জনপ্রতিনিধি প্রত্যাহার ভারতে অচল, মত কুরেশির
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিকে ফিরিয়ে নেওয়ার অধিকার ভারতের মতো দেশে চালু করা সম্ভব নয় বলে মনে করেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। টিম অণ্ণার এই দাবি মেনে নিলে দেশে অস্থিরতা তৈরি হবে বলেই তাঁর আশঙ্কা। নির্বাচিত জনপ্রতিনিধিকে ফিরিয়ে আনার অধিকার (রাইট টু রিকল) বহু দেশেই প্রচলিত। তা হলে ভারতে নয় কেন? একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি ব্যাখ্যা করে কুরেশি বলেন, “দেশের অনেক জায়গায় মানুষ ক্ষুব্ধ, অসন্তুষ্ট। সে সব জায়গার নাগরিকরা যদি প্রতিনিধি ফিরিয়ে নেওয়ার দাবি জানান বা প্রার্থী পছন্দ না হওয়ায় ভোটদানে বিরত থাকতে চান, তবে দেশে সুস্থিতি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল।” তা ছাড়া, যে সব দেশে এই সব অধিকার আছে সেগুলো আকারে ছোট এবং লোকসংখ্যাও কম। কিন্তু ভারত বিশাল দেশ এবং লোকসংখ্যাও বিপুল। এখানে এই অধিকার বিশৃঙ্খলার সৃষ্টি করবে বলেই মনে করছেন কুরেশি। কুরেশির মতে, কাশ্মীর বা উত্তর-পূর্বের রাজ্যগুলির বাসিন্দারা এমনিতেই নিজেদের বিচ্ছিন্ন বলে মনে করেন। সেখানে প্রার্থী পছন্দ না হলে ভোটদানে বিরত থাকার অধিকারের অপব্যবহারের সম্ভাবনাও থেকে যাচ্ছে বলে মনে করছেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে বর্তমানে প্রার্থী পছন্দ না হলে কেউ যদি ভোট না দেন, একটি বিশেষ ফর্ম পূরণ করে বুথে জমা দিতে হয়। তার বদলে ভোটযন্ত্রেই তা জানানোর ব্যবস্থরা দাবি উঠেছে। কিন্তু তা করার পক্ষপাতী নন দেশের মুখ্য নির্বাচন কমিশনার।
|
আপাতত বিক্ষোভ উঠল কুড়ানকুলামে
সংবাদসংস্থা • চেন্নাই |
কুড়ানকুলাম পরমাণু কেন্দ্র ঘিরে বিক্ষোভ-ধর্না আজ সাময়িক ভাবে তুলে নিলেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, পুরসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের কথায়, ভোট মিটে গেলে মঙ্গলবারই ফের বিক্ষোভে বসবেন তাঁরা। গত তিন দিনের লাগাতার বিক্ষোভে প্রকল্প এলাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। প্রায় হাজার খানেক শ্রমিক, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার তাঁদের পরিবার নিয়ে আটকে ছিলেন পরমাণু কেন্দ্রের কর্মী আবাসনে। ওই এলাকায় ঢোকার সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়ে ছিলেন গ্রামবাসীরা। ফলে, খাবার, পানীয় জলের অভাবে এক রকম হাহাকার পড়ে যায় কর্মীদের মধ্যে। পরমাণু কেন্দ্রেরই এক কর্মীর স্ত্রীর কথায়, “পুরো ঘরবন্দি ছিলাম। না ছিল জল, না খাবার। বাচ্চাটাকে দেওয়ার মতো দুধ পর্যন্ত ছিল না।” কুড়ানকুলাম কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা কোনও মতে কিছু পরিমাণ খাবার ও প্রয়োজনীয় জিনিস প্রকল্প এলাকায় পাঠাতে পেরেছিলেন। তবে তা শুধুমাত্র কয়েকশো কর্মীর কাছেই পাঠানো সম্ভব হয়েছিল। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে আসা বহু শ্রমিকই কাজ ছেড়ে চলে গিয়েছেন। পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। তিনি বলেন, “পরমাণু শক্তি যথেষ্ট নিরাপদ। তবু আমি নিজে গিয়ে পরমাণু চুল্লিগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখব।”
|
বিস্ফোরক উদ্ধার রেওয়ায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অম্বালায় বিস্ফোরক-ভর্তি গাড়ি উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরক উদ্ধার। আজ মধ্যপ্রদেশের রেওয়া জেলায় একটি ট্রাকে ৫০০০ ডিটোনেটর, ১০ বাক্স জিলেটিন ও ৩০টি ইলেকট্রিক তারের বান্ডিল পাওয়া গেল। তবে স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ দাবি করেছেন, এর সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ নেই। উদ্ধার হওয়া বিস্ফোরক বেআইনি খননের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপির কাছে তদন্ত রিপোর্ট বিশদে জানতে চেয়ে পাঠিয়েছেন তিনি। রেওয়ার নিউ গঙ্গোত্রী কলোনি এলাকার একটি বাড়ি থেকে ট্রাকে জিনিস বোঝাই করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায়, তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে ট্রাক হাওয়া। খবর পাঠানো হয় রেওয়ার থানাগুলোয়। পরে সেখান থেকে ১৫ কিলোমিটার দূরে রায়পুরের কালচুরিয়ান থানার পুলিশ আটক করে ট্রাকটি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্রাক চালককে।
|
রাজস্থানে বরখাস্ত অভিযুক্ত মন্ত্রী
সংবাদসংস্থা • জয়পুর |
ভানওয়ারী দেবীর রহস্যময় অন্তর্ধানে অভিযুক্ত মন্ত্রী মহীপাল মাদেরনাকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। যোধপুরের কাছে একটি গ্রামে নার্স হিসেবে কাজ করতেন ভানওয়ারী দেবী। গত ১৪ সেপ্টেম্বর উধাও হয়ে যান তিনি। ভানওয়ারীর স্বামী অমরচাঁদের অভিযোগ, মাদেরনা ও তাঁর সঙ্গীরাই তাঁকে অপহরণ করেছেন। এই ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্য। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পরেই মাদেরনাকে পদত্যাগ করতে বলেন গহলৌত। |