বেআইনি ভাবে চিতাবাঘের চামড়া পাচারের অভিযোগে রমেশ সাউ নামে এক ব্যবসায়ীকে আটক করেছিল বন দফতর। স্থানীয়েরা বিক্ষোভ শুরু করলে সেই সুযোগে পালায় অভিযুক্ত। বিক্ষোভকারীদের এক জনকে বুধবার রাতে গ্রেফতার করেছে সিঁথি থানার পুলিশ। আরও কয়েক জনের খোঁজ চলছে। পুলিশ জানায়, ধৃত ঠাকুরপ্রসাদ সাউ রমেশের আত্মীয়। সোমবার দুপুরে বি টি রোডে রমেশের দোকানে হানা দিয়ে একটি চিতাবাঘের চামড়া উদ্ধার করেন পুলিশ ও বন দফতরের কর্মীরা। রমেশকে আটক করা হলে স্থানীয় প্রায় শ’খানেক লোক বনকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন। মিথ্যা অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ যায়। তখনই পালায় রমেশ।
|
ষাঁড়ের আক্রমণে জখম হলেন কয়েক জন বাসিন্দা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কাশীপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাশীপুরে হাট বসে। হাটে গবাদি পশুও বিক্রি হয়। এ দিন সকালের দিকে হাটতলা কলেজমোড় রাস্তায় একটি ষাঁড় উন্মত্ত হয়ে ছুটতে শুরু করে। তার সামনে পড়ে কয়েক জন বাসিন্দা জখম হন।
|
নিমতির কাছে পোরোর জঙ্গলে হাতির তাণ্ডবে জাতীয় সড়ক বন্ধ থাকল প্রায় এক ঘন্টা। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পোরোর জঙ্গল থেকে একটি দাঁতাল বেরিয়ে সকাল সাড়ে নটা থেকে দেড় ঘণ্টা রাস্তায় দাড়িয়ে থাকে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) রাজেন্দ্র জাখর জানান, খবর পেয়ে বনকর্মীরা সেটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়।
|
নিষিদ্ধ শব্দবাজি আটক করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির প্রমোদনগরে হানা দিয়ে বাজি আটক করা হয়। কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিনই ঝংকার মোড়ে বেআইনি মদ বিক্রির অভিযোগে এক জনকে ধরা হয়। কিছু মদ আটক করেছে পুলিশ। |