বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র’ (মোস্ট ফেবারড নেশন বা সংক্ষেপে এমএফএন) হিসেবে স্বীকৃতি দিতে চায় পাকিস্তান। বুধবার সন্ধ্যায় পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। কিন্তু কবে থেকে বিষয়টি কার্যকর হবে, তা নিয়ে বিশদে জানাননি তিনি। ভারত ১৯৯৬-এ পাকিস্তানকে এই মর্যাদা দিয়েছিল। ভারতের সঙ্গে আলোচনায় যেন কোনও ছেদ না পড়ে এটাই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন হিনা। দু’দেশের বাণিজ্যিক সম্পর্কেও বর্তমানে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। নিউ ইয়র্কে এই প্রথম বার পাকিস্তানের বিদেশমন্ত্রীর ডাকা ভোজসভায় যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এই ঘটনাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন হিনা।
|
গ্যালিওন কেলেঙ্কারির দায়ে ১১ বছরের জেল হল রাজ রাজারত্নমের। বৃহস্পতিবার শ্রীলঙ্কার আমেরিকা প্রবাসী এই ধনকুবেরকে ওই সাজা দিয়েছে ম্যানহ্যাটনের জেলা আদালত। নিউ ইয়র্কের হেজ ফান্ড গ্যালিওনের বিরুদ্ধে বেআইনি ভাবে বিভিন্ন সংস্থার ভিতরের তথ্য জোগাড় করে শেয়ার কেনা-বেচার মাধ্যমে মুনাফা করার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, ওই সংস্থার প্রতিষ্ঠাতা ও কর্ণধার রাজারত্নম নিজের প্রভাব খাটিয়ে অনৈতিক ভাবে জোগাড় করেছিলেন বিভিন্ন সংস্থার তথ্য। এবং তা ব্যবহার করে শেয়ার বাজারে বিপুল মুনাফা করেছিল সংস্থা।
|
পার্লারে ঢুকে এলোপাথাড়ি গুলি করে আট জনকে খুন করল এক ব্যক্তি। আহত তিন। স্থানীয় সময়ে দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার একটি পার্লারে। এর পরেই গাড়িতে চেপে আততায়ী পালায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সার্জেন্ট স্টিভ বোলস জানান, আততায়ীর উদ্দেশ্য এখনও বোঝা যায়নি। |