ভারতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েই ডাচ কোচ রব বান বললেন, “ভারত হল ফুটবলের ঘুমন্ত দৈত্য।” হল্যান্ডে বানের সঙ্গে চুক্তির দিনই পি এস ভি আইন্দোভেনের সঙ্গে এক চুক্তি সরকারি ভাবে করল ভারত।
ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। মঙ্গলবার সরকারি ভাবে ডাচ কোচ রব বানকে ভারতের টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ করল এআইএফএফ। সামগ্রিক ভাবে দেশের ফুটবলের সব দল দেখবেন তিনি। তাঁর সঙ্গে চুক্তি হয়েছে দু’বছরের জন্য। সরকারি দায়িত্ব পাওয়ার পরে বানের মন্তব্য, “পিএসভি আইন্দোভেন এবং এআইএফএফ-এর সঙ্গে মিলে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই। যে পরিবেশের ভিত্তি হবে ডাচ স্কুলের। কিন্তু ,সেটা গড়া হবে ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখেই।”
বান এবং পি এস ভি আইন্দোভেনের আসার ফলে ভারতীয় ফুটবলে বহু দিন পরে আসছে ফিলিপস। যারা প্রথম জাতীয় লিগের পরে আর মুখ তুলে তাকায়নি ভারতীয় ফুটবলের দিকে। আইন্দোভেন এমনিতে ফিলিপসের ক্লাব। ৩১ মার্চ ২০১২-র মধ্যে চারটি আঞ্চলিক এবং একটি এলিট ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হবে বানের সহযোগিতায়। যেখানে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবে এআইএফএফ, পিএসভি এবং ফিলিপস।
|