ছয় নম্বরে নেমে ৫৩ বলে ১০৪ নটআউট। স্ট্রাইক রেট প্রায় দুশোর কাছাকাছি। ইংল্যান্ডের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জনি বেয়ারস্টো-র ধুন্দুমার ব্যাটিং ভারতের বিরুদ্ধে পরশু থেকে শুরু একদিনের সিরিজে ইংল্যান্ডের প্রথম এগারোয় এই তরুণ প্রতিভাকে বড় দাবিদার করে তুলল। হায়দরাবাদ একাদশ বোলিংকে নিয়ে ছেলেখেলা করে ইংল্যান্ড মঙ্গলবারের দিন-রাতের ওয়ান ডে-তে ৫০ ওভারে তুলেছে ৪ উইকেটে ৩৬৭ রান। তার পর বিপক্ষকে অলআউট করেছে ৩৫.৩ ওভারে, মাত্র ১১৪ রানে। একুশ বছরের লেগস্পিনার স্কট বর্থউইক দশ ওভারে ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। |
বিপক্ষ হিসাবে হায়দরাবাদ একাদশ এলেবেলে। কিন্তু দিনতিনেক আগে এদের বিরুদ্ধেই পঞ্চাশ ওভার টিকতে পারেনি ইংল্যান্ড ব্যাটিং। দু’শোর সামান্য বেশি রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই ব্যর্থতা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিটিয়ে নেন অধিনায়ক অ্যালিস্টার কুক (৮৫), ক্রেগ কেইসওয়েটার (৭১), জোনাথন ট্রট (৭৪)-রা। তার ভেতর ওয়ান ডে দলের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান বেয়ারস্টোর ঝড়ের গতিতে করা অপরাজিত সেঞ্চুরি ইয়র্কশায়ারের বছর বাইশের তরুণের শুক্রবার উপ্পলেই ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে কুকের দলের প্রথম এগারোয় জায়গা কার্যত পাকা করে দিল। বেয়ারস্টোর টি-টোয়েন্টি স্টাইল ইনিংসে আধডজন বাউন্ডারির পাশাপাশি ৮টি ওভার বাউন্ডারির হিসাবটা যে কোনও পর্যায়ের ক্রিকেটেই চোখধাঁধানো। তা ছাড়া দিনকয়েক আগেই তো হায়দরাবাদ একাদশের প্রায় অপরিচিত বোলাররা যথেষ্ট ভোগান্তির কারণ হয়ে উঠেছিলেন পিটারসেনদের সামনে। কিন্তু এ দিন আনোয়ার আহমেদের মতো মিডিয়াম পেসারদের নিয়ে ছেলেখেলা করেন বেয়ারস্টোরা। প্রথম উইকেটে কুক-কেইসওয়েটার পঁচিশ ওভারে দেড়শোর বেশি রানের পার্টনারশিপ করার পরে দুই ওপেনার এবং পিটারসেন আউট হয়ে গেলেও চতুর্থ উইকেটে ট্রট-বেয়ারস্টো প্রায় ১৫০ যোগ করেন।
আশির দশকে ভারতের মাটিতে সিরিজ খেলে যাওয়া প্রাক্তন ইংল্যান্ড উইকেটকিপার ডেভিড বেয়ারস্টোর ছেলে জনি বেয়ারস্টো আসন্ন ওয়ান ডে সিরিজে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ছয় নম্বরে খেলবেন বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ড দলের সঙ্গে সফরকারী ক্রিকেটসাংবাদিক, সে দেশের প্রাক্তন ক্রিকেটার ডেরেক প্রিঙ্গল তাঁর দেশের কাগজে লিখেছেন, ‘বেয়ারস্টো চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে কিয়েসওয়েটারকে। ভারতের মাটিতে ইংল্যান্ড প্রথম একাদশে দু’জন উইকেটকিপার-ব্যাটসম্যান খেলালেও অবাক হওয়ার নেই। সেক্ষেত্রে কিয়েসওয়েটার শুধু ওপেনিং ব্যাটসম্যানের চাপ সামলাবে। তাতে ওর ব্যাটিংয়ের ক্ষেত্রে আরও ভাল হতে পারে। ইংল্যান্ড শিবিরের খবর অনুযায়ী, ধোনির দলের বিরুদ্ধে অন্তত প্রথম এক দিনের ম্যাচে মিডল অর্ডারে ইয়ান বেল ও ট্রটের মধ্যে এক জনকে বসিয়ে বেয়ারস্টোর বর্তমান দুর্দান্ত ব্যাটিং ফর্মকে ব্যবহার করা হতে পারে ছয় নম্বরে। সেক্ষেত্রে কুক-কেইসওয়েটার-পিটারসেন-ট্রট/বেল, বোপারা, বেয়ারস্টোএই হবে ইংল্যান্ডের বিশেষজ্ঞ ব্যাটিং লাইনআপ। সাত থেকে এগারোয় অলরাউন্ডার সমিত পটেল এবং চার প্রধান বোলার। এতে পাঁচ জন বোলারকে নিয়ে নামারও সুযোগ পেয়ে যাবেন কুক। |