মাছি? পিছলে যাবে
- শশা বা মুলোর রস (সাদা)
- লাল শাকের রস ( লাল)
- পালং শাকের রস (সবুজ)
- গাজরের রস ( কমলা)
- পাতিলেবুর রস (হলুদ)
খাবারের রুটিনের সঙ্গে সঙ্গে ত্বকেরও একটি নিয়মমাফিক রুটিন তৈরি করে যত্ন করতে হবে। প্রথমে জানতে হবে আমাদের মেকআপ তোলার ঠিক পদ্ধতি এবং তার পরবর্তী চর্চা। চোখ আমাদের খুবই সংবেদনশীল একটি জায়গা। সুতরাং চোখের মেকআপ তোলাটা জরুরি, এবং তা করতে হবে অত্যন্ত সাবধানে। সুইট আমন্ড অয়েল ক্লিনজিং-এর জন্য খুবই ভাল। এটি দিয়ে চোখ পরিষ্কার করলে চোখ ও তার পাশ্ববর্তী জায়গার কোনও ক্ষতি হয় না। ৬-৮ ঘণ্টা পর্যন্ত নরম থাকে এবং কোনও আন্ডারআইক্রিম লাগানোর দরকার নেই। মুখের মেকআপ তোলা বা যে কোনও ধরনের ক্লেনজিং-এর জন্য অল্প অ্যালোভেরা জেলের সঙ্গে দু’ফোঁটা লেমন অয়েল মিশিয়ে মাখতে হবে। এতে ত্বকের সাতটি স্তর পর্যন্ত পরিষ্কার হয় এবং আমাদের ত্বকের পি-এইচ’এর ভারসাম্য বজায় থাকে। অন্যান্য ক্লেনজার ত্বকে জলের ভারসাম্য নষ্ট করে কিন্তু এটিতে তা হয় না। ফলে অনেক দিন পর্যন্ত তারুণ্য বজায় থাকে। এই সময় রোদে ঘোরার ফলে অতিবেগুনি রশ্মির তেজে ত্বকের খুবই ক্ষতি হয়। ত্বকের সমস্ত রকম মেরামতির করতে ২.৫ মিলিলিটার জোজোবা অয়েলের সঙ্গে দু’ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে দু’বেলা মাখলেই তফাৎটা বুঝতে পারবেন। এটি ব্যবহার করলে কোনও ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন কোনওটারই প্রয়োজন হয় না। জোজবার মধ্যে সহজাত ময়েশ্চারাইজারের দ্রব্যগুণ আছে। এটি সব বয়সের মহিলারাই ব্যবহার করতে পারেন। এর থেকেও বেশি উজ্জ্বল ত্বক যদি আপনি চান তবে বেরনোর আগে ছয় থেকে আট ফোঁটা জিরেনিয়াম অয়েল লাগিয়ে নিতে পারেন, যাঁরা বাড়িতে থাকেন তাঁরাও ব্যবহার করতে পারেন।
অ্যান্টিএজিং
শীত শুরুর আগে থেকে অ্যান্টিএজিং-এর জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। কয়েক ফোঁটা আমন্ড অয়েলের সঙ্গে পেট্রোলিজেলি মিশিয়ে লাগালে খুব ভাল, সম্ভব হলে রেড ওয়াইন অল্প পরিমাণে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটিকে বলা হয় বিউটিশিয়ানের জাদু দণ্ড। এটি কাজ করে ম্যাজিকের মতো। শতকরা সত্তর ভাগ উজ্জ্বলতা বৃদ্ধি পায়। শীতের কোনও টানই ত্বকের ওপর ছাপ ফেলতে পারে না।
সমস্ত ক্লান্তি দূর করতে ও নতুন প্রাণশক্তি ফিরে পেতে অন্তত একটি স্পা’র প্রয়োজন। বডি স্পা যদি ঠিক হয় আপনার মুখেও তার প্রতিফলন দেখা যায়। সিয়াৎসু (Shiatsu) মাসাজের সঙ্গে কিছু অ্যারোমা অয়েল ও কিছু হার্বস দিয়ে বডি-স্পা করালে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায়। এবং এই স্পা’টি শেষ হওয়ার পর মনে হয় যেন দু-তিন কেজি ওজন কমে গেছে। অর্থাৎ শরীরটি রিল্যাক্সড হলে, সমস্ত টেনশন দূর হলে আপনার অনুভূতিটি এই রকমই হবে। তবে স্পা’টি কাজের রকমফের অনুযায়ী করানো উচিত। এক জন গৃহবধূর সঙ্গে কর্পোরেট কর্মারতা মহিলার স্পা’র ধরন আলাদা হবে। স্পা’এ ব্যবহৃত জিনিসও ভিন্ন হবে।
এই অনুশাসন মেনে চললে আপনার গ্লোয়িং-স্কিন প্রাপ্তি কেউ আটকাতে পারবে না।
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.