টুকরো খবর
শিল্পীদের সংবর্ধনা
প্রতিমা শিল্পী মনিকা পালকে সংবর্ধনা।
যাঁদের ভাবনা আর হাতের ছোঁয়া অপরূপ হয়ে উঠেছিল দুর্গাপুজোর এক-একটি মণ্ডপ ও প্রতিমা, সেই সব শিল্পীদের সংবর্ধনা দিল মেদিনীপুরের শহরের কোতওয়ালি বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। কমিটির সদস্য অরূপ ঘোষ, দিব্যেন্দু দত্ত, দিলীপ কুণ্ডুদের কথায়, “শিল্পীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।” এ বার পার্লে-আনন্দবাজার শারদ অর্ঘ্যে মেদিনীপুর-খড়্গপুর শহরের মধ্যে সেরা পুজোর শিরোপা পেয়েছে কোতওয়ালি বাজার সর্বজনীন। এখানে প্রতিমা শিল্পী মনিকা পাল। মণ্ডপ সজ্জায় সবিতা ডেকরেটর্স। নানা মডেল তৈরি করেছেন খোকন কামিল্যা। আর পুরো পরিকল্পনা কৌশিক পালের। কৌশিকবাবু পুজো কমিটিরই সদস্য। এঁদের সকলকেই সংবর্ধিত করা হয়। আলো ও শব্দের দায়িত্বে যাঁরা ছিলেন, সম্মান জানানো হয় তাঁদের। এ দিন বিজয়া সম্মেলনও হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।

মারধরের নালিশ
যুব-তৃণমূলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠল খড়্গপুর লোকালের মাদপুরে। রবিবার সকালে পপড়আড়া পঞ্চায়েত এলাকার যুব-তৃণমূল সম্পাদক রঞ্জিত রাজকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। থানায় দায়ের করা অভিযোগে রঞ্জিতবাবু জানান, স্থানীয় বিজেপি নেতা বিষ্টু ঘোষ তাঁকে মারধর করেন। অভিযোগ, তাঁর জমির উপর দিয়ে জোর করে রাস্তা বানাতে চেয়েছিলেন ওই বিজেপি নেতা। বাধা দেন রঞ্জিত। তখন থেকেই রাগ ছিল বিষ্টুবাবুর। এ দিন সকালে রঞ্জিতকে রাস্তায় পেয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে জন্য খড়্গপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর বিজেপি-র জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “স্থানীয় নেতাদের বিস্তারিত খোঁজ নিয়ে রিপোর্ট পাঠাতে বলেছি।”

লায়েকদের দাবি
বেশ কয়েকটি দাবিতে রবিবার শালবনির বিষ্ণুপুরে সভা করল পশ্চিমবঙ্গ লায়েক সমাজ উন্নয়ন সমিতি। ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, সমিতির সম্পাদক শঙ্কর মণ্ডল, অশোক লায়েক প্রমুখ। লায়েক সম্প্রদায়কে তফসিলি জাতিভুক্ত করার দাবি জানানো হয়। শ্রীকান্ত মাহাতো বলেন,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলে কর্মযজ্ঞ শুরু হয়েছে। গরিব মানুষ যাতে বঞ্চিত না হন, সে দিকে সরকারের নজর রয়েছে।” শঙ্করবাবু জানান, লায়েক সম্প্রদায়কে তফসিলি জাতিভুক্ত করার দাবি রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।”

বিষপানে মৃত্যু
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হল রবিবার। মৃতের নাম পঞ্চু হাঁসদা (৪৫)। বাড়ি গড়বেতার বলরামপুরে। পুলিশ জানিয়েছে, সাংসারিক অশান্তির জেরেই শনিবার বাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন পঞ্চুবাবু। প্রতিবেশীরা তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। এ দিন সকালে মৃত্যু হয় তাঁর।

বার্ষিক সাধারণসভা
রবিবার সাউথসাইডের বিদ্যাসাগর উদ্যানে হয়ে গেল ‘খড়্গপুর প্রেস ক্লাব’-এর বার্ষিক সাধারণ সভা। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সম্পাদক সুমন দাস। সভাপতিত্ব করেন অধীর বসু। সভা শেষে ১৭ জনের কমিটি গঠিত হয়। পুনরায় সম্পাদক হন সুমন দাস, সভাপতি মিন্টু চৌধুরী। সভায় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যোগ দেন। সম্প্রতি খড়্গপুরের মালঞ্চ রোডের তেলুগু বিদ্যাপীঠে হল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিটিজেন ফোরাম’-এর বার্ষিক সাধারণ সভা। ছিলেন সম্পাদক বালমুকুন্দ প্রসাদ, সভাপতি অনিল ভাণ্ডারী প্রমুখ।

পোস্টার ঘিরে ধন্দ
নিঃশর্ত বন্দিমুক্তি, যৌথবাহিনী প্রত্যাহারের দাবি সংবলিত চারটি পোস্টার মিলল শালবনির ভাদুতলায়। খবরের কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলির নীচে অবশ্য লেখা ছিল ‘সিপিএম মাওবাদী’। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “এমন পোস্টার এই প্রথম পাওয়া গেল। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” জেলা তৃণমূল সভাপতি দীনেন রায় বলেন, “একটা পোস্টার সাঁটালেই এখন শোরগোল হচ্ছে! মজা পেতে অনেকেই এ রকম করছে। আমরা একে গুরুত্ব দিতে রাজি নই।” সিপিএম নেতারা কোনও মন্তব্য করতে চাননি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.