাসিয়া আবার এক নম্বরে
ইন্ডিয়ান ওপেন জিততে পারলেন না শিব শঙ্কর প্রসাদ চৌরাসিয়া। কিন্তু টুর্নামেন্ট সপ্তম স্থানে শেষ করায় এশীয় ট্যুরের অর্ডার অব মেরিট তালিকায় কলকাতার তারকা আবার এক নম্বরে। তিন শটের জন্য খেতাব হাতছাড়া হল ভারতের উঠতি গল্ফার চিরাগ কুমারের। তবে এখানে দ্বিতীয় হওয়ায় এশীয় ট্যুরের সব টুর্নামেন্টে খেলার যোগ্যতা পেয়ে গেলেন তিনি।

জিতল দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি তিন উইকেটে জিতে সিরিজ ১-১ রাখল দক্ষিণ আফ্রিকা। কুড়ি ওভারে ১৪৭-৮ তোলে অস্ট্রেলিয়া। জিওফ মার্শের ছেলে মিচেল মার্শ অভিষেক ম্যাচে চারটে ওভার বাউন্ডারি মেরে ৩৬ রান করে দলকে মোটামুটি ভাল জায়গায় নিয়ে যান। জবাবে একটা সময় ৪৮-৪ হয়েও পাঁচ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে জেতান ওয়েন পার্নেল (১১ বলে ২৯ নঃআঃ) এবং জুয়ান থেরন (১৬ বলে ৩০ নঃআঃ)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.