এক সপ্তাহে তিন বার! দূরপাল্লার রেলযাত্রায় যেন রাহুর দশা চলছে!
গত সোমবার রাতে অবৈধ যাত্রীদের দখলদারিতে হাওড়ামুখী তিরুঅনন্তপুরম-গুয়াহাটি এক্সপ্রেস এবং করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের প্রাণান্তকর অবস্থা হয়েছিল বিশাখাপত্তনম স্টেশনে। রিজার্ভেশনের টিকিট নিয়েও তাঁদের জানলা দিয়ে সংরক্ষিত কামরায় কামরায় ঢুকতে হয়। বুধবার কিষাণগঞ্জে অবরোধের জেরে অবর্ণনীয় দুর্দশায় পড়তে হয়েছে হাজারো ট্রেনযাত্রীকে।
আর তার রেশ না-কাটতেই এ বার বিভ্রাটের শিকার হলেন আপ বেঙ্গালুরু-গুয়াহাটি (ভায়া হাওড়া) এক্সপ্রেসের আরোহীরা। শুক্রবার দুপুরে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বারুইপাড়ার কাছে গুয়াহাটিমুখী ট্রেনটির একটি বাতানুকূল কামরার ব্যাটারি-বাক্সে আগুন ধরে যায়। প্রচণ্ড ধোঁয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থামিয়ে দেওয়া হয়। আগুন নিভিয়ে ট্রেন যখন ফের চলতে শুরু করে, ততক্ষণে প্রায় চার ঘণ্টা দেরি হয়ে গিয়েছে। রোদে-গরমে নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা। |
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। পরে হাওড়া থেকে বাতানুকূল দ্বিতীয় শ্রেণির একটা কামরা এনে ট্রেনে জুড়ে যাত্রীদের তাতে তোলা হয়। এত সব সেরে বিকেল ৪টে ২০ মিনিটে ফের গুয়াহাটির দিকে রওনা দেয় বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
ক্ষতিগ্রস্ত কামরাটিকে তদন্তের জন্য হাওড়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
|