নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হায়দরাবাদে যে দিন হারানো মর্যাদার পুনরুদ্ধারের লড়াইয়ের প্রথম ধাপ পেরিয়ে গেল ধোনির ভারত, সে দিনই জানা গেল ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া-র বিপর্যয়ের ময়নাতদন্তেও নেমে পড়ছে বোর্ড। রিপোর্ট তৈরি করছেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। তিনিই ধরিয়ে দেবেন, ইংল্যান্ড সফরে ধোনিদের বিপর্যয়ের কারণগুলো ঠিক কী কী।
আর এই বৈঠক বসছে কোথায়? না, কলকাতায়!
সাত বছর পর বোর্ডের কোনও গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে কলকাতায়। আগামী ২৯ অক্টোবর তাজ বেঙ্গলে বার্ষিক সাধারণ সভার পর বোর্ডের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক। যেখানে খতিয়ে দেখা হবে ইংল্যান্ড সফরে ধোনিদের বিপর্যয়ের কারণ। কেএসসিএ প্রেসিডেন্ট কুম্বলে সে দিন আসছেন। সঙ্গে আসছেন বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন-সহ রত্নাকর শেঠি, সঞ্জয় জাগদালে, রাজীব শুক্ল-র মতো বোর্ডের শীর্ষ কর্তারা। সিএবি-র পক্ষ থেকে আবার আমন্ত্রণ জানানো হচ্ছে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকেও। বৈঠকে একই সঙ্গে সে দিন ললিত মোদীকে নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির রিপোর্টও পেশ করার কথা। সকালে বৈঠক সেরে সন্ধেয় ইডেনে টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চলে যাবেন বোর্ড কর্তারা। কারণ সে দিনই আবার অ্যালেস্টার কুকের দলের বিরুদ্ধে চলতি সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইডেনে নামবেন ধোনিরা।
দিন দুয়েক ধরেই সিএবি-র কাছে খোঁজ নেওয়া হয়, বোর্ডের বৈঠক করতে সিএবি-র কোনও অসুবিধা আছে কি না? এবং শুক্রবার দুপুর-দুপুর সিএবিকে জানানো হয়, বোর্ডের প্রথম ওয়ার্কিং কমিটি কলকাতাতেই হচ্ছে। এত দিন পর বোর্ডের বৈঠকের খবর পেয়ে সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াও স্বস্তিতে। বলছিলেন, “একটা সময় ইডেন কিছুই প্রায় পাচ্ছিল না। ম্যাচ আসছিল না। সেখানে এই ব্যাপারটা অত্যন্ত ইতিবাচক আমার কাছে।” তা হলে বোর্ডের মানচিত্রে কি হারানো জায়গায় ফিরে পাচ্ছে ইডেন? ডালমিয়া জবাব দেন, “আশা করছি। বৃষ্টির জন্য চ্যাম্পিয়ন্স লিগটা হল না। কিন্তু সব মিলিয়ে কুড়ি দিনের আন্তর্জাতিক ক্রিকেট পেয়েছি আমরা। যা ঐতিহাসিক ব্যাপার।” কোনও কোনও সিএবি কর্তা আবার ইডেনে বৈঠক এনে ফেলার পিছনে নতুন বোর্ড প্রেসিডেন্টের রাজনৈতিক চালও দেখতে পাচ্ছেন। এত দিন বোর্ডের যাবতীয় বৈঠকের হেডকোয়ার্টার ছিল মুম্বই। সিএবি-র এই মহলের বক্তব্য, চেন্নাইয়ের বদলে কলকাতায় বৈঠক ডেকে শ্রীনিবাসন যেমন বিতর্ক এড়িয়ে গেলেন, তেমনই বুঝিয়ে দিলেন, বোর্ডের যাবতীয় বৈঠকের আঁতুড়ঘর আর মুম্বই রইল না। |