গাছ কেটে পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে সুতির আহিরণ ফাঁড়ির পুলিশ ৩০টি গাছের গুঁড়ি বোঝাই দু’টি লছিমন গাড়িও আটক করেছে।
পুলিশ জানিয়েছে, লছিমন ভ্যানে করে ওই গুড়িগুলো সুতির ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। দু’জন ভ্যান চালক ছাড়া আক্তার হোসেন নামে কাঠ পাচারের কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক করা গুঁড়িগুলির বেশির ভাগই শিশু গাছের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে জঙ্গিপুর ব্যারাজের জমি থেকে ওই গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। ওই জমিটি বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন। পাশেই রয়েছে সরকারি জমি। দু’পক্ষের কাছ থেকেই গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগও হয়েছে আগে। এ দিন রাতে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই দুষ্কৃতীরা। |
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও সিপিএমের জেলা কমিটির সদস্য যোগনাথ সিংহ রায় অবশ্য বলেন, “গাছ চুরির ব্যাপারে একাধিক অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। এত দিনে নড়ে বসেছে পুলিশ। আগে গাছের সুরক্ষার জন্য এলাকায় একটি কমিটিও গড়া হয়। এখন ওি কমিটির লোকদের এলাকা থেকে তাড়িয়ে দিয়ে কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই সব গাছ কেটে পাচার করছে।” অন্য দিকে কংগ্রেসের ব্লক সম্পাদক প্রকাশ সাহা বলেন, “সিপিএমের কয়েক জন এই গাছ চুরির সঙ্গে যুক্ত। তারাই সুতির বিভিন্ন দুষ্কৃতীকে এলাকায় নিয়ে এসে গাছ চুরিতে মদত দিচ্ছে। রাজনৈতিক রং না দেখে গাছ চুরি ঠেকাতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে।” |