টুকরো খবর |
কংগ্রেসের অফিস খোলা নিয়ে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
গলসিতে বিভিন্ন দাবিতে সভা পরিচারিকা সমিতির। |
কংগ্রেসের একটি কার্যালয় খোলা নিয়ে অশান্তি ছড়াল গলসির কুরমুনা গ্রামে। পুলিশ জানায়, কংগ্রেসের এক স্থানীয় নেতা পুলিশের কাছ থেকে কোনও অনুমতি না নিয়ে একটি অফিস খুলতে যান। এই ঘটনার জেরে গ্রামেরই কিছু তৃণমূলের সমর্থক আপত্তি করায় দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বাধে। খবর পেয়ে গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা সিরাজুল হক মণ্ডলের দাবি, গ্রামের প্রায় ৪০০ সিপিএম এবং তৃণমূলের সমর্থক রবিবার বিকেলে কংগ্রেস যোগ দিয়েছেন। এলাকায় সজল ধারা প্রকল্পের টাকা নিয়ে তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল চলছিল। তারই জেরে তৃণমূলের একটি গোষ্ঠীর লোকজন এ দিন কংগ্রেসে যোগ দেন বলে তাঁর দাবি। সে কারণে তৃণমূলের কিছু লোক লাঠি, রড নিয়ে যাঁরা দল ছেড়েছেন তাঁদের তাড়া করে বলে অভিযোগ সিরাজুলের। তবে সিপিএম এবং তৃণমূলের তরফে তাদের সমর্থকদের দল পরিবর্তনের কথা অস্বীকার করা হয়েছে। সিপিএমের গলসি-বুদবুদ জোনাল সম্পদক সৈয়দ হোসেন বলেন, “আমাদের কেউ দল পাল্টাননি।” তৃণমূলের স্থানীয় নেতা স্বপন ঘোষের কথায়, “দল পরিবর্তনের দাবি সম্পূর্ণ মিথ্যা। কয়েক জন ওই গ্রামে কংগ্রেসের সভার আগে টাঙানো কয়েকটি পতাকা ছিঁড়ে দেয়। তার জেরেই গোলমাল বাধে।”
|
রাস্তা ও জলের দাবিতে অনশন
নিজস্ব সংবাদদাতা • পান্ডবেশ্বর |
রাস্তা খারাপ। পানীয় জলও অপর্যাপ্ত। সেই সঙ্গে জবকার্ড নিয়ে দূর্নীতিতে অভিযুক্তদের বিচার হয়নি। প্রতিকারের দাবিতে শুক্রবার বিকেলে পিসিসি সিপিআইএমএল-র নেতৃত্বে ১২ জন পাণ্ডবেশ্বর বিডিও কার্যালয়ের সামনে অনশনে বসেন। শনিবার বিকেলে মহকুমাশাসকের পাঠানো প্রতিনিধিরা দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলে তাঁরা অনশন তোলেন। রবিবার কেন্দ্রা পঞ্চায়েত এলাকার প্রায় ৫ কিমি পায়ে হেঁটে ঘুরে নানা পরিষেবার চালচিত্র খতিয়ে দেখলেন দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি এ। সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও সুশান্ত রায়। অনশনকারীদের পক্ষে সাধন দাস, দীপা বাউড়িরা জানান, কেন্দ্রা পঞ্চায়েতের ১৭টি সংসদের কোনওটিতেই রাজ্য সরকারের পানীয় জল প্রকল্প চালু হয়নি। দু’টি সংসদে জল সরবরাহ করে ইসিএল। তাও অপর্যাপ্ত। ৩৬ গন্ডা থেকে ডিভিসি মোড় পর্যন্ত ৫ কিমি রাস্তা গর্তে ভরা। অবিলম্বে ব্যবস্থার দাবি জানান তাঁরা। মহকুমাশাসক বলেন, “পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে রবিবার বার্নপুরের সুভাষপল্লি বিদ্যানিকেতন বালিকা বিভাগের অভিভাবক প্রতিনিধির ৬টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসন গিয়েছে বামপন্থীদের দখলে। ১৯৮৬ সালে শেষ বার এই স্কুলে নির্বাচন হয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা গিয়েছে।
|
হিরাপুরে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আইএনটিটিইউসি অনুমোদিত ইস্কো মজদুর কংগ্রেসের প্রথম প্রকাশ্য সভা হল রবিবার। ছিলেন কমিটির সভাপতি আইনমন্ত্রী মলয় ঘটক। হিরাপুর টাউন অফিসের সামনে এই সভায় তিনি জানান, ইস্কোয় এই সংগঠনের অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠনের মাধ্যমে তাঁরা সামাজিক কাজকর্মও করবেন বলে জানান মলয়বাবু।
|
রানিগঞ্জের স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা দিল রানিগঞ্জ ঊর্দু উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। রবিবার বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক তৌফিক আলম জানান, ১৯১৮-এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সরকারি অনুমোদন মেলে ১৯৭৮ সালে। এর পরে ১৯৯৮-এ অপর্যাপ্ত শ্রেণিকক্ষ ও পরিকাঠামোর অভাব মেটাতে প্রয়াত সাংসদ হারাধন রায় ও প্রাক্তন পুরপ্রধান গৌতম ঘটকের সহায়তায় সাড়ে ৪ বিঘা জমি কেনা হয়। এখনও পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা যায়নি। এক কোটি টাকার একটি প্রকল্প তাঁরা তৈরি করেছেন। সরকারি অনুমোদন চাই। আইনমন্ত্রী বলেন, “সোহরাব আলির বিধায়ক তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেবেন। বাকি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করবে।”
|
কয়লা চুরি রুখতে বৈঠক দু’পক্ষের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা চুরি ও পরিবহণ বন্ধ করার জন্য ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ। উপস্থিত ছিলেন ইসিএলের সিএমডি। অজয় নন্দ জানিয়েছেন, এই বৈঠকে অবৈধ কয়লা চুরি ও পরিবহণ বন্ধ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার উভয় পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইসিএল থেকে কয়লা কেনার জন্য বিভিন্ন সংস্থাকে যে ডেসপ্যাচ অর্ডার (ডিও) দেওয়া হয় তার একটি অনুলিপি পুলিশ কমিশনারকে পাঠাতে হবে। একই সঙ্গে যে কোলিয়ারি থেকে কয়লা তোলা হবে সেখানকার চালানের একটি অনুলিপিও পুলিশ কমিশনারের কাছে পাঠাতে হবে। এর ফলে কয়লা পরিবহনের সময় কাগজপত্র পরীক্ষা করতে পুলিশের সুবিধা হবে। অবৈধ কয়লা পরিবহণ বন্ধ করা যাবে। পাশাপাশি ইসিএলের তরফে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইসিএলের আবাসনের অবৈধ দখলদারি মুক্ত করতে ও ইসিএলের বিদ্যুৎ চুরি রুখতে পর্যাপ্ত পরিমাণে পুলিশি সাহায্য দিতে। পরিবর্তে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে সব রকমের সাহায্য করার আশ্বাস দিয়েছেন ইসিএল কর্তৃপক্ষ।
|
দুঃস্থ পড়ুয়াদের সাহায্য ডিএসপি-র
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের ৬৩টি প্রাথমিক স্কুলের এক হাজার দুঃস্থ পড়ুয়াকে সহায়ক সামগ্রী দিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পড়ুয়াদের কাছে একটি স্কুল ব্যাগ, দু’টি খাতা-সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। সম্প্রতি কাণ্ডেশ্বর সত্যগোপাল প্রাথমিক স্কুলে সহায়ক সামগ্রী প্রদান অনুষ্ঠানে সংস্থার সিইও পঙ্কজ কুমার বাজাজ জানান, এলাকার শিক্ষা প্রসারে ভূমিকা নিতেই এই উদ্যোগ।
|
বার্নপুরের স্কুলে জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বার্নপুরের সুভাষপল্লি বিদ্যানিকেতন বালিকা বিভাগের স্কুল পরিচালন সমিতির নির্বাচন হল রবিবার। অভিভাবক প্রতিনিধির ৬টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসন জয়লাভ করেছেন বামপন্থীরা। ১৯৮৬ সালে শেষ বার এই স্কুলে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা গিয়েছে।
|
বিজয়া সম্মিলনী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচারে বিজয়া সম্মিলনী আয়োজিত হল। আয়োজক সংস্থার সভাপতি শ্যামল বিশ্বাস জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। অন্য দিকে, তানসেন ইয়ং স্টার ক্লাবও বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতার শিল্পীরা ছাড়াও যোগ দিয়েছিলেন স্থানীয় শিল্পীরা। |
|