টুকরো খবর
পাক বন্দিকে তিহাড় জেলে পাঠানো হল
আদালতের নির্দেশে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি পাকিস্তানের নাগরিক সৈয়দ আহমেদ মহম্মদ দেশাইকে বৃহস্পতিবার দিল্লির তিহাড় জেলে পাঠানো হল। দক্ষিণ ২৪ পরগনা পুলিশের একটি দল তাঁকে দিল্লিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বলে জেল সূত্রের খবর। ওই বন্দিকে তাঁর দেশে ফেরত পাঠাতে আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন। কড়েয়া থানার পুলিশ তাঁকে বিদেশি বিতাড়ন আইনে গ্রেফতার করে। আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁর রায়ে বিনা কারণে এক বিদেশি নাগরিককে এই ভাবে হেনস্থা করার জন্য পুলিশকে ভর্ৎসনা করেন।

দুষ্কৃতী গ্রেফতার
চোরাই মোটরবাইক-সহ পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। বুধবার, নিউ আলিপুর থানা এলাকায়। ধৃত শেখ নাসির ওরফে আজহার, মজহার হাসান ওরফে ভিকি এবং মহম্মদ হায়দার আলির বাড়ি পার্ক স্ট্রিট ও খিদিরপুরে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় তালতলা থেকে একটি মোটরবাইক চুরি হয়। রাতে জেমস লং সরণিতে টহল দেওয়ার সময়ে নিউ আলিপুর থানার অফিসারেরা দ্রুতগতিতে বাইকে তিন যুবককে যেতে দেখে তাদের ধাওয়া করেন। সাহাপুর কলোনি এলাকায় গলিতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। তখন টহলরত পুলিশকর্মী সনৎ বন্দোপাধ্যায় ও সুনীল বাউরি তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে দোষ কবুল করে দুষ্কৃতীরা। উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। পুলিশ জানায়, আগেও চুরির ঘটনায় ধরা পড়েছিল তারা।

এই তো প্রথম...
গাইতে আসা: অভিনয়ের পাশাপাশি এ বার গানের জগতে পা রাখলেন অর্পিতা চট্টোপাধ্যায়।
প্রসেনজিতের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মীয়মাণ একটি বাংলা ছবির জন্য জিৎ গঙ্গোপাধ্যায়ের
সুরে গান রেকর্ড করলেন অর্পিতা। বৃহস্পতিবার, শহরের এক স্টুডিওয়। ছবি: রাজীব বসু

দুর্ঘটনা, অবরোধ
এক সাইকেল-আরোহীকে ধাক্কা মারায় পুরসভার জঞ্জাল ফেলার গাড়ি আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধও হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার কামারহাটি পুরসভার একটি জঞ্জাল ফেলার গাড়ি আগরপাড়ার নীলগঞ্জ রোডে ধাক্কা মারে এক সাইকেলে। জখম কিশোর অভিজিৎ রায় হাসপাতালে ভর্তি।

মন্ত্রীকে হুমকি
রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। অভিযোগ, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টার মধ্যে মদনবাবুকে তিন বার ফোন করে এক ব্যক্তি অশালীন কথা বলে। তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন বৃহস্পতিবার বলেন, “উত্তর কলকাতার তিনটি পাবলিক বুথ থেকে তিন বার ফোন করা হয়। তদন্ত শুরু হয়েছে।” এ দিন রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আঁধারে
লোডশেডিং। কালীপুজোর আগে তাই এ ভাবেই মূর্তি তৈরির কাজ চলছে। ছবি: দেশকল্যাণ চৌধুরী

দেহ উদ্ধার
বেলঘরিয়া স্টেশনের কাছে রেলের নির্মীয়মাণ সিগন্যাল কেবিনের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা দেহ মিলল। পুলিশের অনুমান, দিন কয়েক আগে ওই যুবককে খুন করে ফেলে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে পথচারীরা দুর্গন্ধ পেয়ে স্টেশন ম্যানেজারকে জানান। রেলপুলিশ ও কর্মীরা ওই কেবিনে গিয়ে মেঝেতে দেহটি দেখেন।

দোকানে আগুন
সিলিন্ডার লিক করে আগুন লাগল একটি খাবারের দোকানে। বৃহস্পতিবার, বেহালার আদর্শপল্লিতে। দমকল সূত্রে খবর, স্থানীয়েরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলকর্মীরা পৌঁছে দ্রুত পরিস্থিতি সামলান। দোকানের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দমকল জানায়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.