|
|
|
|
কারখানায় বিক্ষোভ উঠল |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
অতিরিক্ত শ্রম কমিশনারের মধ্যস্থতায় অবশেষে বিক্ষোভ-অবস্থান তুলে নিলেন বড়জোড়ার একটি স্পঞ্জ আয়রন কারখানার ছাঁটাই হওয়া অস্থায়ী শ্রমিকেরা। বিক্ষোভ ওঠায় শুক্রবার কারখানার কাজে যোগ দিলেন ১৪০ জন স্থায়ী শ্রমিক।
প্রসঙ্গত, বিভিন্ন কারণে উৎপাদন কমে যাওয়ায় যুক্তি দেখিয়ে ৪০ জন অস্থায়ী শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন ওই স্পঞ্জ আয়রন কারখানার কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার ওই অস্থায়ী শ্রমিকেরা কারখানার মূল দরজার সামনে বিক্ষোভ-অবস্থানে বসেন। তাঁদের আন্দোলনে সামিল হয় আইএনটিটিইউসি এবং সিটু। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন। আইএনটিটিইউসি নেতা মহারাজ দাস ও সিটু নেতা সুদীপ ঘোষ বলেন, “এ দিন সকাল থেকে কারখানার স্থায়ী শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে অস্থায়ী শ্রমিকেরা বিক্ষোভ-অবস্থানে অনড় ছিলেন। তবে বাঁকুড়ার অতিরিক্ত শ্রম কমিশনার আমাদের চিঠি দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। উনি আগামী বুধবার আমাদের ও কারখানার মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন। তাই এ দিন অস্থায়ী শ্রমিকেরা বিক্ষোভ তুলে নিয়েছেন।”
অতিরিক্ত শ্রম কমিশনার ধনঞ্জয় গুহ বলেন, “আশা করি, আলোচনায় সমস্যা মিটে যাবে। অতীতেও এই ধরনের সমস্যা বিভিন্ন কারখানায় হয়েছে। কিন্তু তা মিটেও গিয়েছে।” কারখানার অন্যতম কর্ণধার মনোজ বনসালের বক্তব্য, “স্থায়ী শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদন এখনই শুরু হবে না। তিন-চার দিন সময় লাগবে। কাঁচামালের অভাবে এমনিতেই কয়েকটি ইউনিট বন্ধ। এখন যত দ্রুত সম্ভব উৎপাদনের কাজ শুরু করতে হবে।” |
|
|
|
|
|