ক্রিকেটার ও বুকিদের গোপন আঁতাত নিয়ে ফের তোলপাড় ক্রিকেটবিশ্ব। যথারীতি অভিযোগ ও অস্বীকারের পালা অব্যাহত। বিতর্কের কেন্দ্রে থাকা লন্ডনের বুকি মাজহার মজিদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তারকা ক্রিকেটাররা। ভারতে হরভজন সিংহ ও যুবরাজ সিংহ, অস্ট্রেলিয়ায় রিকি পন্টিং ও নাথান ব্র্যাকেন। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির শুনানি চলার সময় রোজই উঠে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য।
এই মুহূর্তে হরভজন নাগপুরে, চ্যালেঞ্জার ট্রফি খেলতে ব্যস্ত। প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্ষুব্ধ ভারতীয় অফস্পিনার বলেছেন, “এই লোকটাকে জানি না, কোনও দিন দেখা হয়নি। ওর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সেটা আইনি ব্যবস্থা না অন্য কিছু, এখনও বলতে পারছি না।” হরভজন অবশ্যই ভারতীয় বোর্ডকে বিষয়টি জানাচ্ছেন। “আমি নিশ্চিত, এ ধরনের লোক, যারা খেলাটাকে শেষ করতে চায়, তাদের বিরুদ্ধে ভারতীয় বোর্ড উপযুক্ত ব্যবস্থা নেবে।” প্রতিক্রিয়া জানাতে টুইটার-এর সাহায্য নিয়েছেন যুবরাজ। লিখেছেন, “...এবং কে এই মজিদ! একেবারে রাবিশ! জানি না, কোনও দিন দেখা হয়নি।” |
এর পরেও উত্তেজিত যুবরাজ যোগ করেছেন, “ভারতে সমস্যাটা হল কেউ যদি বলে একটা মোরগ ডিম পেড়েছে, সেটাও খবর! সত্যি মিথ্যে কেউ দেখে না!” ভারতীয় বোর্ডের তরফে এক কর্তা বলেছেন, “যার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের উর্ধ্বে নয়, সে রকম কারও দাবিতে আমরা প্রতিক্রিয়া জানাই না।” তীব্র প্রতিবাদ এসেছে অস্ট্রেলিয়া থেকেও। পন্টিংয়ের ম্যানেজার জেমস হেন্ডারসন বলেছেন, “আমরা জীবনে লোকটার কথা শুনিনি।” আর ব্র্যাকেনের ম্যানেজার রব হর্টনের প্রতিবাদ, “নাথান কোনও দিন এ ধরনের কোনও ব্যাপারে জড়িত থাকতেই পারে না। ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, যাতে লন্ডনে ওর সুনাম অক্ষত থাকে।” ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে ভিত্তিহীন, সে কথা বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিসও। ক্রিকেট অস্ট্রেলিয়া-র পক্ষে বিবৃতি দিয়েছেন চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড। “ভিত্তিহীন অভিযোগ। অভিযোগে যদি কোনও ভিত্তি থাকে, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এ রকম কিছু ঘটলে বোর্ড সেটা জানত।” সাদারল্যান্ড জানিয়েছেন কোনও ক্রিকেটার যদি ম্যাচ গড়াপেটায় জড়িত প্রমাণিত হয়, অবশ্যই তাদের আজীবন নির্বাসিত করা হবে। বলা হয়েছে, আইসিসি-র সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। এ দিকে মঙ্গলবার পঞ্চম দিন আদালতে বলা হয়েছে, গত বছর ওভালে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে পাকিস্তানের হার নিশ্চিত করার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের এজেন্ট মজিদকে এক ভারতীয় জুয়াড়ি ১০ লক্ষ ডলার দিতে চেয়েছিলেন। ওই টেস্ট কিন্তু পাকিস্তান জিতেছিল। |