নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্টিভ ডার্বির মোহনবাগানের কোচিং জীবন সম্ভবত আজ শনিবার বিকেলেই শেষ হয়ে যাচ্ছে। ক্লাব সচিব অঞ্জন মিত্র শিলিগুড়ি থেকে ফোনে শুক্রবার রাতে বলে দিলেন, “শনিবার সন্ধ্যার মধ্যেই যা হওয়ার হয়ে যাবে। তবে আমরা যা করছি বা করব সবই ইউ বি-র সঙ্গে কথা বলেই করছি। কোচ বদল হলে সেটাও স্পনসরদের সঙ্গে কথা বলে হবে।”
কিন্তু স্টিভ ডার্বির জায়গায় কাকে কোচ করা হবে তা নিয়ে কোনও কর্তাই মুখ খুলতে চাইছেন না। তবে ক্লাব সূত্রের দাবি, ইউ বি না কি ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছে ডার্বির জায়গায় বিদেশি কোচ নেওয়ার পক্ষেই তাঁরা। মোহনবাগানের চার প্রধান কর্তাই শহরের বাইরে ছিলেন এ দিন। শোনা যাচ্ছে, ভারতে সফল কোনও বিদেশি কোচের হাতেই ব্যারেটো-ওডাফা-সুনীলদের তুলে দেওয়া হবে।
ব্রিটিশ কোচকে তাড়ানো হবে না, তিনি নিজেই সরে যাবেন তা অবশ্য শুক্রবার রাত পর্যন্ত পরিষ্কার নয়। তবে মোহন-কোচকে সরানো হবে কোন পথে তা নিয়ে শুক্রবার দিনভর টানাপোড়েন চলে বিভিন্ন পর্যায়ে। মোহন-কর্তারা চাইছেন, ডার্বিকে পদত্যাগ করিয়েই নতুন কোচ আনতে। ‘তাড়ানোর কালি’ গায়ে মাখতে চান না বলেই এই চেষ্টা।
ক্লাব সূত্রের খবর, পদত্যাগ করার জন্য তিন মাসের বেতন দাবি করেছেন ডার্বি। ক্লাব কর্তারা যা দিতে নারাজ। তাঁরা চুক্তি মতোই পদত্যাগ করলে এক মাসের মাইনে দেবেন, এই সিদ্ধান্তে অনড় রয়েছেন। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে শনিবার সকালে কোনও সমাধান সূত্র মিললেও মিলতে পারে।
আজ শনিবার সকালে মোহনবাগানের প্র্যক্টিস ম্যাচ রয়েছে যুবভারতীতে। ক্লাবেরই অ্যাকাডেমির ছেলেদের সঙ্গে। ডার্বি ম্যাচ খেলার পর ‘গুড বাই’ বলে চলে যেতে পারেন। অন্য একটি সূত্র জানাচ্ছে, পদত্যাগ করুন বা তাঁকে বহিস্কার করা হোক, ডার্বি না কি যাওয়ার আগে সাংবাদিক সম্মেলন করে ‘অনেক কিছু’ বলে যেতে চান। রাতে এক মোহন কর্তা বললেন, “যদি ক্লাব তাঁবুতে শেষ পর্যন্ত কর্তাদের সঙ্গে বসে সাংবাদিক সম্মেলন করেন ডার্বি, তা হলে অবাক হবেন না।”
তবে গত কয়েকদিন ধরে যেভাবে ডার্বি পর্ব সকালে-বিকেলে নানা নাটকীয় মোড় নিচ্ছে তাতে শেষ পর্যন্ত কোন পক্ষ হাসবেন, তা এখনই হলপ করে বলা যাচ্ছে না। |