টুকরো খবর
বিহারের প্রতিনিধি দল কল্যাণীতে
শহরের পুর পরিষেবা দেখতে শুক্রবার কল্যাণীতে আসেন বিহারের বিভিন্ন পুর সংস্থার ১৭ জন প্রতিনিধি। এই দলে ছিলেন বিহারের বিভিন্ন পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, পুরপ্রধান, উপ-পুরপ্রধানরা। বিহারশরিফের মেয়র দীনেশ কুমার বলেন, “এখানে পুর পরিষেবা খুবই ভাল। এই পুরসভার কাছ থেকে এই কাজের বিষয়ে জেনেছি। ফিরে গিয়ে আমরা এরকম ভাবে ভাল পরিষেবা দেওয়ার চেষ্টা করব।” কল্যাণীর পুরপ্রধান প্রদীপকুমার সুর বলেন, “বিহারের প্রতিনিধি দল আমাদের কাজ কর্ম দেখতে এসেছিলেন। আমরা এতে খুশি। মানুষ যাতে ভাল পরিষেবা পান সে দিকে আমরা নজর রাখি। আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্রযুক্তিগত ভাবে তাঁদের সাহায্য করি।”

কংগ্রেস নেতা খুনে ধৃত ৬
কংগ্রেস নেতা সমীরণ মণ্ডল খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খড়গ্রামের রামচন্দ্রপুর থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম পুলক মণ্ডল, অনুপ মণ্ডল, গয়ানাথ মণ্ডল, জগন্নাথ মণ্ডল, হাবল মণঅডল ও শক্তিপদ মণ্ডল। ৪ অক্টোবর রামচন্দ্রপুরে সমীরণবাবুকে খুন করা হয়। তাঁর দাদা জগৎপতি মণ্ডল থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে ওই ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ভোটের সময়ে কাশীনাথ মণ্ডল নামে এক সিপিএম নেতা খুন হন। মূল অভিযুক্ত ছিলেন সমীরণবাবু। তাঁকে গ্রেফতারও করা হয়। পরে জামিনে ছাড়া পান। পুলিশ জানায়, ধৃতেরা সকলেই কাশীনাথবাবুর আত্মীয়। কাশীনাথবাবুর খুনের বদলা নিতেই সমীরণবাবুকে খুন করা হয়েছে বলে ধৃতেরা জেরায় স্বীকার করেছে। কাশীনাথবাবুর ছেলে মন্টু মণ্ডল এই খুনের ঘটনায় অভিযুক্ত। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে পরেশ গুঁই (৩০) নামে এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে বড়ঞার পাঁচথুপির বাজার পাড়ার ঘটনা। পরেশের একটি চায়ের দোকান আছে। মাস চারেক আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সম্পত্তির ভাগ নিয়ে পারিবারিক সমস্যা চলছিল বলে জানা গিয়েছে। এ দিন বিকেলে চায়ের দোকানে তাঁর গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, অবসাদের জেরেই পরেশ আত্মহত্যা করেছেন।

প্রতিবাদে অবরোধ
অনবরত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সালার-কান্দি রাজ্য সড়ক অবরোধ করেন ভরতপুর ব্লক কংগ্রেসের নেতা কর্মীরা। এর জেরে সালার-কান্দি রুটের যান চলাচল ব্যহত হয়। সমস্যায় পড়েন যাত্রীরাও। ওই ব্লক কংগ্রেস কমিটির পরিদর্শক গৌতম রায় বলেন, “এলাকার সাংসদের নির্দেশে রাস্তা অবরোধ করে এ দিন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.