পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ডোমকলের গোবিন্দপুরের বহরমপুর-বক্সিপুর রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাইনুল ইসলাম (২৮)। বাড়ি ডোমকলের ভগীরথপুরে। এই ঘটনায় আরও দশ জন আহত হয়েছেন। তাঁদের সকলকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক-সহ বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একটি ইঞ্জিন চালিত ভ্যান ডোমকল থেকে বক্সিপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ে বহরমপুর থেকে আসা একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মাইনুলের মৃত্যু হয়। ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের আব্দুল হামিদ বিশ্বাস বলেন, “মাইনুল ও তাঁর ভাগ্নে আল আমিন এ দিন করিমপুরে যাচ্ছিল। সেই সময়ে দুর্ঘটনা ঘটে।”
|
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আলা বক্স শেখ। বাড়ি বড়ঞার শ্রীহট্টে। বুধবার রাতে ওই যুবকের বাড়িতে হানা দিয়ে পুলিশ এক রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে এবং পরে ওই গ্রামে বেশ কয়েক বার বোমাবাজি হয়েছে। ধৃত যুবক এলাকায় অপরাধমূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মৃত্যুঞ্জয় রায় (৪৫)। বুধবার সুতির হিলোড়া গ্রামে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে তিনি আত্মহত্যা করেছেন। |