স্থানীয়দের নিয়োগ, রাস্তায় জল ছেটানো-সহ এলাকার সামগ্রিক উন্নয়নের দাবিতে বিক্ষোভ দেখাল কেন্দা অঞ্চল তৃণমূল। কমিটির সভাপতি অনুপ বন্দ্যোপাধ্যায় জানান, প্যাচ চালু হওয়ার আগে এলাকার বেকারদের নিয়োগ ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি কর্তৃপক্ষ। এছাড়া কয়লা ঢাকা না দিয়ে পরিবহনের ফলে বাতাসে ধুলো উড়ছে। শ্বাসকষ্ট হচ্ছে। পদ্ধতি মেনে কর্তৃপক্ষ নিয়মিত রাস্তায় জল ছেটাচ্ছেন না। প্যাচের ম্যানেজার সোমনাথ চক্রবর্তী বলেন, “অবিলম্বে নিয়মিত জল ছেটোনোর ব্যবস্থা করা হবে। অন্য দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তির চেষ্টা করা হবে।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অন্ডালের পিওর জামবাদ এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলা পাসোয়ান (৩৮)। বাড়ি থেকে পুলিশ শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। একটি হিন্দি দৈনিকের সাংবাদিক ছিলেন। আজ, শনিবার কয়লাঞ্চল প্রেস ক্লাবের সদস্যেরা কালো ব্যাজ পড়ে শোক জানাবেন।
|
জামুড়িয়ায় অস্ত্র উদ্ধার |
দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে বর্ধমানে জামুড়িয়ার হিজলগড়ায় মির সহিদুল ও মির সালিম নামে ওই দু’জনের বাড়ি থেকে একটি কার্বাইন, একটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড কার্তুজ মিলেছে বলে জানায় পুলিশ। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, সম্পর্কে দুই ভাই সালিম ও সহিদুল বহু দিন ধরেই এলাকায় অবৈধ কয়লা কারবারে জড়িত। তাদের নামে একাধিক থানায় কয়লা চুরি ও এলাকায় সন্ত্রাস তৈরির অভিযোগ রয়েছে। তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার হলেও অভিযুক্তেরা পালিয়ে গিয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
|
মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ |
বারাবনি ব্লকের প্রায় আট হাজার বিপিএল তালিকাভুক্ত নাগরিকদের হেলথ কার্ড পুনর্নবীকরণ হচ্ছে না। ব্লকের আধিকারিকদের কাছে বার বার আবেদন জানিয়েও কোনও ফল মিলছে না। এই অভিযোগে শুক্রবার আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো তৃণমূল সদস্য সমর্থক। পরে বর্ধমান জেলা যুব তৃণমূলের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়। বারাবনি ব্লক যুব তৃণমূল সভাপতি পাপু উপাধ্যায়ের অভিযোগ, বিপিএল তালিকাভুক্তদের হেলথ কার্ড পুনর্নবীকরণের দায়িত্ব ব্লক প্রশাসনের। বহু বার বিডিও-কে জানিয়ে ফল মেলেনি। তাই শুক্রবার তাঁরা মহকুমাশাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে বারাবনির বিডিও অন্যত্র বদলি হয়েছেন। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, বিশদে খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যস্থা নেওয়া হবে।
|
বেতন বৃদ্ধির দাবি সংগঠনের |
বেতন বৃদ্ধি, ২০০৭ সাল থেকে বকেয়া পাওনা, চাকরিতে পদোন্নতি ও কর্মস্থলে অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে শুক্রবার ইসিএলের সাঁকতোড়িয়া সদর কার্যালয়ে বিক্ষোভ দেখালেন কোল মাইনার্স অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা। সংগঠনের সম্পাদক দামোদর বন্দ্যোপাধ্যায় জানান, দাবিগুলি পূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
|
গাড়ি ভর্তি সাত ব্যারেল অবৈধ কেরোসিন তেল বাজেয়াপ্ত করল রানিগঞ্জ থানার পুলিশ। ২ নম্বর জাতীয় সড়কের রানিসায়র মোড়ে গাড়িটি আটক করে চালককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, অবৈধ তেল নিয়ে গাড়িটি আসানসোল থেকে কলকাতায় যাচ্ছিল। |