টুকরো খবর
ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫
ধর্ষণের অভিযোগে শনিবার পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নিউ টাউনের ঢালিপাড়ার নির্মীয়মাণ একটি বহুতলের এক নিরাপত্তা কর্মী তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। পুলিশ রতিকান্ত মণ্ডল, মহাদেব প্রামাণিক, বাবু দাস, সোমনাথ মণ্ডল, বাচ্চু মণ্ডলকে গ্রেফতার করেছে।

কলকাতায় উদ্ধার বাংলাদেশি তরুণী
এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করলেন কলকাতা পুলিশের এক জন অফিসার। রবিবার, ওয়াটগঞ্জ থানার খিদিরপুরে। পুলিশ জানায়, এ দিন সকাল ১১টা নাগাদ বছর কুড়ির ওই তরুণীকে উদ্দেশ্যহীন ভাবে খিদিরপুর মোড়ে ঘুরতে দেখেন ট্র্যাফিক পুলিশের এক সার্জেন্ট। তাঁকে উদ্ধার করে ওয়াটগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী নিজেকে বাংলাদেশের বাসিন্দা বলে জানিয়েছেন। এ দিন আদালতে নিয়ে যাওয়া হলে ওই তরুণীকে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাংলাদেশে তরুণীর বাড়িতে যোগাযোগ করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ জেনেছে, কাজের টোপ দিয়ে ওই তরুণীকে এ দেশে নিয়ে আসা হয়। কলকাতায় বন্দর এলাকার একটি বাড়িতে রাখা হয়েছিল তাঁকে। তরুণী পুলিশকে জানিয়েছেন, রবিবার সকালে তিনি ওই ডেরা থেকে পালিয়ে আসেন।

পিটিটিআইয়ের বাম পড়ুয়ারা তৃণমূলে
পূর্ব ঘোষণা মতোই রবিবার মৌলালি যুব কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিল পিটিটিআই পড়ুয়াদের একটি সংগঠন। যারা পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন ছাত্র ব্লকের ছাতার তলায় থেকে আন্দোলন করেছিল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক শিক্ষণ ইউনিয়ন নামে ওই সংগঠনের নেতা পিন্টু পাড়ুই নিজের অনুগামীদের নিয়ে এ দিন তৃণমূলে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং যুব তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। পরে সৌরভ বলেন, “দলের অনুমতিক্রমে পিন্টুদের যুব তৃণমূলে নেওয়া হবে।”

মেট্রোয় আতঙ্ক
মেট্রোর একটি কামরার পাখা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে চাঞ্চল্য ছড়াল। রবিবার, এসপ্ল্যানেড স্টেশনে। মেট্রো সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটায় দমদমগামী ওই ট্রেনটির একটি কামরার পাখা থেকে আগুনের ফুলকি দেখেন যাত্রীরা। স্টেশনে দাঁড়িয়ে থাকায় মেট্রো কর্তৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গেই কামরায় কর্মী পাঠানো হয়। এর জেরে ছ’মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল।

আসছেন শাহরুখ
কলকাতায় আসছেন কিং-খান। নিজের ছবি ‘রা ওয়ান’ এর প্রচারে আজ, সোমবার বিকেলে সল্টলেক সিটি সেন্টারে উপস্থিত থাকবেন খোদ শাহরুখ। সৌজন্যে ‘টি২’। সিটি সেন্টারের ‘কুণ্ড এরিয়া’য় এই উপলক্ষে বিকেল চারটে থেকে এক সাংবাদিক সম্মেলনে ছবি নিয়ে আলোচনা তো থাকবেই। এক ঘণ্টার অনুষ্ঠানে উপস্থিত জনতার সঙ্গেও কথোপকথনে মাতবেন শাহরুখ। ‘এলেন, দেখলেন, জয় করলেন’ বলাটা এখন শুধু সময়ের অপেক্ষা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.