দলের সাধারণ সম্পাদক দিলীপ মাঝি বলেন, “ঘটনাটি নিন্দনীয়।” এ দিকে, প্রধান থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে আভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় পঞ্চায়েতের প্রধান বেলা ঘাঁটির কথায়, “রাতে মামলা করে বাড়ি ফেরার পর থেকেই ফোনে আমাকে হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলছে। প্রতিবাদ করলে গালিগালাজও করা হয়।” এ ব্যাপারে দিলীপবাবুর বক্তব্য, “আইন আইনের পথে চলবে। দলের নাম করে যদি কেউ মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।”
|
নৌকাভর্তি কাঠ উদ্ধার করল পুলিশ-বনদফতর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সুন্দরবনের জঙ্গল থেকে গাছ কেটে পাচারের সময় পুলিশ একটি নৌকা আটক করেছে। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার কাঠ। শনিবার রাত ২ট নাগাদ বন দফতর এবং হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নৌকাটি আটক করে। তবে পাচারকারীদের কাউকে ধরা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় কয়েকটি নৌকাভর্তি করে জঙ্গল থেকে দামী কাঠ কেটে পাচার করা হচ্ছে। খবর পেয়েই পুলিশ ও বনকর্মীরা অভিযানে নামেন। পুলিশকে আসতে দেখে জঙ্গলের খাঁড়িতে কাঠবোঝাই নৌকাটি ফেলে অন্য নৌকা করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
|
ঝালদায় হাতির তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
ঝাড়খণ্ড থেকে হাতির পাল ঢুকে ঝালদার অযোধ্যা পাহাড় লাগোয়া ধান খেত তছনছ করছে। স্বভাবতই ক্ষুব্ধ ইলু, জারগো ও পুস্তি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। পাঁচটি শিশু-সহ ২৩-২৪টি হাতি কয়েক দিন আগে ওই এলাকায় ঢুকেছে। স্থানীয় বাসিন্দা বিরিঞ্চি মাহাতো, রামলাল মাহাতো, মঙ্গল মাহাতোদের ক্ষোভ, “এ বার বেশি বৃষ্টি হওয়ায় অনেক বছর পরে ভাল ধান হয়েছে। কিন্তু, হাতিরা পাল ধান খেতে নেমে সর্বনাশ করে দিয়েছে। কিন্তু হাতিদের তাড়ানোর জন্য বন দফতরের গরজ নেই।” অভিযোগ অস্বীকার করে পুরুলিয়ার ডিএফও অজয়কুমার দাস বলেন, “হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্থদের বিধি মত ক্ষতিপূরণ দেওয়া হবে।” এ দিন হাতির পালটি বারুবেড়া জঙ্গলে ছিল।
|
বাঘের হানায় যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কুলতলি |
সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মইপীঠ উপকূল থানার বেনিফেলি জঙ্গল সংলগ্ন গাজি খালে। মৃতের নাম সত্যব্রত জানা (২৩)। বাড়ি মইপীঠের কিশোরীমোহনপুর গ্রামে। বন দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগে সত্যব্রত-সহ ওই এলাকারই চার জন কাঁকড়া ধরতে যান। শনিবার রাতে বেনিফেলি জঙ্গলের কাছে খালের ভিতরে তাঁরা ডিঙি নৌকা নিয়ে ঢুকেছিলেন। আচমকা একটি বাঘ সত্যব্রতের উপরে ঝাঁপিয়ে পড়ে। মাথা কামড়ে ধরে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সত্যব্রতের সঙ্গীরা বাঘটিকে কাঠের তক্তা দিয়ে পেটাতে থাকেন। মারের চোটে সত্যব্রতকে ফেলে বাঘটি জঙ্গলে চলে যায়। গুরুতর জখম অবস্থায় রবিবার সকালে সত্যব্রতকে কুলতলির জামতলা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
|
সাপের ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক বালকের। মৃতের নাম অপূর্ব দাস বৈরাগ্য (১৩)। বাড়ি মুরুটিয়া থানার গোয়াবাড়ি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অপূর্ব মাঠে গিয়েছিল। মাঠ থেকে ফেরার পথে তাকে সাপ ছোবল মারে। তাকে করিমপুর হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়। করিমপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সুদীপা মণ্ডল বলেন, ‘‘আমরা চেষ্টা করেও ওকে বাঁচাতে পারিনি।’’ |