টুকরো খবর |
অভিযুক্ত পালাল, আবার পাকড়াও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আদালত-চত্বরে বাস থেকে নামার সময়ে পুলিশকর্মীর হাত ছাড়িয়ে পালিয়ে গিয়েছিলেন চুরির অভিযোগে ধৃত। সেই নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায়। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই ফের পাকড়াও হন পলাতক বন্দি। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালত চত্বরের এই ঘটনা দিনভরই আলোচনার বিষয় হয়েছে।
সোমবারই কমল বাগ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ। মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানোর জন্য মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি বাসে তাঁকে মেদিনীপুরে আনা হয়। সঙ্গে পুলিশকর্মীও ছিলেন। আদালত চত্বরের অদূরেই বাসস্টপ। বাস থেকে নামার সময়েই পুলিশকর্মীর হাত ছাড়িয়ে পালিয়ে যান ওই বন্দি। তাঁর হাতে হাতকড়া পরানো ছিল, তবু ঘটে এ ঘটনা। সাধারণত, থানা থেকে পুলিশের গাড়িতেই ধৃতদের আদালতে আনা হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। কেন? পুলিশের বক্তব্য, দাঁতন থানায় পর্যাপ্ত গাড়ি নেই। যে দু’টি গাড়ি থাকে, অনেক সময়ে তা-ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। আবার, কোনও ঘটনার খবর এলেও তড়িঘড়ি গাড়িতে রওনা হন পুলিশকর্মীরা। তাই গুরুতর অভিযোগ নেই, এমন ধৃতদের মাঝেমধ্যে বেসরকারি বাসেই আদালতে নিয়ে আসা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছিল। আদালত চত্বর থেকে অভিযুক্ত পালানোর পরেই কর্তব্যরত পুলিশকর্মীরা মেদিনীপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করেন। থানা থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি শুরু হয়। এক ঘণ্টার মধ্যে আদালত চত্বরের কিছু দূর থেকেই কমলকে উদ্ধার করা হয়। পরে যথারীতি তাঁকে আদালতে হাজির করানো হয়। তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়।
|
ঠিকাদারদের সংগঠন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৈরি হল ঠিকাদারদের সংগঠন ‘খড়্গপুর সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন’। রবিবার খড়্গপুর শহরে আয়োজিত প্রথম সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ৪০ সদস্য। সংগঠনের সভাপতি সনাতন যাদব জানান, বিভিন্ন নির্মাণক্ষেত্রে সামগ্রী বণ্টনের ব্যবস্থা করা হবে। ঠিকাদারদের জিনিস সরবরাহ করতে যাতে কোনও অসুবিধা না হয় সেটাও দেখবে সংগঠন।
|
বিজয়া সম্মিলনী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুরের ভবানীপুরে সম্প্রতি বিজয়া সম্মিলনীর আয়োজন করল পারিজাত সংঘ দুর্গামন্দির। ক্লাবের পুজোর সুবণর্র্জয়ন্তী উপলক্ষে এ দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোয় আয়োজিত নানা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারও দেওয়া হয় ওই অনুষ্ঠানে।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সবুজ সঙ্ঘ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে রবিবার খড়্গপুরের তালবাগিচায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
|
চুরির ঘটনায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অষ্টমীর রাতে মেদিনীপুর শহরের নজরগঞ্জের এক বাড়ি থেকে সোনার গয়না চুরির ঘটনায় জড়িত সন্দেহে মিঠু রাউত নামে এক যুবককে ধরল পুলিশ। ধৃতের বাড়ি বটতলাচকে। তাঁকে জেরা করে অন্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। |
|