১৭০০ কোটি টাকার সুবিধা রফতানি শিল্পে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পশ্চিমী দুনিয়ার মন্দার গ্রাস থেকে ভারতের রফতানি শিল্পকে বাঁচাতে বৃহস্পতিবার ৯০০ কোটি টাকার বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা করল কেন্দ্র। তবে এ সপ্তাহেই ছোট ও শ্রম প্রধান শিল্পের জন্য রফতানি ঋণের সুদে যে ২% ছাড় রিজার্ভ ব্যাঙ্ক দিয়েছে, তা ধরলে প্যাকেজের মোট অঙ্ক ১৭০০ কোটি টাকা। বৈদেশিক বাণিজ্য নীতি (২০০৯-’১৪)-র আওতায় এই সব সুবিধা দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। স্বভাবতই খুশি রফতানিকারীরা এটিকে ‘দেওয়ালির উপহার’ হিসাবেই মনে করছেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিআইআই-ও। ইতিমধ্যেই ক্ষুদ্রশিল্পকে টাকার অঙ্কে দেওয়া রফতানি ঋণের সুদে ২% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। শ্রম-প্রধান শিল্পও এর আওতায় আসবে। ভর্তুকি বাবদই ওই ছাড় দেওয়া হবে। ইউরোপ, আমেরিকার বাজারে মন্দার কারণে ছোট এবং শ্রম-নিবিড় শিল্প যাতে ধাক্কা না খায়, সে জন্যই এই সিদ্ধান্ত। হস্তশিল্প, তাঁত এবং গালিচা শিল্প এই সুবিধা পাবে। এ দিন মূলত লাতিন আমেরিকা, আফ্রিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রে রফতানির জন্য ছাড় ঘোষিত হয়েছে। এ ক্ষেত্রে মিলবে অতিরিক্ত ১% শুল্ক ছাড়। আগেই ৩% ছাড় দেওয়া হয়। লক্ষ্য, শিল্পোন্নত দুনিয়ায় রফতানি কমলেও এই সব রাষ্ট্রে ভারতের বাজার বাড়ানো। ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ ও রাসায়নিক সংক্রান্ত ৫০টি পণ্যে বিশেষ বোনাস পাবেন রফতানিকারীরা। তা অক্টোবর থেকে মার্চের মধ্যে রফতানি মূল্যের উপর অতিরিক্ত ১% হিসাবে মিলবে। রফতামিকারীদের সংগঠন ফিও কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘দেওয়ালির উপহার’ হিসাবে অভিহিত করেছে। সিআইআইয়ের রফতানি-আমদানি সংক্রান্ত জাতীয় কমিটির চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া জানান, রফতানিকারীদের স্বার্থ রক্ষা করবে এই নীতি।
|
হুগলি ডক পুনর্গঠন প্রকল্পে সায় কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাজ্যের হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের জন্য প্রায় ৭৭৭ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্প ঘোষণা করল কেন্দ্র। এতে ঋণ ও সুদ খাতে প্রায় ৬২৮.৮৬ কোটি এবং অনুদান বাবদ ১১১.০৮ কোটি টাকা মকুব করা হয়েছে। নীতিগত সায় মিলেছে সরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গড়ায়। তত দিন স্বেচ্ছাবসর খাতে ২১ কোটি অনুদান এবং কার্যকরী মূলধন-সহ মজুরি বাবদ যোজনা বহির্ভূত সাহায্য হিসাবে ১৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এ দিকে, কেব্ল টিভি পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল করতে অর্ডিন্যান্স আনার প্রস্তাবেও সায় দিল মন্ত্রিসভা। সায় মিলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির বিদেশ থেকে কয়লা বা আকরিক লোহার মতো কাঁচামাল আনার নয়া নীতিতেও। এই সুবিধা নিতে তাদের তিন বছর টানা মুনাফা করতে হবে।
|
যুব আবাসে ‘বেনিয়ম’, মন্ত্রী ক্ষুব্ধ মাইথনে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রাজ্য সরকারের লিজ দেওয়া মাইথনের যুব আবাসটি সরকারি নিয়ম মেনে চলছে না বলে অভিযোগ যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্তকে সঙ্গে নিয়ে তিনি ওই যুব আবাস পরিদর্শনে যান। বেনিয়ম দেখে আপাতত সন্দীপবাবুকেই তিনি আইন মাফিক যুবকদের ঘর ভাড়া দেওয়ার দায়িত্ব দিয়েছেন। বহু দিন ধরেই মাইথন জলাধারের কাছে রাজ্য সরকার ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে যুব আবাস চলছে। মন্ত্রী জানান, যুবকদের জন্য সরকারি ভাড়ায় ২৪টি শয্যা দিতে হবে, এই শর্তেই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল। মন্ত্রী বলেন, “সেই চুক্তি ভঙ্গ হচ্ছে খবর পেয়েই আমি পরিদর্শনে যাই।” কিন্তু সেখানে কোনও সরকারি সাইনবোর্ড তিনি দেখতে পাননি। মন্ত্রী জানান, রাজ্য সরকার যুব আবাসটি চালানোর জন্য বর্ধমান জেলা পরিষদকে ৩০ বছরের লিজ দিয়েছিল। আবার জেলা পরিষদ একটি বেসরকারি সংস্থাকে ৩০ বছরের লিজ দেয়। তা জেলা পরিষদ কী ভাবে করল, তা-ও খতিয়ে দেখা হবে। নতুন যুব আবাস তৈরির জন্য মাইথন ও সালানপুরে পাঁচটি জায়গা প্রাথমিক ভাবে তাঁর পছন্দ হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন।
|
মারুতির ধর্মঘট বেআইনি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মারুতির মানেসরের ধর্মঘট বেআইনি ঘোষণা করল হরিয়ানা সরকার। তারা ধর্মঘটীদের কারখানা চত্বর খালি করার নির্দেশও দিয়েছে। এ দিকে, সাধারণ ভাবে কর্মী ও প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষিত রাখতে শ্রম আইন সরল করার কথা ভাবছে কেন্দ্র। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
|
ব্ল্যাকবেরি সমস্যা মিটল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ব্ল্যাকবেরি ফোনের পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানাল রিম। তাদের দাবি, ভারত-সহ ইউরোপ, পশ্চিম এশিয়া, আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ই-মেল, ইন্টারনেট এবং মেসেঞ্জার পরিষেবা কাজ করছে। পরিষেবা স্বাভাবিক করতে সার্ভারে জমে থাকা তথ্য দ্রুত পরিষ্কার করছে তারা।
|
তিন সপ্তাহ ৯ শতাংশের উপরেই রইল খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। ১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে তা দাঁড়াল ৯.৩২%। আগের সপ্তাহের হার ৯.৪১%। |