সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের দ্বিতীয় গ্রুপ লিগের ম্যাচে মুম্বইকে হারাল বর্ধমান। তবে দলের গোলরক্ষক ঈশ্বর প্রসাদ লাল কার্ড দেখেন। ফলে বর্ধমানকে শেষ ৩০ মিনিট ১০ জনে খেলতে হয়। প্রথমে শান্তনু সরকার গোল করে বর্ধমানকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় বোম্বে বিশ্ববিদ্যালয়। খেলা শেষের মিনিট দশেক আগে কালিদাস হেমব্রমের গোলে জেতে বর্ধমান। শনিবার তাদের খেলা উত্তরাঞ্চলের চ্যাম্পিয়ন পঞ্জাব টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের। তাদের হারালে শেষ আটে ওঠার সুযোগ পাবে বর্ধমান।
|
ডিওয়াইএফ এবি পিট ইউনিট আয়োজিত ভগীরথ পাসোয়ান ও রঞ্জিৎ রাজবংশী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল জবা কল্যাণ সমিতি। তারা উড়নচণ্ডী ফুটবল ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের সোদপুর মাঠে জিতল রাধানগর ইউনাইটেড। তারা কুলটি এফসি-কে ২-০ গোলে হারায়। বার্নপুর স্টেডিয়ামে বার্নপুর ইউনাইটেড ক্লাব ২-১ গোলে আড়াডাঙা এমবিজি-কে হারায়।
|
দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার প্রথম সেমি ফাইনালে জয়ী হল আয়োজক সংস্থা। তারা দুর্গাপুর আপনজন ক্লাবকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে গেল।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগে শুক্রবার লাল ময়দানে জয়ী হল আইএন দিশারী। তারা কল্যাণ রায়ের গোলে উখড়া ফুটবল অ্যাকাডেমিকে হারায়। ম্যাচ পরিচালনা করেন অভীক চক্রবর্তী ও এমএম কংসবণিক। |