|
|
|
|
তৃণমূল নন ধৃত, দাবি অনুব্রতের |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অস্ত্র-সহ নেতা ধরা পড়ার পরে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করলেন তৃণমূলের কেতুগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তাঁর মন্তব্য, “দলে দুষ্কৃতীদের কোনও জায়গা নেই।” যদিও তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে থাকতে পারেন, বা অভিযোগের সত্যতার তদন্ত হওয়া উচিত বলে বুধবারই তৃণমূল নেতারা মন্তব্য করেছিলেন।
মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অপরূপ শেখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানান কেতুগ্রামের কয়েক জন। বুধবার পুলিশ তাঁকে ধরে। বৃহস্পতিবার কাটোয়ার এসিজেএম আদালতে তোলা হলে তাঁকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ধরা পড়ার পরে বুধবার অপরূপ পুলিশের কাছে দাবি করেন, তিনি তৃণমূলের কেতুগ্রাম ১ ব্লকের বেরুগ্রাম অঞ্চল সভাপতি। কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজ সে দিন বলেছিলেন, “অভিযোগ কতটা সত্যি, তা পুলিশের তদন্ত করা উচিত।” দলের কেতুগ্রাম ১ ব্লক সভাপতি রত্নাকর দে দাবি করেন, “অপরূপ গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে থাকতে পারেন।”
কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা কেতুগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল বলেন, “অপরূপের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।” বিধায়ক শেখ সাহানেওয়াজ এ দিন আর কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, “আমি কলকাতায়। যা বলার ব্লক সভাপতি বলবেন।” ব্লক সভাপতি রত্নাকরবাবুর আবার বক্তব্য, “যা জানার, পর্যবেক্ষকের কাছে জানুন।” |
|
|
|
|
|