বন্দুকের ভুয়ো লাইসেন্স নিয়ে নিরাপত্তারক্ষীর কাজ করার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুরুলিয়ার পাড়া থানার রুকমি এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানা থেকে মনোহর ভারতী ও রণবীর ভারতী ওই দুই বেসরকারি নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। ধৃতদের বাড়ি রাঁচিতে। বছর দুয়েক ধরে তাঁরা ওই স্পঞ্জ আয়রন কারখানায় রক্ষীর কাজ করছিলেন। মঙ্গলবার ধৃতদের রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
প্রসঙ্গত, বন্দুকের ভুয়ো লাইসেন্স নিয়ে কাজ করার অভিযোগে ইতিমধ্যেই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই বেসরকারি নিরাপত্তারক্ষীকে পুলিশ গ্রেফতার করেছে। ধরা পড়েছেন জাল লাইসেন্স চক্রের মূল পাণ্ডা, পুরুলিয়া শহরের এক বন্দুকের দোকানের মালিক চণ্ডী কর্মকারও। পরে ঝাড়খণ্ড থেকে আরও দু’জনকে পাকড়াও করে পুলিশ। ৮টি বন্দুক ও ৩০ রাউন্ড কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃত দোকান মালিককে জেরা করেই রুকমির স্পঞ্জ আয়রন কারখানার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
|
রেলের পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি দোকান। গুরুতর জখম অবস্থায় ওই ট্রাক চালককে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কে, বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে বিষ্ণুপুর ছেড়ে গড়বেতার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিষ্টি ও পানের দোকানের মাঝামাঝি ঢুকে যায় ট্রাকটি। ওই দু’টি দোকানের পাশাপাশি আরও একটি মিষ্টি ও জুতোর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ উদ্ধার কাজে গেলে ক্ষতিপূরণের দাবি জানান দোকান মালিকেরা। পুলিশ জানায়, লরির চালক তপন মাইতিকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
|
একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা বিভাগের আদ্রা-চাণ্ডিল শাখার টামনা ও কাঁটাডি স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুরুলিয়া থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। ওভারহেড তারের বিদ্যুৎ সরবরাহ কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “সময়মতো আগুন নেভানোয় বড় কোনও বিপদ হয়নি। ইঞ্জিনটি মেরামত করার জন্য টাটানগরে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।”
|
বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বিষ্ণুপুর-কোতুলপুর রাস্তায়, বাঁকুড়ার জয়পুর থানার চাতড়া মোড়ে। মৃতের নাম শ্রীকান্ত নন্দী (৪৪)। চাতরা গ্রামেই তাঁর বাড়ি। তিনি দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিষ্ণুপুরগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে যায়। স্থানীয় গোগড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। চালক থানায় আত্মসমর্পণ করেছেন। |