টুকরো খবর
ভোটের দিন পরিবর্তন হওয়ায় স্কুলের গেটে তালা
পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের দিন বার বার পরিবর্তন হওয়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর উচ্চ বিদ্যালয়ে। প্রায় তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। এর জেরে স্কুলের ভিতরে আটকে পড়েন শিক্ষক, ছাত্র এবং পরিচালন সমিতির সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। শেষ পর্যন্ত, দুপুর দেড়টা নাগাদ গেটের তালা খুলে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলটিতে আগামী ১৬ অক্টোবর অভিভাবক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে ভোটের প্রচারে নেমে পড়েছেন। যদিও, ওই দিন ‘প্রয়োজনীয় সংখ্যাক পুলিশকর্মী মোতায়েন করা যাবে না’ বলে স্বরুপনগর থানার তরফে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতির সদস্যরা এ নিয়ে আলোচনায় বসেন। সেই সময়েই একদল লোক স্কুলের গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপকুমার মণ্ডল বলেন, “আগে দু’বার নির্বাচনের দিন ঠিক হয়ে যাওয়ার পরেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তা পরিবর্তন করা হয়। এ বারে ১৬ অক্টোবরের পরিবর্তে আগামী ১১ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করতে বলা হয়।” এ দিন অবশ্য পুলিশ জানিয়ে দেয়, আগামী ১৬ অক্টোবর পর্যাপ্ত পুলিশকর্মী দিতে তারা প্রস্তুত। এর পরেই বিক্ষোভ থেমে যায়।

শহরের পথশিশুদের জন্য আবাসিক স্কুল
কলকাতার পথশিশুদের জন্য ১০টি আবাসিক স্কুল খুলবে রাজ্য সরকার। শুক্রবার স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন এ কথা জানান। তিনি বলেন, “১০টি স্কুলের মধ্যে ২টি দক্ষিণ কলকাতায় এবং বাকিগুলি উত্তর ও মধ্য কলকাতায় হবে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা থাকবে।” ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া এই স্কুলগুলির প্রতিটিতে ১০০-১৫০ আসন থাকবে বলেও তিনি জানান। শিক্ষা দফতর সূত্রের খবর, সর্বশিক্ষা অভিযানের আওতায় কলকাতায় ৩৮৫টি শিক্ষাকেন্দ্র রয়েছে। এগুলিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পড়ানো হয়। কিন্তু সেগুলি থেকে বেরোনোর পর অনেকে সমাজের মূলস্রোতে আসছে না। শিক্ষা দফতরের এক অফিসার জানান, আবাসিক বিদ্যালয় এবং নবম শ্রেণি পর্যন্ত পড়ালে সেই সমস্যা কমবে। আবাসিক স্কুলগুলির জায়গা চিহ্নিত করা হয়ে গিয়েছে বলেও খবর।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বাংলাদেশি
আগ্নেয়াস্ত্র-সহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বিদ্যা নদীর বালি খালে নজরদারি চালানোর সময়ে ভুটভুটিতে থাকা ওই যুবককে ধরা হয়। তার সঙ্গীরা অবশ্য পালায়। পুলিশ জানায়, ধৃত জানিয়েছে তার নাম জহুর আলি গাজি। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকার জয়াখালি গ্রামে। তার কাছ থেকে একটি গুলিভর্তি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ভুটভুটিটি। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, মাছ ধরতে এসে সে ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। জলদস্যুদের ভয়েই আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল। কিন্তু পুলিশের অনুমান, গরু নিয়ে যাওয়ার জন্য সে ভারতীয় সীমানায় ঢোকে। তার কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না।

অটো উল্টে মৃত্যু
একটি অটোরিকশা উল্টে যাওয়ায় মৃত্যু হল এক মহিলা যাত্রীর। জখম হন চার জন। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গোপালনগরের রামচন্দ্রপুরের পাল্লা-ন’হাটা সড়কে। মৃতার নাম প্রতিভা রানি (৫৫)। বাড়ি স্থানীয় চৌবেরিয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোটি যাত্রী নিয়ে গোপালনগর থেকে ন’হাটার দিকে যাচ্ছিল। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে অটো-চালক জোরে ব্রেক কষেন। অটোটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় প্রতিভাদেবীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে তিনি মারা যান।

বাড়িতে আগুন
শুক্রবার বিকালে বাদুড়িয়ার যদুরআটি পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের একটি বাড়ি আগুনে ভস্মীভূত হল। ওই বাড়ির বাসিন্দা আবু তালেব বৈদ্য পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছনোর আগে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ছাই হয়ে যায় ধান, পাটের গোলা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই বাড়ির কয়েকটি শিশু জ্বলন্ত লম্ফ নিয়ে খেলছিল। তা থেকেই আগুন লাগে।

চোলাই বিক্রেতা ধৃত
চোলাই মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে কালীনগর এলাকা থেকে হরিপদ বর নামে ওই মদ-ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। নষ্ট করা হয় প্রায় ৩০ লিটার চোলাই। গ্রামবাসীদের অভিযোগ, চোলাই বিক্রির বাড়বাড়ন্ত হওয়ায় দুষ্কৃতীদের উপদ্রবও বেড়েছে। এ দেন দেগঙ্গা থানার পুলিশ হাড়োয়া স্টেশন এলাকায় হানা দিয়ে কয়েকশো লিটার চোলাই নষ্ট করে।

দুষ্কৃতী গ্রেফতার
একটি রিভলভার এবং ৫ কেজি গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আমডাঙা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে জগদ্দলের কাঁকিনাড়া থেকে সাগর বিশ্বাস নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। সে কাঁকিনাড়াতেই থাকত। আদি বাড়ি আমডাঙার রতনপুর গ্রামে। পুলিশ জানায়, আমডাঙায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় সাগর অভিযুক্ত। এ ছাড়াও, তার বিরুদ্ধে টিটাগড়, খড়দহ, নোয়াপাড়া, আমডাঙা, বারাসত এলাকায় তোলা আদায়, ডাকাতির অভিযোগ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.