কুয়াশার থাকায় হিথরোর বদলে গ্যাটউইক বিমানবন্দরে নামল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু নামতে দেওয়া হল না যাত্রীদের। ৮ ঘণ্টা বিমানেই অপেক্ষা করতে হল তাঁদের। শেষ পর্যন্ত তাঁদের ক্ষোভ সামলাতে পুলিশ ডাকতে হল বিমানবন্দর কর্তৃপক্ষকে। রবিবার আমদাবাদ থেকে মুম্বই হয়ে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রচণ্ড কুয়াশা থাকায় হিথরো থেকে ৭৫ কিলোমিটার দূরে গ্যাটউইকে নামে বিমানটি। গ্যাটউইক থেকে হিথরো নিয়ে যেতে নতুন পাইলট ও বিমানকর্মীদের জন্য অপেক্ষা শুরু হয়। ৮ ঘণ্টা বিমানেই অপেক্ষা করতে হয় ১১০ জন যাত্রীকে। তাঁদের গ্যাটউইকে নামতে দেওয়া হয়নি। যাত্রীদের অভিযোগ, তাঁদের কিছু জানানোও হয়নি। উত্তেজনা বাড়ায় পুলিশ ডাকেন গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে ছিলেন সিবিআই কর্তা প্রবীণ সালুঙ্কে। তাঁর দাবি, অন্য সব বিমান হিথরোয় নামছে বলে আত্মীয়স্বজনের কাছ থেকে খবর পান কয়েক জন যাত্রী। ফলে উত্তেজনা বাড়ে। নতুন পাইলট ও বিমানকর্মীরা এসে ওই বিমানটিকে হিথরোয় নিয়ে যান। হিথরো থেকে ফিরতি উড়ানের সময় প্রায় ১০ ঘণ্টা পিছিয়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেছেন, “বিমান যে কোনও সময়েই ছাড়তে পারত। সে জন্যই যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি।”
|
একের পর এক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে উত্তাল ভারত। ঠিক সেই সময়েই ব্রিটেনেও ঘুষ নেওয়ার অভিযোগে বিচার শুরু হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূতের। ব্রিটেনের নতুন ঘুষ-রোধী আইনে মুনির ইয়াকুব পটেলই প্রথম অভিযুক্ত। রেডব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে চাকরি করেন মুনির। ট্র্যাফিক আইন ভাঙায় অভিযুক্ত এক ব্যক্তির কাছ থেকে ৫০০ পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘুষের বদলে ট্র্যাফিক আইন ভাঙার ঘটনাটি অপরাধ সংক্রান্ত তথ্যভাণ্ডার থেকে বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পটেল। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। পটেলকে ঘুষ দেওয়ার ঘটনার ছবি তুলে নেন এক ছদ্মবেশী সাংবাদিক। তার পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বড় কোনও কেলেঙ্কারিতে জড়িত কর্পোরেট সংস্থার বিরুদ্ধে নতুন ঘুষ-রোধী আইন ব্যবহার করা হবে বলে ভেবেছিলেন অনেকে। |