নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে শনিবার ডুরান্ড ফাইনালে চার্চিলের বিরুদ্ধে খেলতে নামছে প্রয়াগ ইউনাইটেড।
ইস্টবেঙ্গল আর মোহনবাগান ছাড়া টানা দু’বার ডুরান্ড কাপ জেতেনি কোনও ভারতীয় দল। তাই শনিবার চার্চিলকে হারিয়ে কলকাতার দুই প্রধানের পাশে নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করতে মরিয়া প্রয়াগ। তবে কাজটা যে সহজ নয়, সেটা স্বীকার করে নিলেন প্রয়াগ কোচ সঞ্জয় সেন। ডুরান্ড ফাইনাল খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে তাঁর মাথায় একটাই নাম বারবার ঘুরপাক খাচ্ছে। রবার্টো মেন্ডিস সিলভা ওরফে বেটো। যিনি চোটের জন্য রীতিমতো অনিশ্চিত। চার্চিলের আর এক ভরসা বিনিশ বালনেরও চোট আছে। সঞ্জয় বললেন, “ফাইনালে অনেকগুলো বাধা টপকাতে হবে। সহজেই জেতা যাবে না। স্টিভেন ডায়াস, গৌরমাঙ্গি সিংহ এবং বিনেশ বালান সবাই ভাল ফুটবলার। তবে বেটোর ওপর সবচেয়ে বেশি নজর রাখতে হবে। ও হল চার্চিলের গেমমেকার। ও ইচ্ছে করলে যখন-তখন খেলাটা ঘুরিয়ে দিতে পারে।”
চার্চিলে বড় বড় নাম থাকলেও সঞ্জয় অবশ্য বেশ আত্মবিশ্বাসী। বলছিলেন, “ওদের দলে প্রচুর অভিজ্ঞ ফুটবলার আছে ঠিকই। তবে আমরাও তৈরি। ফুটবলাররাও মাঠে নামার জন্য ছটফট করছে।” প্রয়াগের জন্য সুখবর হল, তাদের দলে চোট-আঘাতের কোনও সমস্যা নেই। সালগাওকর ম্যাচে লাল-কার্ড দেখা মহম্মদ রফিককেও ফাইনালে পেয়ে যাচ্ছে প্রয়াগ। যাঁর গোলেই গতবার জেসিটি-কে হারিয়ে প্রথমবার ডুরান্ড জিতেছিল তারা। রফিক ছাড়া অবশ্য আর কোনও বদল হচ্ছে না দলে। সেমিফাইনালের দলই খেলবে। রক্ষণে বেলো রাজার পাশে অর্ণব, দীপক এবং সুখেন। মাঝমাঠে রফিক, ডেনসন, গৌরাঙ্গ ও জেমস। ফরোয়ার্ডে ইয়াকুবু-জোসিমার। গোলে অভিজিৎ। |