সব্যসাচী সরকার • হায়দরাবাদ |
‘বদলা’-র কোনও ব্যাপার নেই, যথারীতি নির্বিকার। ৭০ বলে ৮৭ ন:আ: করে উঠে নির্লিপ্ত মহেন্দ্র সিংহ ধোনি। যেন এটাই হওয়ার কথা ছিল। ম্যাচ শেষে যা যা বললেন তুলে দেওয়া হল...
প্রশ্ন: এ ভাবে জিতবেন আশা করেছিলেন?
ধোনি: আমাদের হারের রেশটা খুব লম্বা ছিল। সেটা মানতে সবার অসুবিধা হচ্ছিল। কিন্তু এখনও মনে করি ইংল্যান্ডে আমরা ব্যাটিং ভাল করেছিলাম। বৃষ্টির জন্য এবং কিছুটা দুর্ভাগ্যের কারণে কোনও ম্যাচ জেতা যায়নি। এখানে শুরুটা ভাল হল। ২৫০-৬০-ই এই উইকেটে ভাল স্কোর। শিশির পড়েনি বলে স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হয়নি। ম্যাচটা সহজেই জিতলাম।
প্র: এটা কী এক ধরণের ‘বদলা’? রিভেঞ্জ?
ধোনি: না, না, আমি বদলায় বিশ্বাস করি না। এটা ছিল তরুণদের কাছে নিজেদের তৈরি করার পরীক্ষা। ‘গ্রুমিং’-ও বলতে পারেন। জাডেজা, বিরাটরা ভাল পারফর্ম করেছে।
প্র: আজ কি স্বস্তিতে ঘুমোবেন? এটা কি আপনার অন্যতম সেরা ইনিংস?
ধোনি: ইনিংসের রেটিংয়ে আমার খুব একটা আস্থা নেই। আমার কাছে টিম জিতল কী না জিতল সেটাই সবচেয়ে বড় কথা। আমি বলব আজকের ইনিংস অনেক ক্যালকুলেটিভ ইনিংস। এমন এমন শট খেলেছি যা সাধারণত খেলি না। যেমন কভারের উপর দিয়ে যে শটগুলো খেললাম। ছ’নম্বরে এখন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।
প্র: ছ’নম্বরে তো বেশি বল খেলার সুযোগ পান না...
ধোনি: হ্যাঁ, ছ’নম্বর জায়গাটা কঠিন। খুব কম বল হাতে থাকে। সে জন্য যুবরাজকে আমি এত গুরুত্ব দিই। কারণ ছ’নম্বরে নেমে প্রচুর ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। নিজেকে এখন নামতে হয় বলে বুঝতে পারি কাজটা কত কঠিন। কোনও তরুণকে এখানে নামালে ব্যর্থতার তকমা লেগে যাবে বলে আমি নিজে নামি।
প্র: গোটা সিরিজে কি এ ভাবেই স্পিনে ইংল্যান্ডকে ঘায়েল করবেন ঠিক করেছেন?
ধোনি: না, না তেমন কিছু নয়। এটা অনেকটাই আবহাওয়ার উপর নির্ভর করে। এটা অক্টোবর মাস। দিন রাতের ম্যাচে কখন কোথায় শিশির পড়ে আগে থেকে বলা কঠিন। যেমন গত কাল এখানে শিশির পড়েছিল, আজ পড়ল না। তাতে স্পিনারদের সুবিধা হল।
প্র: এই ইংল্যান্ডকে কতটা গুরুত্ব দেবেন?
ধোনি: ওদের দেশে ওদের কাছে আমাদের হারতে হয়েছে। ওয়ান ডে হারটা মেনে নেওয়া বেশি কঠিন, কারণ আমরা তত খারাপ খেলিনি। বিশেষ করে বোলারদের জন্য খারাপ লেগেছে। কারণ ওরা নিজেদের সে ভাবে প্রমাণ করার সুযোগই পায়নি। এই সিরিজে অনেক নতুনরা সুযোগ পাচ্ছে। এটা হল জুনিয়রদের নিজেদের প্রতিষ্ঠা করার মঞ্চ। আর যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার আমাদের রয়েছে। |